
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র সংলগ্ন নদীপথে পর্যটকবাহী নৌকা ছাড়া অন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২০ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রশাসনের জারি করা জরুরি নির্দেশনায় বলা হয়েছে, ভোলাগঞ্জ ধলাই সেতুর নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত নদীপথে এখন থেকে শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো ধরনের নৌযান চলাচল করতে পারবে না।
বালু ও পাথর লুট বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন মাইকিংয়ের মাধ্যমে এই নির্দেশনা জারি করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শনিবার বলেন, পর্যটনকেন্দ্র এলাকায় বালু ও পাথর লুটের ঘটনা বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে। কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করার পর ইতোমধ্যে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী দুজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বালু উত্তোলন কাজে জড়িত অন্যান্য ব্যক্তিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।