গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে ছয়টি গ্রামের প্রায় ৩ হাজার দুস্থ, গরিব ও অসহায় মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে কাওরাইদ ইউনিয়নের ৬টি ওয়ার্ডে এসব সামগ্রী বিতরণ করা হয়। শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও ৫নং কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শারফুল ইসলাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি পক্ষ থেকে অসহায় হতদরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করেন।
এ সময় পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপকারভোগী বাচ্চু শেখ বলেন, ‘নিজে কাম-কাইজ তেমন করতে পারিনা। মাইনসের কাছে চাইয়া-চিন্তা চলতে হয়।
সেদিন এলাকার একজন বাড়ি এসে একটা লুঙ্গি দিইয়া গেছে। আইজ শারফুল ভাই আমারে ডাইকা একটা লুঙ্গি দিছে। অহন আর চিন্তা নাই। অন্তত এই বছরডা চইলা যাবেনে।