আজ ১৩ আগস্ট টলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির জন্মদিন। আগেরদিন (১২ আগস্ট) রাত ধেকেই তার বিলাসবহুল বাড়িতে অতিথিদের আনাগোনা। কেউ এনেছেন কেক, কেউ আবার উপহারে ভরিয়েছেন নায়িকাকে। আজ সকাল থেকে একের পর এক শুভেচ্ছার ফোন। জন্মদিন উপলক্ষ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজই মুক্তি পেল এই তারকার বহুল প্রত্যাশিত সিনেমা ‘দেবী চৌধুরানী’র টিজার। যা দেখার জন্য রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শক।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়েছে, সন্নাসীদের আশীর্বাদে শুরু হয়েছিল এক বীর দেবীর গল্প। যার সাহস আর তেজের সাক্ষী আছে গোটা ইতিহাস। আবারও ফিরছে দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বিখ্যাত উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এক নতুন আখ্যান।
এর আগে ছবিটির পোস্টার উন্মোচন করা হয়। শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানী’ সিনেমায় নাম নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী আর ‘ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিবৃতি চ্যাটার্জি, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র।
কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৮তম জন্মদিনে শুরু হয় ‘দেবী চৌধুরানী’ প্রচারের কাজ। ওইদিন লেখকের নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মভিটেতে হাজির হয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ এবং শ্রাবন্তী৷ সাহিত্য সম্রাটের বাড়ি থেকেই তাদের ছবি ‘দেবী চৌধুরানী’র প্রচার শুরু করেছিলেন তারা৷
সংগৃহীত