বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। বুধবার (০৫ জুন) সাতক্ষীরা সদরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরার বাস্তবায়নে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে যুব নেতৃত্বে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আব্দুল আজিজ ।
২০২৪ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রত্যেকেই একটি করে গাছ লাগাই এবং পরবর্তী প্রজন্মকে সুস্থ পরিবেশ উপহার দেই।
এছাড়া কর্মসূচীর মধ্যে ছিল স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের উপস্থিতিতে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর বিভিন্ন ম্যাসেজ ফ্লাগ/পতাকা সম্বলিত লাল কার্ড প্রদর্শন ও শপথ বাক্য পাঠ। চিত্রাংকন (জলবায়ূ পরিবর্তনের ফলে ভুমির মরুময়তা ও সহনশীলতা) ও মডেল বিতর্ক (বৃক্ষ রোপন ও জনসচেতনতায় পারে মরুময়তা রুখতে) বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে চিত্রাংকন ও মডেল বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী ও বিচারকদের মাঝে পুরস্কার হিসেবে ফলজ গাছ প্রদান করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস (WED) প্রতি বছর ৫ জুন পালিত হয় এবং পরিবেশ রক্ষার জন্য সচেতনতার মাধ্যমে উৎসাহিত করে। এটি বেসরকারী সংস্থা, ব্যবসা, সরকারী সংস্থা দ্বারা সমর্থিত এবং পরিবেশকে সমর্থনকারী প্রাথমিক জাতিসংঘের প্রচার দিবসের প্রতিনিধিত্ব করে।
বিশ্ব পরিবেশ দিবস ১৯৭২ সালে জাতিসংঘ কর্তৃক মানব পরিবেশের উপর স্পকহোম সম্মেলনে (৫-১৬ জুন ১৯৭২) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যা মানুষের মিথস্ক্রিয়া এবং পরিবেশের একীকরণের উপর আলোচনার ফলে হয়েছিল। এক বছর পরে ১৯৭৩ সালে প্রথম এক পৃথিবী থিম নিয়ে অনুষ্ঠিত হয়।
প্রথম ১৯৭৩ সালে অনুষ্ঠিত এটি সামুদ্রিক দুষণ, অতিরিক্ত জনসংখ্যা, বৈশ্বিক উষ্ণতা, টেকসই উন্নয়ন এবং বন্যপ্রাণী অপরাধ হিসাবে পরিবেশগত বিষয়ে সচেতনতা বৃদ্ধির একটি প্লাটফর্ম হয়েছে বিশ্ব পরিবেশ দিবস হল জনসাধারণের প্রচারের জন্য একটি বৈশ্বিক প্লাটফর্ম, বার্ষিক ১৪৩ টির ও বেশি দেশ থেকে অংশগ্রহন করে প্রতি বছর প্রোগ্রামটি পরিবেশগত কারণের পক্ষে কথা বলার জন্য ব্যবসা, বেসরকারী সংস্থা, কমিউনিটি, সরকার এবং সেলিব্রেটিদের জন্য একটি থিম এবং ফোরাম প্রদান করেছে।
উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর হৃদয় মন্ডল ও সাতক্ষীরা ইয়ূথ হাবের যুব সদস্যবৃন্দ।