
সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী এবং দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী (৮৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৩টা ৫৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে কয়েকয়টি গণমাধ্যমে খবর প্রকাশ হয়।
জানা যায়, কিডনি রোগে আক্রান্ত মাহমুদ আলী গত দুই সপ্তাহ ধরে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাজনৈতিক জীবন
আবুল হাসান মাহমুদ আলী বিভিন্ন দেশে কূটনৈতিক দ্বায়িত্ব পালন শেষে দেশে ফেরার পর ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলটির নির্বাচনি কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন। এরপর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হন।
২০০৮ সালের সাধারণ নির্বাচনে আলী দিনাজপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নবম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
২০১২ সাল নবগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং ২০১৩ পর্যন্ত এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৩ সালে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে পুনরায় পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নির্বাচিত হলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।