সাংবাদিক ও সংগঠক সুজন হাসানের জন্মদিন উদযাপন

বাংলাদেশ চিত্র ডেস্ক

সাংবাদিক, সংগঠক ও দেশগ্রাম মিডিয়া সেন্টারের যুগ্ম-বার্তা সম্পাদক সুজন হাসান শর্তের জন্মদিনে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান রাজধানীর হাতিরঝিলে দেশগ্রাম মিডিয়া সেন্টারের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দেশগ্রাম মিডিয়া সেন্টার এর চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক, সংগঠক, কলামিস্ট এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের সিনিয়র উপদেষ্টা কবি সৈয়দ নাজমুল আহসান।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ এম শরীফুল ইসলাম।

যুগ্ম -বার্তা সম্পাদক মোল্লা বাহাউদ্দিন বাপ্পির ব্যবস্থাপনায় এবং সিনিয়র সাব- এডিটর মনিরুল ইসলাম ভুঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক, ব্লাড ডোনার সংগঠক, যুগ্ম – বার্তা সম্পাদক সুজন হাসান শর্ত, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পরিচালক জাফর আলী, ফোনে ফোনে রক্তদান সোসাইটির সমন্বয়কারী আনিসুর রহমান, দেশগ্রাম মিডিয়া সেন্টারের ক্রাইম রিপোর্টার কাজী মো.ইউসুফ আলী, সংগঠক মুন্না মিয়া। উপস্থিত ছিলেন নিগমানন্দ রায়, সংগঠক ও শিল্পী মিজানুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুজন হাসান শর্ত একজন দক্ষ সংগঠক সাংবাদিক দেশ সেরা ব্লাড ডোনার সংগঠক। তার মাধ্যমে মানুষ বিভিন্ন উপকার পেয়ে থাকেন।

সভাপতির বক্তব্য মোস্তফা কামাল মাহ্দী বলেন, সুজন হাসান শর্ত তার জীবনে সৎ এবং সাবলীল ভাবে চলাচল করেন। দেশগ্রাম মিডিয়া সেন্টারে তার ভূমিকা অবিস্মরণীয়। জনসেবা, সংগঠক হিসাবে তিনি অতুলনীয়।

Share This Article