শৈশবের পঞ্চাশ স্মৃতি

বাংলাদেশ চিত্র ডেস্ক

কিছুদিন আগে শৈশবের ১৮ টি স্মৃতির একটা তালিকা ফেইসবুকে দিয়। অনেকেই হারিয়ে যায় শৈশবে, তাই স্মৃতির ৫০ তালিকা করলাম। ব্যক্তিগতভাবে এগুলো আমার স্মৃতি, আশাকরি ধৈর্য নিয়ে পড়বেন, নিজের শৈশবের স্মৃতিতে হারাবেন।

১. কয়লা বা ছাঁই দিয়ে কখনো দাঁত মেজেছেন?

২. বল সাবান, ৫৭০ সাবান কিংবা লাইফবয় সাবান দিয়ে চুল ধুয়েছেন?

৩.  মুখে তিব্বত স্নো, ট্যালকম পাউডার মেখেছেন?

৪. মুখে বা মাথার চুলে সরিষার তেল দিয়েছেন?

৫. কলমের খাপ দিয়ে কান চুলকিয়েছেন?

৬. টিউবওয়েলের তলায় বসে গোসল করেছেন? কলের নিচ থেকে উঠতে গিয়ে মাথায় ব্যাথা পেয়েছেন?

৭. স্পঞ্জের স্যান্ডেলের ফিতা ল্যাম্পের আলোয় গলিয়ে জোড়া দি‌য়ে‌ছেন? এক জোড়া সেন্ডেলের  ফিতা অন্য জোড়ায় লাগিয়েছেন?

৮. টিনের চালে ঝুম বৃষ্টি পড়ার শব্দ শুনেছেন? মাঝরাতে চুপিচুপি আম কুঁড়াতে ঘর থেকে বের হয়েছেন?

৯. পিছলা খেয়ে পড়ে লজ্জায় না কেঁদে পেছনে তাকিয়েছেন? 

১০. জাম্বুরা বা খর দিয়ে বল বনিয়ে ফুটবল খেলেছেন?

১১. হারিকেন দিয়ে পড়ালেখা করেছেন?

১২. হ্যাজাক এর আলোয় বিয়ের অনুষ্ঠান দেখেছেন?

১৩. কলা গাছ দিয়ে গেইট সাজানো দেখেছন? গেইট ধরেছেন? 

১৪. বর্ষায় শাপলা, শালুক তুলেছেন? পদ্মপাতায় ব্যাঙাচীর নাচন দেখেছেন? 

১৫. কুতকুত, সাতচারা,লাটিম, মার্বেল, পুতুল বিয়ে, গোল্লাছুট এসব খেলা খেলেছন?

১৬. বড়শিতে আটা, বল্লার ডিম বা কেঁচো গেথে মাছ ধরেছেন?

১৭. বন্ধুদের সাথে দল বেঁধে পুকুরে ধাপাধাপি করেছেন?

১৮. চড়ুইভাতি খেলেছেন?  কলা পাতায় খেয়েছেন?

১৯. নতুন বউয়ের পালকিতে লুকিয়ে উঠেছেন?

২০. সকাল বেলায় আরবী পড়তে মাদ্রায় গেছেন? হুজুরের জন্যে কাপড়ের খোঁটে চাল নিয়েছেন?

২১. পড়ায় ফাঁকি দিতে অসুস্থতার ভান করেছেন?

২২. শীত কালে পিঠে রোদ দিয়ে মাটিতে বসে স্বর পরা মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছেন?

২৩. শীতের দিনে ওয়ান টু থ্রি বলে পানিতে ঝাপ দিয়েছেন?

২৪. একুশে ফেব্রুয়ারি নিজ হাতে ফুলের মালা তৈরি করে খালি পায়ে শহীদ মিনারে দিয়েছেন?

২৫. কোরবানির গরুর জন্যে মাথা গেঁথে গলায় পরিয়েছেন?

২৬. গরমের দিনে পানিতে থাকতে থাকতে শরিরে শ্যাওলা ধরেছে?

২৭. জমিতে ধান ছিঁটিয়েছেন? ধান কেটেছেন? 

২৮. ধানের মাড়া দিতে গরুর গুতা খেয়েছেন?

২৯. মিথ্যে কথা বলে ক্লাসমেটের বাসায় ছিলেন? 

৩০. কাগজ দিয়ে বল বানিয়ে প্লেট দিয়ে ব্যাডমিন্টন খেলেছেন?

৩১. ঢেঁকিতে ধান ভাঙ্গছেন? 

৩২. চিটা আলাদা করতে বাতাসে ধান উড়িয়েছেন?

৩৩. স্কুলের মাঠে কাঁদায় খেলেছেন? 

৩৪. স্কুল থেকে ফিরতে ইচ্ছে করে বৃষ্টিতে ভিজেছেন?

৩৫. ইচ্ছে করে ছোট ভাই বোনকে কাঁদিয়েছেন? কাঁদানোর জন্যে ধোলাই খেয়েছেন?

৩৬. ভূত/ পেত্নী/ জীন দেখেছেন?

৩৭. চুরি করে বিলাতি দুধের গুড়া বা হরলিক্স এর গুড়া খেয়েছেন? 

৩৮. বাবা বা মায়ের পকেট মেরেছেন?

৩৯. ঘুড়ি উড়িয়েছেন? আকাশের বাঁদুড় গুনেছেন?

৪০. স্কুলের পাশের দোকান থেকে বাকি খেয়েছেন?

৪১. দল বেঁধে টিফিনে কেজি ধরে বাদাম কিনে প্রতিযোগিতায় খেয়েছেন?

৪১. টিফিন সময়ে স্কুল পালিয়েছেন?

৪৩. স্কুলে বা পরিবারে স্পেশাল কোন নাম কি ছিল?

৪৪. রোজার দিনে কাজ করার ভয়ে রোজা করতেন?

৪৫. স্কুলে ক্লাসের বা অন্য ক্লাসের কাউকে চুপে চুপে আড় চোখে দেখতেন?

৪৬. ঈদের দিনে বাঁশি, ফিতা, ঝুনঝুনি কিনতে ঈদগাহে গিয়েছেন? 

৪৭. অন্যের জন্যে প্রেমের চিঠি বা পারিবারিক চিঠি লিখেছেন? 

৪৮. রেডিওতে নাটক শুনেছেন?

৪৯. অন্যের বাড়িতে টিভি দেখতে বা চুরি করে সিনেমা দেখতে গেছেন? 

৫০. স্কুল জীবনে প্রেমে পড়েছেন? ধরা খেয়েছেন? 

ফিরে পাবো না জানি সেই শৈশবকে, তবুও খুব মনে করি সময় গুলোকে। নিজে যা যা করেছি, মনে পড়েছিল তাই লিখেছি। পড়তে পড়তে হারিয়ে যান আপনার শৈশবে। য‌দি এসবের ৫০% করে থাকেন তাহ‌লে আপনার শৈশব অনেক আনন্দের ছিল। গ্রামে বড় হলে এসবের প্রায় অনেক কিছুই করেছেন, তবে শহরে কিছুটা কম। খুব আফসোস হয় আমাদের সন্তানদের জন্যে তাদেরকে এমন শৈশব দিতে পারিনি বলে। তবুও পড়তে পড়তে ওদেরকে একবার শুনিয়ে দিন আপনার স্মৃতিমাখা শৈশবের কথা। পারলে ওদের জন্যেও এমন কিছু করুন।

লেখকঃ সাহিত্যিক, কলামিস্ট ও প্রাবন্ধিক

ই ডাকঃ rbabygolpo710@gmail.com

Share This Article