সাম্প্রদায়িক সহিংসতায় একজনকেও হত্যার প্রমাণ পায়নি পুলিশ: প্রেস উইং

বাংলাদেশ চিত্র ডেস্ক

গত সাড়ে ৪ মাসে ১৭৪ সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই ২৩টি হত্যাকাণ্ডের তদন্তে একজনকেও সাম্প্রদায়িক সহিংসতায় হত্যার প্রমাণ পায়নি পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, ‘মৃত্যু আমরা অস্বীকার করছি না। আমাদের প্রধান দায়িত্ব হলো, যেসব মানুষ মারা গেছেন তাদের পরিবারের জন্য সুবিচার নিশ্চিত করা। পুলিশ তদন্ত করে যেটা দেখেছে, কোনও সাম্প্রদায়িক সহিংসতা ছিল কিনা। সরকারের তদন্তে বা পুলিশের তদন্তে সাম্প্রদায়িক সহিংসতা বা এ ধরনের কোনও আলামত পাওয়া যায়নি। কিন্তু তারা যে খুন হয়েছেন এটা সত্য। আর বেশির ভাগ মামলার তদন্ত চলমান।’

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, ‘অন্যান্য অপরাধকে পুলিশ যেভাবে তদন্ত করে বিচারের আওতায় আনে, এসব হত্যাকাণ্ডের ঘটনায়ও একইভাবে কাজ করবে। এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে ১৭৪টি ঘটনার কথা বলেছে, সরকার থেকে পুলিশকে সেগুলা তদন্ত করে দেখতে বলা হয়েছে।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে তথ্য প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘তারা (হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ) বলেছে, তথ্যগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পেয়েছে। কিন্তু কোনও সংবাদ মাধ্যম এসব ঘটনায় সাম্প্রদায়িক সহিংসতার বিষয়টি নিশ্চিত করেনি।’

Share This Article