সড়ক নিরাপত্তা সচেতনতায় সিটি রেড ক্রিসেন্টের কর্মসূচি


বাংলাদেশ চিত্র ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ /
সড়ক নিরাপত্তা সচেতনতায় সিটি রেড ক্রিসেন্টের কর্মসূচি
সড়ক নিরাপত্তা সচেতনতায় সিটি রেড ক্রিসেন্টের কর্মসূচি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বহদ্দারহাট বাস টার্মিনালে, যা ড্যানিশ রেড ক্রসের সহযোগিতায় পরিচালিত ডিআরআর প্রকল্পের আওতায় আয়োজিত হয়।

প্রকল্পের আওতায় স্কুল শিক্ষার্থী, বাস চালক, হেলপার এবং সাধারণ জনগণকে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচি শুরু হয় চান্দগাঁও আবাসিক এলাকা বি ব্লক থেকে একটি র‌্যালি বের করার মাধ্যমে, যা শেষ হয় বাস টার্মিনালের সভাস্থলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. মাহবুব আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউএলও আবদুর রহিম আকন, এবং উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) এস.এম হুমায়ুন কবীর (অব.)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান, সিনিয়র ডিআরআর অফিসার মো. মনজুরুল ইসলাম, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ এবং অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সড়কে ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও, উপস্থিত ছিলেন প্রকল্পের আওতাধীন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা, এবং সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ।