জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণের দিন সফর সঙ্গীদের নিয়ে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ভাষণের আগে বাংলাদেশের জন্য নির্ধারিত স্থানে তার সঙ্গে থাকা ৬ রাজনীতিবিদদের নিয়ে নিয়ে আসন গ্রহণ তিনি।
প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সদস্য মোহাম্মদ নকিবুর রহমান (যুক্তরাষ্ট্র থেকে যুক্ত), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
