
সাতক্ষীরার শ্যামনগরে এক পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে করে দশ লক্ষাধিক টাকার স্বর্নালংকারসহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি (গোবিন্দপুর) এলাকার ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী ফারুক হোসেনের স্ত্রী আসমা খাতুন ওরফে খুকুমনি (৪০), ছেলে ফয়সাল হোসেন (২৫) এবং ভাগ্নে তৌফিক (৯) দারুন অসুস্থ হয়ে বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে ফারুক হোসেনের শ্যালক বলেন, দোতলার সিঁড়ির ঘরের দরজা দিয়ে ঘরে ঢুকে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে। ফয়সাল হোসেনের আগামী শুক্রবার বিয়ে উপলক্ষে কনের জন্য কেনা স্বর্নালংকার, শাড়ি ও আনুষাঙ্গিক জিনিসপত্র কেনা হয়েছিলো। এসব জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ডাকাতি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সকলে বর্তমানে সুস্থ আছেন এমনটা জানান তিনি।
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবীর মোল্লা বলেন, ঘটনা শোনামাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ইতোমধ্যে তারা তথ্য উদঘাটনের কাজ করছেন। যথোপযুক্ত প্রমাণাদি পেলেই দোষীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা।