সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এনায়েতবাজার ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে নগরের কোতোয়ালী থানার লাভ লেইন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে লাভ লেনের একটি বাসা থেকে সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে রাত ৯টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি।তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

সলিমুল্লাহ বাচ্চু চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

Share This Article