সম্প্রসারিত হচ্ছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়ানস্টপ সেবা কেন্দ্র

বাংলাদেশ চিত্র ডেস্ক

আহমাদুল কবির, মালয়েশিয়ামালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা) তাদের ওয়ানস্টপ শ্রম সেবা কেন্দ্র (One-Stop Labour Centre) দেশব্যাপী সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। বছরের শেষ নাগাদ এই সেবা দেশের বিভিন্ন প্রদেশে চালু করার পরিকল্পনা রয়েছে। মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম জানিয়েছেন, ওয়ানস্টপ কেন্দ্রের মূল লক্ষ্য হলো শ্রমিক, নিয়োগকর্তা ও ইউনিয়নের জন্য বিভিন্ন সেবা এক ছাদের নিচে আনা। এতে আলাদা আলাদা দপ্তরে ঘুরে বেড়ানোর প্রয়োজন হবে না, ফলে সময় ও খরচ দুটোই কমবে।

তিনি শনিবার (৬ সেপ্টেম্বর) বার্টামে অনুষ্ঠিত ২০২৫ সালের জাতীয় ট্রেড ইউনিয়ন সমাবেশে বক্তৃতাকালে বলেন, “এখন পর্যন্ত পেনাং, কুয়ালালামপুর, জোহর বাহরু এবং সাবাহর কোটা কিনাবালুতে পরীক্ষামূলকভাবে চারটি কেন্দ্র চালু করা হয়েছে। সারাওয়াকে নতুন কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। প্রতিক্রিয়া ইতিবাচক হওয়ায় আমরা এটি ধীরে ধীরে দেশব্যাপী সম্প্রসারণ করতে চাই।”

ওয়ানস্টপ কেন্দ্রগুলোতে যেসব সংস্থা একীভূতভাবে কাজ করবে তার মধ্যে রয়েছে—পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (DOSH), ট্রেড ইউনিয়ন বিষয়ক বিভাগ (JHEKS), শ্রম বিভাগ (JTM), মালয়েশিয়ার শিল্প আদালত, সামাজিক নিরাপত্তা সংস্থা (Perkeso), জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য ইনস্টিটিউট (NIOSH) এবং ট্যালেন্ট কর্পোরেশন মালয়েশিয়া বেরহাদ (TalentCorp)।

স্টিভেন সিম একসাথে আরও দুটি উদ্যোগের ঘোষণা দেন।  মানব সম্পদ উন্নয়ন কর্পোরেশন (HRD কর্পোরেশন) শিল্প সম্পর্ক (IR) ক্ষেত্রে ১০০ জন প্রশিক্ষণ বিশেষজ্ঞ তৈরির জন্য এ কোর্স চালু করবে। বিশেষভাবে এটি প্রদান করা হবে MTUC, UNI-MLC এবং CEUPACS-এর শিল্প সম্পর্ক অনুশীলনকারীদের জন্য, যাতে তারা নিজেদের দক্ষতা বাড়াতে পারেন।মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (MTUC)-কে এই বছরের জন্য RM 100,000 আর্থিক সহায়তা অনুমোদন করা হয়েছে। সমাবেশে শ্রমিকদের স্বার্থ রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজনকে ২০২৫ সালের ট্রেড ইউনিয়ন পুরস্কার প্রদান করা হয়। মানবসম্পদ মন্ত্রীর বিশেষ পুরস্কার পান CEUPACS সভাপতি দাতুক ড. আদনান ম্যাট। ট্রেড ইউনিয়ন ফিগার পুরস্কার পান ন্যাশনাল ইউনিয়ন অফ দ্য টিচিং প্রফেশন (NUTP)-এর সভাপতি আমিনুদ্দিন আওয়াং। স্টিভেন সিম বলেন, এসব উদ্যোগ শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে এবং দেশের শিল্পখাতকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



Share This Article