সাবেক আইজিপি বেনজীরকে দায়ী করলেন উপদেষ্টা

বাংলাদেশ চিত্র ডেস্ক

বান্দরবানে ত্রিপুরাদের ওপর হামলা ও ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘গুন্ডাদের’ দায়ী করেছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি এ হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে দায়ীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এমন নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো রেজুয়ান খান।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের ঘর-বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা বলেছেন,  বান্দরবান গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের সন্দেহভাজন গুন্ডারা জায়গা দখলের নামে এই জঘন্য হামলা চালিয়েছে।  

এদিকে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবান জেলা প্রশাসন ও পুলিশকে পূর্ণ তদন্ত করে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সেখানে সরকারি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করারও নির্দেশ দিয়েছেন তিনি।

বান্দরবান জেলা কর্তৃপক্ষ ইতোমধ্যে অগ্নিদগ্ধ বাড়িঘর পুনর্নির্মাণের জন্য সব ধরনের সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকেও এ সংক্রান্ত আরও সহায়তা প্রদান করা হবে বলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জেলা প্রশাসনকে নিশ্চিত করেছেন। 

Share This Article