
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিভিন্ন বিওপি ও বিশেষ ক্যাম্প এ অভিযান পরিচালনা করে মোট ১০ লাখ ১৫ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করে।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানকালে পদ্মশাখরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর থানার হাড়দ্দা ইছামতি নদীর পাড় এলাকা থেকে ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করে। এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়া থানার ঝাউডাঙ্গা পাকা রাস্তা এলাকা থেকে ০১টি মোটরসাইকেলসহ ০৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এদিকে বাঁকাল চেকপোস্টের বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর থানার ঢালিপাড়া এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় ওষুধ, পদ্মশাখরা বিওপির আরেক অভিযানে আমবাগান এলাকা থেকে ১৭ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দুইটি পৃথক অভিযানে রামেরডাঙ্গা এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ওষুধ, হিজলদী বিওপির অভিযানে কলারোয়া উপজেলার শিশুতলা এলাকা থেকে ৭০ হাজার টাকার ওষুধ, মাদরা বিওপির অভিযানে রাজপুর এলাকা থেকে ৩৫ হাজার টাকার শাড়ি এবং ঘোনা বিওপির অভিযানে দাতভাঙ্গা এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
সব মিলিয়ে মাদক, মদ, ওষুধ ও শাড়িসহ প্রায় ১০ লাখ ১৫ হাজার ৫০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।