সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার এক

বাংলাদেশ চিত্র ডেস্ক

ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিঠু বিশ্বাস (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) গভীর রাতে রাজধানীর তেজগাঁওয়ের তেঁজকুনি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মিঠু বিশ্বাস সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার এস. রাফায়েলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া।

ওসি জানান, ধর্ষণ মামলার পর থেকে মিঠু আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। অপর দুই অভিযুক্তকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত অন্যরা হলেন- সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০), একই এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়ানো শেষে ওই তরুণী বাসায় ফেরার পথে সোহেল রোজারিওসহ আরও দুজন তাকে অনুসরণ করে। পরে ভয়ভীতি দেখিয়ে সোহেল নিজের বাসায় নিয়ে ধর্ষণ করে। অন্য দুইজন এতে সহযোগিতা করে।

ওই তরুণী অভিযোগ করেন, ঘটনাটি প্রকাশ করলে তাঁকে হত্যা করার হুমকিও দেওয়া হয়।

পুলিশ জানায়, মিঠু বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share This Article