রাজধানীর ভাষানটেকে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভাষানটেক থানা ছাত্রলীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে ভাষানটেক বি আর পি সামনে ভাষানটেক থানা ছাত্রলীগের সভাপতি জিল্লু রহমান নিলয় ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক-এর তত্ত্বাবধানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ এ আরাফাত।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও নেতা-কর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের জন্য বিশেষ দোয়া করা হয়।