ঢাকার সাভারে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম তানজিদুর রহমান তানজিল (২৪)।
রবিবার (২ নভেম্বর) ভোরে সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি এলাকার মোল্লা নগর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তানজিলকে গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লার দরগা গ্রামের রাহিদুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে তিনি সাভার মডেল কলেজ ছাত্রলীগের মানবিক বিভাগের সভাপতিও ছিলেন।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তানজিল সরকারবিরোধী আন্দোলনের নামে সাভারসহ আশপাশের এলাকায় সহিংসতা ও বিশৃঙ্খলার পরিকল্পনায় যুক্ত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যার সূত্র ধরে পুলিশ নাশকতার পরিকল্পনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করেছে।
ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “নিষিদ্ধ সংগঠনের সদস্য তানজিদুর রহমান তানজিলের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে সাভার এলাকায় সহিংস নাশকতার পরিকল্পনা করছিল। তাকে জিজ্ঞাসাবাদে সরকারবিরোধী ষড়যন্ত্রের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।”
তিনি আরও জানান, তদন্তের স্বার্থে গ্রেপ্তার তানজিলকে আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সাভার ও আশপাশের এলাকায় সরকারবিরোধী গোপন মিটিং ও নাশকতার পরিকল্পনার খবর পাওয়ার পর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে তানজিলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
পুলিশের দাবি, তার স্বীকারোক্তি ও জব্দ করা নথিপত্র বিশ্লেষণ করে আরও বড় নাশকতা প্রতিরোধ করা সম্ভব হবে। স্থানীয় প্রশাসন বলছে, সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।