
৪০তম বিসিএসের ৬৬ জন সহকারী পুলিশ সুপারের (এএসপি) প্রশিক্ষণ শেষ হয়েছে তিন মাস আগে। কিন্তু তাদের কর্মক্ষেত্রে যোগদানের অংশ হিসেবে পাসিং আউট বা সমাপনী কুচকাওয়াজের দিন নির্ধারিত হয়নি আজও। দুই দফায় পিছিয়ে দেওয়া হয়েছে পাসিং আউটের তারিখ। নতুন তারিখ কবে তা জানা নেই কারও।
ইতিমধ্যে তাদের ২৫ জনকে বিশৃঙ্খলার কারণ (এলোমেলোভাবে হাঁটা, হইচই করা) দেখিয়ে শোকজ করা হয়েছে। চাকরিতে যোগদানের শেষমুহূর্তে আবার তাদের… বিস্তারিত