
থাউল্যান্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী অনুতিন চর্নভিরাকুল এবং শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি আনুরা কুমার দিসানায়েককে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত ২৮ নভেম্বর তাদের চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টঅ।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক বন্যা সম্পর্কে আমি গভীর উদ্বেগের সঙ্গে জানতে পেরেছি, যা বহু মূল্যবান জীবন কেড়ে নিয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে— আমি শোকসন্তপ্ত পরিবারগুলোকে গভীর সমবেদনা জানাচ্ছি, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং আহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন। এই কঠিন সময়ে থাইল্যান্ডের সরকার এবং বন্ধুভাবাপন্ন জনগণের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। আমি আশাবাদী, আপনার নেতৃত্বে থাইল্যান্ডের জনগণ খুব শিগগরই শোক ও ক্ষয়ক্ষতি থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য বাংলাদেশ সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
অপরদিকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ড. ইউনূস উল্লেখ করেন, ঘূর্ণিঝড় দিতওয়াহ-এর ফলে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কথা শুনে আমি গভীরভাবে শোকাহত। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কা আবহাওয়া সংক্রান্ত সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের জনগণ, সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আমি শোকসন্তপ্ত পরিবার এবং শ্রীলঙ্কার জনগণকে গভীর সমবেদনা জানাই। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং এই মর্মান্তিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইলো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কার বন্ধুভাবাপন্ন জনগণের পাশে একাত্মতা প্রকাশ করেছে। বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার কাজ, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক প্রয়োজনে সহযোগিতাসহ যে কোনও সম্ভাব্য সহায়তা বা সহায়তা দিতে আমরা প্রস্তুত রয়েছি।