![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনা প্রধান হিসেবে শেরপুরের কৃতি সন্তান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামানকে নিয়োগ দেওয়ায় শেরপুরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর পৌরসভার আয়োজনে আজ ১১ জুন মঙ্গলবার বিকেলে শহরের বটতলাস্থ পৌর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়।
মিছিলটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কার্যালয়ের সামনে এসে শেষ করা হয়। মিছিলের নেতৃত্বে দেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন।
এসময় পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
মিছিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নবনিযুক্ত সেনা প্রধানের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান।