শোক দিবসে কাফরুল থানা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর কাফরুলে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাফরুল থানা ছাত্রলীগের উদ্দ্যাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে কাফরুল থানার বিপরীত পাশে রোটারি স্কুলের সামনে কাফরুল থানা ছাত্রলীগের সভাপতি রায়হান পারভেজ ও সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন এর তত্ত্বাবধানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও নেতা-কর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।

Share This Article