বিশ্ব পরিবেশ দিবস- ২০২৪ উদযসপন উপলক্ষে পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন শেরপুরে র্যালী, আলোচনা পর্ব ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ জুন বুধবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরায় ফসিহ্ উল্ উলুম দাখিল মাদরাসা থেকে র্যালী বের করা হয়। র্যালীশেষে সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সবুজ আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সবুজ আন্দোলন শেরপুর জেলার সদস্য সচিব, কেন্দ্রীয় নারী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও: নূরে আলম সিদ্দীক, সংগঠনের জেলার যুগ্ম আহ্বায়ক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক নাঈম ইসলাম ও রবিউল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় ছাত্র পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক রকিবুল আওয়াল পাপুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচি মহল্লা ও শহর ভিত্তিক বাস্তবায়নের বিষয়ে বক্তব্য প্রদান করা হয়।