
বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ৭ দফা নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১২ আগস্ট) যুগ্ম সচিব জসিম উদ্দীন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নিম্নলিখিত নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক:
১. মিছিল-সমাবেশ নিষিদ্ধ: সচিবালয় চত্বরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত করা যাবে না।
২. অননুমোদিত সভা নিষেধ: মন্ত্রণালয় বা বিভাগের সম্মেলন কক্ষে পেশাজীবী সংগঠন বা অন্য কোনো অননুমোদিত সভা করা যাবে না।
৩. সন্ধ্যা ৬টার পর অবস্থান: সন্ধ্যার পর জরুরি কাজ ছাড়া সচিবালয়ে থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে।
৪. ছুটির দিনে অনুমতি: সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে সচিবালয়ে প্রবেশ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।
৫. পাস দৃশ্যমান রাখা: কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ পাস স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।
৬. প্রচারণা নিষিদ্ধ: সচিবালয়ে লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন টানানো যাবে না।
৭. নিরাপত্তা তল্লাশি: প্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর তল্লাশি বাধ্যতামূলক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব নির্দেশনা কঠোরভাবে পালনের অনুরোধ করা হয়েছে।