ঢাকা বারডেম হাসপাতালের পরিচালক হলেন নাসির উদ্দিন আহমেদ

ঢাকা বারডেম হাসপাতালের পরিচালক হলেন নাসির উদ্দিন আহমেদ

চাঁদপুর জেলা প্রতিনিধি ::

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আলোচিত ও জনপ্রিয় সাবেক পরিচালক, চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন আহমেদ। ১৫ জানুয়ারি সোমবার ডাঃ মোঃ নাসির উদ্দিন নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘ সময় পর গত ১১ জানুয়ারি থেকে আবারও আমার আপন কর্তব্যে ফিরলাম। অবসরের প্রায় সাড়ে ৩ বছর পর এবার বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করেছি। দোয়া প্রার্থী, যেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মতো ভালো কিছু করতে পারি।

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) নাসির উদ্দীন আহমেদ ২০২০ সালের ১৬ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে শেষ কর্মদিবসে দায়িত্ব পালন করেন। পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় মমেক হাসপাতালে ওয়ানস্টপ সার্ভিস চালুর পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যসেবায় অভাবনীয় পরিবর্তন সাধিত হয়, যা স্থানীয় পর্যায়ে সব মহলে প্রশংসা কুড়ায়। একই সঙ্গে দেশের অন্যান্য হাসপাতালের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।

জানা গেছে, সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের ৫ দিনের মাথায় ওই বছরের (২০২০) ৩০ জুলাই সরকারি চাকরি থেকে অবসরে যান তিনি। এর ৩ বছর ৫ মাস পর বারডেম জেনারেল হাসপাতালে পরিচালক হিসেবে যোগ দেন তিনি।

উল্লেখ্য, ডাঃ নাসির উদ্দিন আহমেদের পিতা ডাঃ আব্দুস সাত্তার ছিলেন সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের বলিষ্ঠ সংগঠক।

Share This Article

Share this post

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com