সাবের হোসেনের বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক বিষয়ে অবগত নই

বাংলাদেশ চিত্র ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বেঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে নিশ্চয় তাকে কাস্টডিতে রাখা হতো। সেটা তো হয়নি।

বিষয়টি নিয়ে সেই তিন দেশের রাষ্ট্রদূতদের কিছু বলার নেই বলেও জানান তিনি। 

Share This Article