![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে আজিদা বেগম (৩৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথা ও শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে ।
আজ রোববার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার নগর হাওলা গ্রামের বাবুল খানের ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিদা বেগম (৩৮) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হাইলাটি গ্রামের রুমালী হোসেনের মেয়ে।সে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাবুল খানের ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ কক্ষের দরজা তালা ভেঙে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে।এলাকাবাসী জানান, ওই নারী ও তাঁর স্বামী সেখানে বসবাস থাকতেন।শনিবার থেকে স্বামীকে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, স্বামীই এই হত্যাকাণ্ড ঘটিয়ে বাসা থেকে পালিয়েছেন।নিহত আজিদা বেগমের মেয়ের জামাই সবুজ মিয়া বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।এখন বিস্তারিত বলতে পারছি না। বাড়ির মালিক বাবুল খান জানান,৯ মাস আগে ওই নারী তার কাছ থেকে একটি টিনসীট একটি কক্ষ ভাড়া নেন। ভাড়া নেওয়ার ৪ মাস পর তাঁর স্বামী বাসায় আসেন। সে স্থানীয় জৈনা বাজার পাবনা হোটেলে কাজ করতেন।
গত শুক্রবার রাত ৯ টার দিকে স্বামীসহ ওই নারী ভাড়া বাসার কক্ষে প্রবেশ করে। পরে আর স্বামীর দেখা পাওয়া যায় নি। স্ত্রী নিয়মিত থাকলেও স্বামী মাঝেমধ্যে বাসায় আসতেন। স্ত্রীর নাম-পরিচয় পাওয়া গেলেও স্বামীর নাম-পরিচয় পাওয়া যায়নি। আমি তাঁর স্বামীকে কী কাজ করেন, কোথায় কাজ করেন জিজ্ঞেস করলে জবাবে মাওনা চৌরাস্তা এলাকায় কাজ করতেন বলে জানান। রোববার সকালে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেন। জৈনা বাজার পাবনা হোটেলের মালিক বলেন দুলাল বলেন,ওই নারী আমার হোটেলে কাজ করতেন। শুক্রবার থেকে সে কাজ করতে আসতো না।তবে তার স্বামীকে আমি কখনো দেখি নাই।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মাতবর বলেন,নিহত আজিদা স্থানীয় বাবুল খানের বাসায় ভাড়া থেকে জৈনা বাজার পাবনা হোটেলে বাবুচ কাজ করতেন।সকালে বাড়ির মালিক তাঁর বাড়িতে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে আছে এমন খবর দেওয়ার পর আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।
তবে কে বা কারা কি কারণে হত্যা করেছে এটা এখনো জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।