সরকার কুমিল্লা বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই লিখে ফেলব বিভাগ কুমিল্লা: বিএনপি নেতা

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার কুমিল্লা বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্রে লিখে ফেলব জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিভাগের দাবিতে সর্বদলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজী ইয়াছিন বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। বিগত স্বৈরাচার সরকার এ দাবিকে উপেক্ষা করে বিষয়টি ঝুলিয়ে রেখেছিল। বর্তমান সরকারের কাছে আমার দাবি অতি দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কুমিল্লাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব।

‘দফা-দাবি একটাই, কুমিল্লা নামেই বিভাগ চাই’ এই স্লোগানকে ধারণ করে সর্বদলীয় সমাবেশে সাংবাদিক আবুল কাশেম হৃদয়ের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

এতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে কুমিল্লা বিভাগের প্রতি একাত্মতা ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর থেকে শতশত মানুষ অংশ নেন। হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে পুরো নগরী। মাগরিবের নামাজের একটু আগে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share This Article