স্টাফ রিপোর্টার||
খুলনা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইমরুল, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক জামিরুল হুদা জহর, সাবেক সাধারন সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাবেক সাধারন সম্পাদক ইমরানুল হক বাবু, মহানগর শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক ভাষান মোল্লা, ২৪নং ওয়ার্ড যুবলীগ নেতা কাঞ্চন শিকদার, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ২১নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সাত্তার খলিফা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন দেলো ও মোজাহার হোসেন মোজো, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শেখ আসাদুজ্জামা রাসেল, শওকত ওরফে কালা শওকত ও রিপনসহ ১৫১ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে বিএনপি অফিস ভাংচুর, হামলা ও লুটপাটের মামলা দায়ের করা হয়েছে।
৮ অক্টোবর খুলনা সদর থানায় মহানগর যুবদলের সহ-সভাপতি মো. আলতাফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস মুন্সি, ২১নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারন সম্পাদক তৈয়ব আলী, ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহজাহান শিকদার, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহাজান অরুন, যুগ্ম-আহবায়ক মো. জিয়া, যুগ্ম-আহবায়ক মো. শফিক, ঠিকাদার মো. রকিবুল ইসলাম রকি, আনোয়ার হোসেন সোনা, রাতুল খলিফা, জলিল ওরফে বোমারু জলিলসহ অনেকে।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয়ার জন্য নেতাকর্মিরা জমা হয়। এসময় এজাহারে উল্লেখিত আসামিরা শর্টগান, বোমা, লোহার রড, রামদা, চাপাতি, হকষ্টিকসহ বিএনপির নেতাকর্মিদের উপর হামণা চালায়। আসামি ইমরুল, স্বপন, লিটন, জহর, গোপাল, বাবু তাদের হাতে থাকা শর্টগান দিয়ে গুলি চালায়। আসামি শাহজাহান, গোলাম মোস্তফা, আকাশ, তুহিন, দেলো, শামীমসহ অন্যরা অফিসে বোমার বিষ্ফোরন ঘটায় এবং নেতাকর্মিদের মারপিট করে। এছাড়াও অফিসের দ্বিতীয় তলায় উঠে আসবাবপত্র ভাংচুর করে ও বিভিন্ন মামলামাল লুট করে নিয়ে যায়। এসময় বাদীসহ অনেকে বোমার স্প্রিন্টারে এবং শর্টগানের গুলিতে আহত হয়। মারাত্মক আহত বাদীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দেশের অবস্থা স্বাভাবিক হওয়ায় এঘটনায় খুলনা মহানগর যুবদলের সহ-সভাপতি মো. আলতাফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন যার নং-১৩।