ভুলে যাওয়ার মতো এক মৌসুম পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগে রেড ডেভিলদের বর্তমান অবস্থান ১৬তম। কিছুটা এদিক-সেদিক হলে সম্ভাবনা ছিল অবনমিত হয়ে যাওয়ারও। মৌসুমের শেষ ম্যাচে আজ ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে আতিথেয়তা দেবে ইউনাইটেড। তার আগে কোচ রুবেন আমোরিম জানিয়ে রাখলেন, ব্যর্থতা ভরা এই মৌসুমের জন্য মাঠে দাঁড়িয়েই সমর্থকদের কাছ থেকে ক্ষমা চাইবেন তিনি।
আগামী মৌসুমে প্রিমিয়ার লীগে খেলার যোগ্যতা ধরে রাখতে পারা ক্লাবগুলোর মধ্যে পয়েন্ট তালিকায় ইউনাইটেডের নিচে শুধু টটেনহ্যাম হটস্পার। এরপরই শুরু অবনমন অঞ্চল। তবে ইউরোপা লীগে রেড ডেভিলরা ছিল ভিন্ন এক দল। স্পার্সের বিরুদ্ধে ফাইনালের আগে অপরাজিত ছিল রুবেন আমোরিমের ছেলেরা। হাতছানি ছিল শিরোপা জিতে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লীগে খেলার। হাতছাড়া হয়েছে সেটিও। আগামী মৌসুমে দীর্ঘ ৩৫ বছর পর কোনো উয়েফার কোনো প্রতিযোগিতায় খেলা হবে না ইউনাইটেডের। হতাশায় মোড়ানো এই মৌসুম শেষে তাই সমর্থকদের কাছ থেকে ক্ষমা প্রার্থনার সিদ্ধান্ত
নিয়েছেন রেড ডেভিল বস। ৪০ বছর বয়সী এই কোচ বলেন, ‘ক্ষমা চাইব, আমি মনে করি এটি পরিস্কার। ব্যাখ্যা করার সময় নেই। সমর্থকদের সঙ্গে আমি সৎ থাকব এবং মনে যা আছে বলব।’ আজ মৌসুমের শেষ ম্যাচটি খেলে পুরো ওল্ড ট্রাফোর্ড প্রদক্ষিণ করবেন ক্লাবটির ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা। বাজে মৌসুমে কাটালেও এই প্রথার এড়িয়ে যাওয়ার সুযোগ দেখেন না আমোরিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি (আমাদের) ঐতিহ্য এবং আমাদের এর মুখোমুখি হতে হবে। এটি আমরা না করলে তা হবে সবচেয়ে বড় ভুল।’ গতকাল রোববার রাত ৯টায় মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা।