সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর


বাংলাদেশ চিত্র ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ণ / ০ Views
সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর
সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর
ঝোপঝাড়ে ডানা মেলে উড়ছে প্রজাপতি। থুকড়া, ডুমুরিয়া, খুলনা

দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারসহ ৭কর্মকর্তার মতবিনিময় সভা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবে উপজেলা অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ মমতাজ মহল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও দর্শনা পৌর প্রশাসক এমএইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, দামুড়হুদা উপজেলা সমাজ সেবা অফিসার তোফাজ্জল হোসেন, দামুড়হুদা উপজেলা ব্যবস্থাপক (ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন) ফারুক আহম্মেদ, দামুড়হুদা উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, দামুড়হুদা উপজেলা পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আব্দুস সাত্তার, দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর । প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সুমন,সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন ও মনিরুজামান ধীরু, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন ও চঞ্চল মেহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসমত আলী, সদস্য এফ এ আলমগীর,রেজাউল করিম লিটন, মাসুম বিল্লাহ, আব্দুল হান্নান, ইমতিয়াজ রয়েল, ওয়াসিম রয়েল, সুকুমার বাঁধন, রিফাত রহমান, ফরহাদ হোসেন, আব্দুর রহমান প্রমুখ।এসময় দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার মমতাজ মহল বলেন, দামুড়হুদা উপজেলার নাগরিকদের প্রত্যাশা পুরণে সর্বোচ্চ চেষ্টা করে যাব। দামুড়হুদা উপজেলার শিক্ষা, ঐতিহ্য ও উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই। জঙ্গিবাদ, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিয়ে রুখতে সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই প্রতিটি ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কাম্য।

দর্শনায় ৪ পলাতক আসামী গ্রেফতার
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের হাতে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশ রাঙ্গিয়ারপোতা গ্রামের মাহাতাব মন্ডলের ছেলে
মোঃ শম্ভু মিয়া (৩২), সীমান্তবর্তী জয়নগর গ্রামের মোঃ মোস্তফা আলীর ছেলে মোঃ শামীম হোসেন (২৪), ইউনুচ কাজীর ছেলে রাশেদ আলী (৩২) ও মসলেম শেখের ছেলে মোঃ জাহিদ হোসেন (৩৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

‘কুয়েট রুলস্ রেগুলেশন’স এন্ড একাডেমিক অর্ডিন্যান্স ফর ইউনিভার্সিটি লেকচারার্স’ বিষয়ক কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী “কুয়েট রুলস্ রেগুলেশন’স এন্ড একাডেমিক অর্ডিন্যান্স ফর ইউনিভার্সিটি লেকচারার্স” বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান ১৯ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। কর্মশালা প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মনির হোসেন এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম। কর্মশালা প্রোগ্রামে বিশ^বিদ্যালয়ের প্রভাষকগণ অংশ গ্রহণ করেন।

দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে জমকানো সাংকৃতিক সন্ধ্যা
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের ৪৮ তম বর্ষীয় রাসমেলা মহাধুম ধাম ও উৎসব মূখর পরিবেশে শুভ সূচনা করা হয় ১৫ নভেম্বর শুক্রবার থেকে । এই উপলক্ষে ঐতিহ্যবাহী রাসখোলা প্রাঙ্গনে ৬দিনব্যাপী অনুষ্ঠানের নানা আয়োজন করা হয়েছে। ১৮ নভেম্বর সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান ঝর্ণাধারায় দক্ষিণ বঙ্গের বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পীদেন নিয়ে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাজারো দর্শকয়ের পদচারনায় রাসখোলা প্রাঙ্গন মূখরিত হয়ে পড়ে। জানা যায় রাস উৎসব নিয়ে নানা মত রয়েছে। ধারণা করা হয়, ১৯২৩ সালে ঠাকুর হরিচাঁদের অনুসারী হরিভজন নামে এক হিন্দু সাধু এই উৎসব শুরু করেন। এই সাধু ২৪ বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনের গাছের ফল-মূল খেয়ে জীবনধারণ করতেন। তিনি হরিচাঁদ ঠাকুরের স্বপ্নাদৃষ্ট হয়ে পূজা-পার্বনাদি ও অনুষ্ঠান শুরু করেন দুবলারচরে। তারপর থেকেই এখানে মেলা বসেছে। লোকালয়ে এই মেলা নীলকমল মেলা নামে পরিচিত। অন্য মতে, হিন্দু ধর্মালম্বীদের অবতার শ্রীকৃষ্ণ কোনো এক পূর্ণিমা তিথিতে পাপমোচন এবং পুণ্যলাভে গঙ্গাস্নানের স্বপ্নাদেশ পান। সেই থেকে শুরু হয় রাস উৎসব। রাস আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক রাধাকান্ত মন্ডল ও সাধারন সম্পাদক নৃপেন্র নাথ রায় বলেন ৬ দিনব্যাপী রাস উৎসবের চতুর্থ দিনে বেতার ও টেলিভিশন শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় । প্রচুর দর্শকদের সমগমে মূখরিত হয় রাসখোলা প্রাঙ্গন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্নত রাখতে উপজেলা প্রশাসন সব রকম ব্যবস্থা গ্রহন করেছেন বলে জানা যায়।

খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা
তথ্য বিবরণী
অর্থনৈতিক শুমারি-২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে খুলনা বিভাগীয় ও সিটি কর্পোরেশনের শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়নে পরিকল্পনা প্রণয়নের সময় সঠিক তথ্য-উপাত্ত একান্ত প্রয়োজন। দেশের অর্থনীতি নিয়ে সঠিক ও বাস্তবসম্মত তথ্য-উপাত্ত সংগ্রহে দেশব্যাপী অর্থনৈতিক শুমারি পরিচালিত হবে। শুমারিকালে তথ্য সংগ্রহে নিয়োজিতদের কাছে ছকঅনুযায়ী সকল তথ্য সঠিকভাবে দিতে হবে। ব্যাপক প্রচারের মাধ্যমে শুমারি বিষয়ে সকলকে অবহিত করতে পারলে তথ্য প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষের ভীতি দূর হবে।
সভায় জানানো হয়, দেশের ভৌগলিক সীমানার মধ্যে অবস্থিত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত সব ধরণের অর্থনৈতিক ইউনিট এশুমারির আওতায় আসবে। অর্থনৈতিক শুমারি ২০২৪ সঠিকভাবে সম্পন্নের লক্ষ্যে আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর (১৬ ও ২৫ ডিসেম্বর ব্যতীত ১৫দিন) দেশব্যাপী মাঠ পর্যায়ে শুমারি তথ্য সংগ্রহ করা হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অনুষ্ঠেয় শুমারিতে সারাদেশে মোট ৯৫ হাজার গণনাকারী ট্যাব ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য নিরাপদে নির্ধারিত সার্ভারে সংরক্ষিত থাকবে। খুলনা বিভাগে দুই জন সমন্বয়কারীর অধীনে ২৮২জন জোনাল অফিসার, ২৮২জন আইটি সুপারভাইজার, দুই হাজার ৭৬ জন সুপার ভাইজার ও ১০ হাজার ৭৪৬জন গণনাকারী কাজ করবেন। খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় মোট দুই হাজার দুইশত ৩০জন গণনাকারী তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবেন।
সভায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ তবিবুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অর্থনৈতিক শুমারি উপলক্ষ্যে ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আক্তার হোসেন। বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
তথ্য বিবরণী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আগে কেবল নির্দিষ্ট মৌসুমে ডেঙ্গুজ¦রের প্রকোপ লক্ষ্য করা যেত। কিন্তু এখন সারা বছরই মানুষ এজ¦রে আক্রান্ত হচ্ছে, যা একটি দুশ্চিন্তার বিষয়। এব্যাপারে সকলকে সচেতন হতে হবে। খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দুই একটি ছাড়া সবগুলোর মূল্য দেশের অন্যান্যস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধিরোধে নজরদারি অব্যাহত রাখতে হবে।
সভায় সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন চলামান রয়েছে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) এর টিকা প্রদান করা হচ্ছে। টিকাটি সম্পূর্ণভাবে নিরাপদ, এব্যাপারে কোন গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন তিনি।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, অর্থনৈতিক শুমারি ২০২৪ সঠিকভাবে সম্পন্নের লক্ষ্যে আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর (১৬ ও ২৫ ডিসেম্বর ব্যতীত ১৫দিন) দেশব্যাপী মাঠ পর্যায়ে শুমারি তথ্য সংগ্রহ করা হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অনুষ্ঠেয় শুমারিতে সারাদেশে মোট ৯৫ হাজার গনণাকারী ট্যাব ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য নিরাপদে নির্ধারিত সার্ভারে সংরক্ষিত থাকবে। খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় মোট দুই হাজার দুইশত ৩০জন গণনাকারী তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এন্টিবায়োটিক ব্যবহারের ফলে উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা অফিস
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানবদেহে ব্যাকটেরিয়া মেরে ফেলতে অনেক সময় এন্টিবায়োটিক ব্যবহারের ফলে আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হচ্ছে। তার চেয়ে ভয়ঙ্কর তথ্য হলো আমরা যে এন্টিবায়োটিক খাচ্ছি তা আবার পরিবেশে ফিরে যাচ্ছে। এবিষয় নিয়ে কেউ ভাবছেনা, এইযে ভাববার বিষয় তা আমাদের ঠিক করতে হবে। মঙ্গলবার সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে “বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) জনসচেতনতা সপ্তাহ-২০২৪”- উপলক্ষ্যে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেছেন, ওয়ান হেলথ বলতে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়কে কেন্দ্রীয়ভাবে রাখা হয় তাহলে শুধু তাদের বিষয় নিয়েই কাজ করবে। তিনি আরও বলেছেন ওয়ান +ওয়ান=ওয়ান হবে, না ওয়ান বলতে স্বাস্হ্য মন্ত্রণালয় অথবা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বুঝাবে তা ভেবে দেখা উচিৎ।
উপদেষ্টা আরও বলেছেন, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির ব্যাপারে অত্যন্ত দেড়ি হয়েছে, এখনই কাজ করার সময়-প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। এবিষয়ে বোঝার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। এখন সময় এসেছে দায়িত্ব নেয়ার, কোন কাজ কোথায় করবো তা জেনে বুঝে করা অতীব জরুরি।
তিনি বলেছেন, আমাদের গড় আয়ু বেড়েছে এর অর্থ এই নয়-স্বাস্থ্যের দিক থেকে আমরা অনেক উন্নত। আমরা বেঁচে আছি তবে ভালোভাবে বাঁচছি না। সুস্হতার জন্য ওষুধের ওপর নির্ভর নয় বরং ওষুধ ছাড়া আমাদের সুস্হভাবে বেঁচে থাকতে হবে। এখনও অনেক মানুষ অসুখ হলেই এন্টিবায়োটিক ব্যবহার করছে, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার ফলে মানুষ তথা রাষ্ট্রের খরচ বাড়ছে আর মানুষ অসুস্থ থেকে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেছেন নিরাপদ খাদ্য কথাতেই আপত্তি রয়েছে, তার মানে খাদ্য নিরাপদ নয়-খাদ্য নিরাপদ হতে হবে। স্কুল-কলেজ পর্যায়ে এবিষয়ে সচেতনাতা বাড়াতে হবে। জুলাই-আগস্টের বিপ্লবে প্রমাণ হয়েছে তরুণরাই এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। খাদ্যকে অনিরাপদ করার জন্য বাণিজ্যিকীকরণ করা হচ্ছে, তা আমরা গুরুত্ব দিচ্ছি না-এখানে আমাদের কাজ করতে হবে। আগামীর বাংলাদেশকে সুস্হ রাখতে তরুণ ছাত্রদের এবিষয়ে সচেতনতা বাড়াতে আরও গুরুত্ব দিতে হবে।
বক্তারা প্রাণিজাত খাদ্য উৎপাদন ও চিকিৎসায় এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করণসহ উত্তম খামার চর্চায় খামারীকে উৎসাহ প্রদান, এন্টিবায়োটিক প্রত্যাহার কাল সম্পর্কে খামারীকে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন। তারা আরও বলেছেন, প্রেসক্রিপশনের সময় সঠিক এন্টিবায়োটিক নির্বাচন, মাত্রা, ব্যবহার ও প্রয়োগবিধি নিশ্চিত করতে হবে। জীবাণু সংবেদনশীলতার ভিত্তিতে এন্টিবায়োটিক নির্বাচন করা এবং সম্ভব হলে এন্টিবায়োটিকের বিকল্প ব্যবহার করার জন্য সেমিনারে মতামত প্রদান করেছেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এ.টি.এম. মোস্তফা কামাল, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ, ফ্লেমিং ফান্ড গ্রান্ট বাংলাদেশের টিম লিড প্রফেসর ড. শাহ্ মনির হোসেন, সিস্টেম স্ট্রেনদেনিং ফর ওয়ান হেলথের চিফ অব পার্টি অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ, বাংলাদেশে নিযুক্ত খাদ্য ও কৃষি সংস্হার কান্ট্রি টিম লিডার ড. ইরিখ ব্রুম (উৎ. ঊৎরপ ইৎঁস), এতে স্বাগত বক্তৃতা করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ বয়জার রহমান, প্রাণীর স্বাস্থ্য খাতে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতার তথ্য উপস্থাপনা করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডাঃ মোঃ শাহীনুর ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ নূর আসাদ উজ জামান প্রমুখ। পরে এএমআর ভিডিও অ্যাওয়ার্ডে প্রতিযোগিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

সাতক্ষীরা ঘোষ ডেয়ারির স্বত্ত্বাধিকারীর মায়ের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরা ঘোষ ডেয়ারির স্বত্বাধিকারী পীযূষ কান্তি ঘোষ ও রাজদীপ ঘোষের মমতাময়ী মা রেখা রানী ঘোষ (৬৫) ডেঙ্গুজ্বরজনিত কারণে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেন। রেখা রানী ঘোষের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপি কৃষান মুন্ধরা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, বিশ্বজিৎ দে মিঠু, রতন কুমার নাথ, সুব্রত হালদার তপা, আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি পলাশ কুমার সাহা, আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জী, বিকাশ কুমার সাহা, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, পিন্টু কুমার সাহা, বিপ্লব সাহা, দিপ্র দাস, রাজিব ঘোষ, রুপন চন্দ্র দে, বাবলু কুমার বিশ্বাস, প্রদীপ সাহা মদন, তরুণ রায় শিবু, সুশান্ত ব্যানার্জী, কিংকর সাহা, অলোক দে, নিতাই রায় , ভাস্কর কুন্ডু, সুমন সাহা, ভবেশ চন্দ্র সাহা, অনুপেশ্বর রায়, রাজন সাহা, গণেশ কুন্ডু, পার্থ রায়, অঞ্জন হীরা, রাতুল দাস মিমো, দ্বীপ সাহা, স্বপ্নীল কুন্ডু, আকাশ ব্যানার্জী, রাজু শীল, দিপ্ত বিশ্বাস, রবিন দাস, শুভ সাহা, নিলয় সাহা, পার্থিব ব্যানার্জী, দিব্য সাহা, অপূর্ব কুমার বাগল, দিপু ঘোষ, আবির ঘোষ, চয়ন সাহা, সাগর কুন্ডু, মমতা রানী রায়,পুতুল রানী ঘোষ, রেবা সাহা, অংকনা বিশ্বাস, রিপা রানী সাহা, মাধবী রানী কুন্ডু, মৌসুমী কুন্ডু, পায়েল দাস, টিয়া বিশ্বাস, মৃথিক সাহা, রিহান কংস বনিক প্রমূখ।

পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে দন্ডপ্রাপ্ত ১ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া থেকে তাকে গ্রেফতার করে।মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, সহকারি উপ-পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার বোয়ালিয়ার হরিদাশ বিশ্বাসের ছেলে ৯ মাসের দন্ডপ্রাপ্ত আসামি নির্মল বিশ্বাস কে গ্রেফতার করা হয়।সে ২০২৩ সালের খুলনা দায়রা জজ আদালতের দন্ডপ্রাপ্ত আসামী। মঙ্গলবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় গলায় গামছা পেচিয়ে ঝুলন্ত অবস্হায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি বাজারে আকিজ ডেইরী লিঃ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শন আনিছুর রহমান জানান,উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি বাজারে আকিজ ডেইরী লিঃ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রের ল্যাব সহকারি হিসাবে চাকুরিরত আলামিনুর রহমান (২০) ওই ডেইরী ফার্মের স্টার্ফ রুমে সোমবার ভোররাতে গলায় গামছা পেচিয়ে আত্নহত্যা করে।সে নীলফামারি জেলার ডিমলা থানার খড়িবাড়ী গ্রামের সোহেল রানার ছেলে। তিনি আরো জানান,ওই ডেইরী ফার্মে চাকুরিরত শিপু হোসেন কোম্পানির গাড়ী নিয়ে মাহমুদকাটি বাজারে আকিজ ডেইরী লিঃ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রের সামনে যায়। এ সময় কালেকশন সেন্টারের গেট খোলা অবস্হায় এবং স্টার্ফ রুম ভিতর থেকে আটকানো দেখতে পায়। অনেক ডাকাডাকি করার স্বত্ত্বেও আলামিনুর রহমান দরজা না খোলায় জানালা দিয়ে দেখতে পায় গামছা প্যচানো অবস্থায় তার মরদেহটি সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। পরবর্তীতে থানা পুলিশ কে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান,মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি এবং থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেষ্টা আছে, সফলতা কম, স্বস্তি আসেনি জনমনে
দাকোপ প্রতিনিধি
অন্তর্র্বতী সরকারের ১০০ দিনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে; কিন্তু তাতে ফল কম। বাজারে স্বস্তি ফেরেনি; বরং বেশ কিছু নিত্যপণ্যের দাম আরও বেড়েছে। বেশি বেড়েছে সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগি ইত্যাদির দাম। মোটা চাল ও চিনির দাম সামান্য হলেও বেড়েছে। কমেছে শুধু অ্যাংকর ডালের দাম। সবজির দাম এত দিন চড়া ছিল। কয়েক দিন ধরে কমছে। গত দুই দিনে দাকোপের বাজুয়া বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের বাড়তি দামের চিত্র পাওয়া গেছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যের সঙ্গেও তার মিল আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবেও মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। খাদ্যমূল্য স্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশে। উচ্চ মূল্যস্ফীতির কারণে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।বাজুয়া বাজারে ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে সবজি কিনতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী শ্রীকান্ত রায়। তিনি বলেন, মাসে ৬০ হাজার টাকা বেতনের চাকরি করেও তিনি কুলাতে পারছেন না। অন্তর্র্বতী সরকার ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচিবিষয়ক নীতিমালা যুগোপযোগী করেছে। একটি তথ্যভান্ডার করার কাজ চলছে। চালের বাজার স্থিতিশীল রাখতে সব ধরনের শুল্কছাড় দেওয়া হয়েছে। তারপর ও কেন বাজারে দ্রব্য মূল্যর দাম কমছে না কিছুই বুঝতে পারছি না। ১০০ দিন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যধারা, অর্জন ও আশু কর্মপরিকল্পনার তথ্য সম্প্রতি প্রকাশ করেছে অন্তর্র্বতী সরকার। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অংশে আলু, পেঁয়াজ, ভোজ্যতেল ও ডিম আমদানিতে শুল্ক কমানোর পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহব্যবস্থা তদারক ও পর্যালোচনা করতে গত ৭ অক্টোবর থেকে জেলা পর্যায়ে ১০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে এবং আগস্ট-অক্টোবরে ৬ হাজার ৫৭৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। কিছু পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও আমদানি ততটা বাড়েনি। দামও তেমন একটা কমেনি। যেমন একদিকে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে দেশে ডিম পরীক্ষা বাধ্যতামূলক করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এতে ডিম আমদানিতে উৎসাহ হারিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে সরকারের কার্যক্রমের খাদ্য মন্ত্রণালয়ের অংশে বলা হয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অনেক ওএমএস (খোলাবাজারে বিক্রি) ডিলার খাদ্যশস্য তোলা ও বিক্রি করার কাজ বন্ধ রেখেছিলেন। ডিলারদের কার্যক্রমের মেয়াদও সুনির্দিষ্ট ছিল না। ফলে অনেকে জড়িয়ে পড়েছিলেন অনিয়মে। অন্তর্র্বতী সরকার ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচিবিষয়ক নীতিমালা যুগোপযোগী করেছে। একটি তথ্যভান্ডার করার কাজ চলছে। চালের বাজার স্থিতিশীল রাখতে সব ধরনের শুল্কছাড় দেওয়া হয়েছে। আমরা মিথ্যা আশাবাদ দেব না। এত পদক্ষেপ নেওয়ার পর বলতে পারি যে মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশে আনতে ৮ মাস সময় লাগতে পারে।’ তিনি বলেন, ‘যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বাইরে খুব কিছু করার নেই। মুদ্রানীতিও যতটুকু সংকোচনমূলক সম্ভব, তা আছে। এখন একটু থামলাম। পরে আরও সংকোচনের দিকে যাওয়া যেতে পারে। বাজার–বিশ্লেষকেরা মনে করেন, মূল্য নিয়ন্ত্রণে সরবরাহ বাড়ানো জরুরি। শুল্ক কমানো হলো; কিন্তু আমদানি বাড়ল না, তাতে সুফল পাওয়া যাবে না। চাল, পেঁয়াজ, আলু ও ডিমের বাজারে শুল্ক কমানোর ইতিবাচক প্রভাব না পড়ার বড় কারণ আমদানি বৃদ্ধি না পাওয়া।

মোংলায় রাষ্ট্র মেরামতে তারেক রহমানের দেয়া ৩১দফার লিফলেট বিতরণ
মোংলা প্রতিনিধি
রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১দফার লিফলেট বিতরণ করা হয়েছে মোংলায়। মঙ্গলবার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করে বিএনপি। বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট শেখ আঃ হালিম খোকনের নেতৃত্বে দিনভর মোংলায় এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা এমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে শেখ আঃ হালিম খোকন বলেন, ১৭বছরের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা গত বছরের ১৩জুলাই রাষ্ট্র মেরামতের লক্ষে তারেক রহমানের দেয়া ৩১দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এসকল দফা সম্পর্কে জানতে পারেন। তিনি আরো বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। আরনএটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে। এছাড়াও তিনি আরো বলেছেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহবাণ জানান তিনি। খোকন এ সময় আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় তারেক রহমানের উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।

নড়াইলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় ২০২৪-২৫ রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। এছাড়া কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে নড়াইল সদর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক কৃষকের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমীন, সূবীর বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একে এম মামুনুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার প্রমুখ। নড়াইল সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকের মধ্যে জনপ্রতি দুই কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৭ হাজার ৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হবে। এছাড়া ১,৫৫০ জন কৃষকের মাঝে হাইব্রীড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার, ৮ শত কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

ভারতে পালানোর যাওয়ার সময় শার্শা সীমান্তে গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত সিটি মেয়রকে আটক করেছে বিজিবি
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার ( ১৯ নভেম্বর) সকালে তাকে আটক করেছে বিজিবি। আসাদুর রহমান ঢাকার গাজীপুর ৪৩ নং ওয়ার্ডের পাগান গ্রামের মৃত মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজীপুর সদর থানায় দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, তাদের কাছে আগেই গোপন খবর ছিল শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে এজাহারভুক্ত আসামি এক আসামি অবৈধপথে ভারতে পালিয়ে যাবে।এমন ধরনের খবরের ভিত্তিতে আজ সকালে ওই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় শিকারপুর সীমান্তবর্তী বেতনানদী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে আটক করে বিজিবি সদস্যরা।
তিনি আরো জানান, আটক আসামি জিজ্ঞাসাবাদকালে তিনি স্বীকার করেন শার্শা উপজেলার ¯’ানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে এ সীমান্তে আসেন।
আটক আসাদুর রহমানকে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে। পরে সেখান থেকে তাকে গাজীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বাস্তভিটা দখলকারীদের অত্যাচারে সুফিয়া খাতুন পথে পথে ঘুরে বেড়াচ্ছে”প্রশাসনের হস্তক্ষেপ কামনা
শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগর উপজেলার মেন্দিনগর গ্রামের মরহুম আঃ সাত্তার কবিরাজ এর স্ত্রী সুফিয়া খাতুন গত ১৯ নভেম্বর শ্যামনগর প্রেস ক্লাবে এসে কান্না জড়িত কন্ঠে এক লিখিত অভিযোগে জানান,মেন্দিনগর মৌজার ১৯০ খতিয়ানের ৬ ও ১৫ দাগে আড়াই বিঘা জমি একই এলাকার সাবেক মেম্বর মহরম নজরুল ইসলামের নিকট থেকে ক্রয় করে ভোগ দেখালে থাকা অবস্থায় তৈমুর নামের এক ব্যক্তির নিকট ৬৬ শতক জমি বিক্রি করে,১০ কাঠা জমির উপর পাকা ঘরবাড়ি করে বসবাস করে আসছিল। একইএলাকার জাহাঙ্গীর ও আলতাফ গত জুন মাসে তৈবুরের নিকট থেকে ৬৬ শতক জমি ক্রয় করে ভোগ দখল করছিল। বিলান জমি ও বাস্তব ভিটা একই দাগ হওয়ায় আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতা সোহেল বাবু ওরপে ছোট বাবু ও হাফিজুরকে মোটা অংকের টাকার বিনিময় জাহাঙ্গীর ও আলতাফ সুফিয়া খাতুনের পাকাঘরবাড়ি দখল ও মালামাল লুট করে নেয়। বর্তমানে তিনি পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে তিনি সেনাবাহিনীর সহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

দর্শনার প্যানেল মেয়র আঃলীগ নেতা নফর অস্ত্রসহ আটক
দামুড়হুদা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনা পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র জয়নাল আবেদিন নফর দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী আটককৃত নফরকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদিন নফর ওরফে নফর দর্শনার পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্যানেল মেয়র ও কেরুজ শ্রমিক নেতা।চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ওই দিন রাতে দর্শনা দক্ষিণ চাদপুর নফরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি ও ৬টি চাপাতি উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত।

ইসলামী আন্দোলনের গণ সমাবেশ সফল হওয়ায় নগরবাসী ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা
খবর বিজ্ঞপ্তি
গত ১৮ নভেম্বর সোমবার নগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে অনুষ্ঠিত গণ সমাবেশ সফল করায় নগরবাসী, নেতাকর্মী, সংবাদকর্মী, প্রশাসন সহ যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও মহানগর সভাপতি হাফেজ মাওঃ আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরান, মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জেলা সহ-সভাপতি মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওঃ আসাদুল্লাহ হামিদী, নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, নগর জয়েন্ট সেক্রেটারি আবু মোঃ গালিব, এস এম রেজাউল করিম, মাওঃ দ্বীন ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ আব্দুস সাত্তার, মোঃ মইন উদ্দিন, মাওঃ আশরাফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের এস এম আবুল কালাম আজাদ, মাওঃ ইলিয়াস হোসেন, মোঃ ইব্রাহিম খান, মোঃ রেজাউল করিম, ইসলামী যুব আন্দোলনের মোঃ ইমরান হোসেন মিয়া, মাওঃ ফজলুল হক ফাহাদ, মোঃ আব্দুস সবুর, খালিদ সাইফুল্লাহ নাজমুল, ইসলামী ছাত্র আন্দোলনের মুহা. আব্দুল্লাহ আল মামুন, মুহা. ফরহাদ মোল্লা, মুহা. মোস্তফা আল গালিব, মুহা. রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

খুলনা ধান চাল বণিক সমিতির ১৭তম ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহন
খবর বিজ্ঞপ্তি
খুলনা ধান চাল বণিক সমিতির ১৭তম ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সম্পন্ন। খুলনা ধান চাল বণিক সমিতির ১৭ তম কার্যনির্বাহী সংসদের শপথ পাঠ ও দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান খুলনা বড় বাজার¯’ সমিতি ভবনের সভাকক্ষে ১৯ নভেম্বর’ ২০২৪ মঙ্গলবার বেলা ১১ টায় সমিতির সভাপতি মুনীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার রকিব আহমেদ ও সদস্য সচিব, গোলাম মোস্তফা শেখ নব গঠিত ১৭তম কার্যকালের (২০২৪-২৭) কার্যনির্বাহি পরিষদের নির্বাচিত সভাপতি- আলহাজ্ব মুনীর আহমেদ, সহ- সভাপতি- মোঃ ফারুক, সাধারণ সম্পাদক- মোঃ আঃ মোহায়মেন কালু, সহ সাধারণ সম্পাদক- বিদ্যুৎ দাস, অর্থ সম্পাদক- গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক- গোবিন্দ কুমার কুন্ডু, শালিস সম্পাদক- সৈকত আহমেদ রাজু, দপ্তর সম্পাদক- মোঃ আল আমিন খাঁন, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক- গোলাম মোর্শেদ এবং নির্বাহী সদস্য- তাজুল ইসলাম পাটোয়ারী, আবুল হোসেন তালুকদার, প্রসিত কুমার সাহা ও রূপক কুমার ভৌমিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী শপথ পাঠ করেন এবং আগামী তিন বছরের জন্য সমিতির দায়িত্বভার গ্রহণ করেন ।
আগামীতে অত্র অঞ্চলে ধান চাল ব্যবসা প্রসারে ব্যবসায়িদের স্বার্থ সংরক্ষনে যথাযথ কর্তৃপক্ষের সাথে মতবিনিময়ের মাধ্যমে কার্যকরী ব্যব¯’া গ্রহনের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভাপতি মুনীর আহমেদ বলেন, আগামীতে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষনে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা গ্রহনের আহবান জানান।

গণসমাবেশ সফল করায় খুলনাবাসীকে জেলা ইসলামী আন্দোলনের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে গত১৮ নভেম্বর পীর সাহেব চরমোনাইর উপস্থিতিতে অনুষ্ঠিত গণসমাবেশ সফল হওয়ায় মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ ও খুলনা বাসীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন খুলনা জেলা আওতাধীন দাকোপ, রুপসা, দিঘলিয়া ডুমুরিয়া,বটিয়াঘাটা পশ্চিম ও পূর্ব এবং তেরখাদা , পাইকগাছা, ফুলতলা কয়রা এবং চালনা ও পাইকগাছা পৌরসভা সহ জেলা ও মহানগরের প্রত্যেকটি শাখার নেতাকর্মি ও ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে দেখা সাধারণ মুসলমানদের উপস্থিতি ছিল সন্তোষ জনক। যা আগামী দিনে ইসলামী আন্দোলনকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। নেতৃবৃন্দ সমাবেশে আগত সকল নেতাকর্মী মুসলমানদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান সহ সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম ও মাওলানা আসাদুল্লাহ হামিদি, সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালীব,জয়েন্ট সেক্রেটারি এস এম রেজাউল করিম,এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সাত্তার প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ মুফতি আশরাফুল ইসলাম অর্থ ও প্রকাঃ সম্পাদক মোহাম্মাদ মুহিব্বুল্লাহ,মোঃ নাজমুল হুদা,মাওলানা মাহবুবুল আলম, মাওলানা হারুনুর রশিদ, মাস্টার জাফর সাদেক, মোঃ আক্তার হোসেন, মোঃ ওলিয়ার রহমান মাওলানা মাসুদুর রহমান( রউফি),মুফতি ফজলুল হক, শেখ রওশন আলী আলহাজ্জ্ব আবু দউদ, আলহাজ্জ্ব শফিকুল ইসলাম, মাওলানা ওমর আলী,মোহাঃ নাজমুস সাকিব মোহাঃ আবু রায়হান, এনামুল হাসান মাওলানা ইলিয়াস হুসাইন, মাওলানা আবু সাঈদ, ইউসুফ আলী মোঃ লিয়াকাত আলী, মোঃ আশরাফ আলী, কারী আব্দুস সামাদ হাফেজ কারিমুল ইসলাম, হাফেজ জাহিদুল ইসলাম মাওলানা মোহাঃ আব্দুল মালেক প্রমুখ।

আরাফাত রহমান কোকো স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালের দ্বীতিয় রাইন্ড
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের দ্বীতিয় রাউন্ডের দ্বীতিয় সেমিফাইনাল খেলায় ৫নং ওর্য়াড একাদশ বনাম ১নং ওর্য়াড একাদশের মধ্যকার এ খেলায় ৫নং ওর্য়াড একাদশ ৩-১গোলে বিজয়ী হয়েছেন। বালিয়াডাঙ্গা নতুন ফুটবল মাঠে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন, মোঃ মোশা মল্লিক তাঁকে সহযোগীতা করেন মিলন কাজী ও মিঠু। ধারাভাষ্য বর্ণনা করেন সাবেক ফুটবলার শেখ আব্দুল মোতালেব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন, পিলজংগ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, সদস্য সচিব এস এম খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ মিরাজুর ইসলাম, সরদার বিল্লাল হোসেন, মোস্তফা কামাল হারুন, আব্দুল বারিক মোড়ল, মোঃ ফরহাদ হোসেন জুয়েল, বিএনপি নেতা মইন উদ্দিন ভুইয়া, জাকির হোসেন, মৎস্যজীবি দলের ইউনিয়ন সভাপতি শেখ মুজিবর রহমান, শ্রমিকদল নেতা মনিরুজ্জামান ও ৫নং ওর্য়াডের টিম লিডার মোঃ হুসাইন মোড়ল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সেরা হতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে ‘টার্ম রিভিউ’ অনুষ্ঠান মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ায় ভালো ফলাফল অর্জন সকলের জন্য কৃতিত্ব ও আনন্দের। এর পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। নিজেকে দুই ক্ষেত্রেই সেরা প্রমাণ করতে হবে। কারণ, একজন সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে জীবনে পড়াশোনা, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম- সবকিছুরই প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় হবে খুলনা বিশ্ববিদ্যালয়। এজন্য শিক্ষার্থীদেরও নতুন নতুন স্বপ্ন দেখতে হবে। স্বপ্নের পেছনে ছুটতে হবে। স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। তবেই শিক্ষার্থীদের হাত ধরে খুলনা বিশ্ববিদ্যালয় অচীরেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
পরে তিনি একাডেমিক এক্সিলেন্স অর্জনে ৪টি ক্যাটাগরিতে ডিসিপ্লিনের ৭২ জন শিক্ষার্থীর হাতে সম্মাননাপত্র তুলে দেন। এ ছাড়া সহ-শিক্ষাক্ষেত্রে এক্সিলেন্স অর্জনে আরও ২৪ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. আহসানুল কবীর। সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন শাহরিন হাবিবা জ্যোতি, হাসনাত অর রশিদ, মাহবুব আলম জুবায়ের ও তাবাস্সুম মল্লিক। অনুষ্ঠানের ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে উপাচার্য ফিতা কেটে ইউআরপি ডিসিপ্লিনের স্মার্ট সিটি ইনোভেশন ল্যাব উদ্বোধন করেন। পরে তিনি ল্যাবের ভিতরে বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

খুবির রিসার্চ এডভাইজারি কমিটির ১৯তম সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এডভাইজারি কমিটি (আরএসি) এর ১৯তম সভা মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলাস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের ২য় পর্যায়ের গবেষণা প্রকল্পের অনুকূলে গবেষণা বরাদ্দ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে জমা হওয়া প্রকল্প-প্রস্তাবনাগুলো একটি বিশেষায়িত কমিটির মাধ্যমে বাছাই করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ইউনিক ও ইনোভেটিভ বিষয়ে গবেষণা প্রকল্প জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণার বিষয়বস্তু নির্বাচনে আরও সতর্ক হওয়া উচিত। কারণ, খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে এ অঞ্চলসহ দেশের মানুষের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশার আলোকে জনসম্পৃক্ত সমস্যাগুলো নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। যাতে গবেষণার ফলাফল প্রান্তিক পর্যায়ের মানুষের উপকারে আসে। এ ছাড়া যেসব বিষয় নিয়ে ছোট ছোট গবেষণা হয়েছে, তা নিয়ে বড় ধরনের গবেষণা কিংবা মাল্টিডিসিপ্লিনারি গবেষণা করা উচিত। এতে একটি গবেষণার মাধ্যমে একাধিক সমস্যা সমাধানের উপায় বের হয়ে আসবে।
সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব এবং গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. খো. মাহফুজ উদ-দারাইন, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছা খুলনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. লতিফুল ইসলাম।

কেশবপুরে বিএনপি নেতা আবু বকর আবু’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল
কেশবপুর প্রতিনিধি
যশোর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি’র সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শহীদ আবুবকর আবু’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বিকেলে কেশবপুর উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ওই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর করির, হুমায়ূন কবির সুমন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, যুগ্ম-আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, যুগ্ম-আহবায়ক রেজাউল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, মরহুম আবু বকর আবু’র ভাইপো হুমায়ূন কবির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ। এসময় উপস্থিত ছিলেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কে এম খলিলুর রহমান, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, উপজেলা যুবনেতা আলমগীর হোসেন, আব্দুল গফুর, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম আজিজ, যশোর জেলা ছাত্রদলের আহবায়ক রাজিদুল ইসলাম সাগর, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহদি হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, সেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীবৃ নেতাকর্মী বৃন্দ। স্মরণ সভা শেষে মরহুম আবু বকর আবু’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবু বকর আবুসহ ৮ জন প্রার্থী ২০১৮ সালের ১২ নভেম্বর দলীয় ফরম কেনেন। ১৯ নভেম্বর সাক্ষাৎকার বোর্ডে অংশ নেওয়ার জন্য রাজধানীর পল্টন এলাকার মেট্রোপলিটন হোটেলে ৪র্থ তলায় ৪১৩ নম্বর রুমে অবস্থান করছিলেন। কিন্তু ১৮ নভেম্বর সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠান। সেখানে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আবু বকর আবুর মরদেহ শনাক্ত করেন তার আপন ভাইপো হুমায়ুন কবির।

খুলনা লবণচরা থানা যুব অধিকার পরিষদের ৪ নং ওয়ার্ড কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
আগামী ০৩ (তিন) মাসের জন্য খুলনা লবণচরা থানার আওতাধীন ৪ নং ওয়ার্ডে যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার যুব অধিকার পরিষদ লবণচরা থানার আহ্বায়ক মোঃ দিদারুল ইসলাম ও সদস্য সচিব মোঃ আব্দুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ আরমান হোসেন-কে আহ্বায়ক ও মোঃ রনিকে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা যথাক্রমে যুগ্ম-আহ্বায়কবৃন্দ মোঃ সাগর সানা, মিরাাজ হাওলাদার, মোঃ হাসান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ শাহীন শেখ, যুগ্ম সদস্য সচিব যথাক্রমে- মোঃ মুতাসিম বিল্লাহ, মোঃ ইয়াছিন আরাফাত, পারভেজ শেখ, হাফিজুল ইসলাম, মোঃ শাকিল শেখ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোঃ বাধন, মোঃ জয়নাল শেখ, সাইদুল ইসলাম, মাজেদুল ইসলাম মাজিদ,মোঃ মেহেদি হাসান, মোঃ বেল্লাল হোসেন, মোঃ আব্দুল্লাহ ব্যাপারী, মোঃ সাব্বির আলী

ইবির বাস চাপায় মৃত্যু, মারধরে চালক আহত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় ইবি শিক্ষার্থীদের বহনকারী বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয় কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি ডবল ডেকার বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় বিক্ষুদ্ধ লোকজন বাসটি ভাঙচুর করে চালককে মারধর করেন। পরে আহত চালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান।
মারা যাওয়া জাহিদুল ইসলাম শহরের হাউজিং এ ব্লকের বাসিন্দা। তিনি পেশায় দর্জি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে জাহিদুল বাড়ি থেকে বাইসাইকেলে করে কাস্টম মোড়ের দোকানে যাচ্ছিলেন। জেলখানা মোড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি ডাবল ডেকার বাস জাহিদুলকে চাপা দেয়। এসময় চালক বাস না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিক্ষুদ্ধ লোকজন ধাওয়া করে বাসটিকে সেন্ট্রাল কলেজের সামনে থেকে আটক করে। লোকজন বাসের গ্লাস ভাঙচুর ও চালককে মারধর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বাসচালক সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ‘ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে।’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ডেপুটি রেজিষ্ট্রার মওদুদ আহমেদ পরাগ বলেন, ‘ঘটনার পর বাসের গ্লাস ভাঙচুর করা হয়েছে। চালক সেলিমকে মারধর করা হয়েছে।’ ওসি শিহাবুর রহমান বলেন, ‘বাসচালককে মারধর করেছে বিক্ষুদ্ধ জনতা। তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।’

ঝিনাইদহে মিনি ট্রাকের ধাক্কায় নিহত ১
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মিনি ট্রাকের ধাক্কায় আমিরুল লষ্কর নামে একজন আলমসাধু বাহনের চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ঝিনাইদহ সদরের পোড়াহাটি তিনমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল হরিনাকুন্ডু উপজেলার শ্রীফলতলা গ্রামের সাবদার লষ্করের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে হরিনাকুন্ডু উপজেলা থেকে আলমসাধু চালিয়ে পাটকাঠি আনতে মাগুরা যাচ্ছিলেন আমিরুল লস্কার। পোড়াহাটি তিন মাইল নামক স্থানে পৌঁছালে একটি মিনি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান আমিরুল। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক মিনি ট্রাকটি আটক করেছে পুলিশ।

নড়াইলে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
নড়াইল প্রতিনিধি
নড়াইলের সদর উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
এছাড়া কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একেএম মামুনুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৭ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হবে। এছাড়া ১ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার, ৮০০ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের শাকসবজির বীজ ও সার বিতরণ করা হবে।

বিএনপি নেতা আজিজুল বারী হেলাল এর সাথে দিঘলিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময়
দিঘলিয়া প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার সারাদেশে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছিলো। তারা জনতার আক্রোশে দেশ ছেড়ে পালীয়ে যাওয়ায় সাংবাদিকরা এখন স্বাধীন, সময় এসেছে দেশ সেবার কাজে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে তাদের মত প্রকাশ করে দেশকে এগিয়ে নেওয়ার। তিনি মঙ্গলবার দিঘলিয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
দিঘলিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক এম­ সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল। এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ও দিঘলিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, সহ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপন, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রানা মোল্লা, এস এম শামীম, মোঃ হাবিবুর রহমান মল্লিক, মোঃ মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল প্রমূখ।
এর আগে বিকালে উপজেলা বিএনপি আয়োজিত সেনহাটি শিববাড়ি মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, যারা সন্ত্রাসে বিশ্বাস করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি। বিএনপি জনগণের দল, সব সময় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে। তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে সকল শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ধনীগরিবের যে বৈষম্য তৈরি করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্র্বতীকালীন সরকার বেশি দিন ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। অবিলম্বে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানান।
সেনহাটি শিববাড়ি মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু এবং সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আমির এজাজ খান, খুলনা জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, যুগ্ন আহবায়ক খুলনা জেলা বিএনপি আবু হোসেন বাবু, সাবেক যুগ্ন আহবায়ক খুলনা জেলা বিএনপি অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, শরীফ মোজাম্মেল হোসেন, শরীফ ইকবাল হোসেন, গাজী জাকির হোসেন, পারভেজ সাজ্জাদ বাবলা, শেখ মোসলেম উদ্দিন, শেখ আসাদুজ্জাম, সেতেরা সুলতানা, রিনা পারভিন, সালমা বেগম, পলি মেম্বার, আলেয়া পারভিন, খন্দকার ফারুক হোসেন, আব্দুল কাদের জনি, মামুন রেজা অপু , তৈয়েব মোল্লা ,মোহাম্মদ আলী টুটুল প্রমূখ।

দিঘলিয়ায় সম্প্রীতির সমাবেশে আজিজুল বারী হেলাল
নির্বাচন কবে হবে,অন্তর্বরতীকালীন সরকারের
অন্তরের কথা জনগণ জানতে চায়

স্টাফ রিপোর্টার
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, পতিত মাফিয়া সরকারের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ১৭বছর রাজপথে আন্দোলন করেছি। বিএনপির চলমান আন্দোলনের সাথে একপর্যায়ে যুক্ত হয় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী ছাত্ররা। একদিকে বিএনপির আন্দোলন অপরদিকে ছাত্রদের আন্দোলন যখন বন্দুকের নলের জোরে স্বৈরাচার হাসিনা সরকার নিবৃত করার অপচেষ্টা করেছিলেন তখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহনে জুলাই-আগস্টের গণঅভ্যূত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন।
বিএনপির হাজার হাজার নেতাকর্মীর জীবনের বিনিময়ে আমরা দেশে অর্ন্তবর্তীকালিন সরকার পেয়েছি। অর্ন্তবরতীকালীন সরকার আমাদের রক্তের বিনিময়ে অর্জিত সরকার। আমরা চাচ্ছি ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার অল্প সময়ের মধ্যে দেশে একটি সুষ্ঠ ভোটে নির্বাচিত সরকার উপহার দিবেন। কিন্তু সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা মাফিয়া সরকারের দোসর কয়েকজন উপদেষ্টা কথিত সংস্কারের নামে কাল ক্ষেপন করছেন। শুধু তাই নয় সম্প্রতি ড. ইউনুসের দেয়া বক্তব্যেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট কোন কিছু ছিলো না। এদেশের জনগন জাতীয় নির্বাচন কবে হবে অন্তর্বরতীকালীন সরকারের অন্তরের কথা জানতে চায়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় দিঘলিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের ৩১দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বির্নিমানে সেনহাটি শিববাড়ি মাঠে অনুষ্ঠিত সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের সকল সংকটে জিয়া পরিবার নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে কেন্দ্রীয় এই নেতা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছি। ৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহি জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে নিয়ে এলে তিনি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেন। ’৯০ সালে স্বৈরাচার এরশাদের হাত থেকেও জাতিকে মুক্তি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০২৪ সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে ছাত্র-জনতা যে আন্দোলন করেছেন সে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে জাতিকে মুক্ত করেছেন দেশনায়ক তারেক রহমান।
বিগত ১৭ বছরের দিঘলিয়ার মানুষ বাড়িতে থাকতে পারেনি। মামলা হামলা দিয়ে হয়রানি করেছে আওয়ামী লীগ। কারা হামলা করেছে, কারা মামলা দিয়েছে তা আমরা জানি কিন্তু আমরা কোন সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। যারা দোষি যারা অবিচার করেছেন তাদের বিচার করবে সরকার। আমরা কখনোই আইন হাতে তুলে নেবো না। আমরা দেখেছি দিঘলিয়ায় এক সময়ে শিল্প কারখানা ছিলো-এ অঞ্চলের মানুষের ঘুম ভাঙ্গতো মিলের হুইসেলের শব্দে। এখন এ অঞ্চল মৃতপুরীতে পরিনত হয়েছে। শুধু দিঘলিয়াই নয় খুলনার অনেক মিল-কল কারখানা বন্ধ হয়েছে ভোট চোর সরকারের দুর্নীীতর কারনে। বিএনপি জনগনের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে আবারো হারানো শিল্পাঞ্চল ফিরিয়ে দেয়া হবে। ড. ইউনুস সরকারের ওপর বিএনপির শতভাগ সর্মথন রয়েছে। ইউনুস সরকারের ব্যর্থতা মানে বিএনপির ব্যর্থতা। ইউনুস সরকারের উচিৎ হবে জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করা। ইউনুস সরকারের প্রথম কাজ হলো নির্বাচনের দিকে হাটা কিন্তু ইউনুস সরকারের মধ্যে লুকিয়ে রয়েছে কিছু সংখ্যাক মতলববাজ উপদেষ্টা। তারা নির্বাচনের দিকে না হেটে কথিত সংস্কারের নামে কালক্ষেপন করছেন। বিএনপির ইউনুস সরকারের সমর্থন করে তবে পাশের দেশে বসে ইউনুস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মাফিয়া রানী হাসিনা। বিএনপি নেতা হেলাল অর্ন্তবরতীকালীন সরকারের প্রতি আহবান জানান পাশের দেশ ভারত কেন একজন গনহত্যাকারীকে আশ্রয় দিয়েছেন। আমরা ভারতের জনগনের বিরুদ্ধে কথা বলছি না; কারন তারা আমাদের প্রতিবেশি। আমরা কথা বলছি ভারতে সরকারের বিরুদ্ধে। ১৯৭১ সালে আমরা দেশ স্বাধীন করেছিলাম স্বার্বভৌমিত্ব টিকিয়ে রাখার জন্য। দ্রব্যমুল্যের উব্ধগতির জন্য মাফিয়া সরকারের প্রেত্মাত্বারা দায়ি। ওএমএস’র লাইন ধীরে ধীরে দীর্ঘ হলে ইউনুস সরকার বেকায়দায় পড়বেন। উপদেষ্টাদের কয়েকজন জীবানুর মত গোটা উপদেষ্টাদের প্রশ্নবিদ্ধ করতে চায়। উপজেলা বিএনপি আহবায়ক সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক আমির এজাজ খান, সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, আব্দুর রকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হক বাবুল।

কেরুজ আখচাষীদের নিয়ে পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে আলোচনা সভা
দামুড়হুদা প্রতিনিধি
দর্শনাস্থ কেরুজ আখরোপন ও মাড়াই মৌসুমে আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখচাষি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাগে ৪ টায় দামুড়হুদা সাবজোনের রামনগর কেন্দ্রের হাতিভাঙ্গা কওমী মাদ্রাসা মাঠ সংলগ্ন ক্লাব মাঠে আখচাষি মো. আলীহিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যাণ্ড কোং(বাংলাদেশ)লি.এর ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি)মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া এবং ডিজিএম (সম্প্রসারণ) মো.মাহবুবুর রহমান।এসময়ে ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, আখ ফসলকে পোকামাকড়মুক্ত করার পাশাপাশি অধিক ফলন ও অধিক চিনি আহরনের লক্ষ্যে আখের ডিট্রাসিং করতে হবে।এছাড়া তিনি উপস্থিত আখচাষিদের আগাম আখরোপন করে ভর্তুকির সূযোগ গ্রহনের পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করতে আহবান জানান । মহাব্যবস্থাপক (কৃষি) আখরোপনে বিশেষ করে নতুন এলাকা হিসেবে অধিক আখরোপন করে নতুনভাবে এলাকার উন্নয়ন করতে ও কেন্দ্র করা যায় সেই পরিমাণ আখরোপন করতে উপস্থিত চাষীদের অনুরোধ করেন ।

খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগে অভিযান চালিয়ে ২০ প্রতিষ্ঠানকে এক লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে দিঘলিয়া উপজেলার পালের হাট ও শ্রীফলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার কদমতলা ও লাবসা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে সফর উপজেলার এনএস রোড ও ইসলামিয়া কলেজ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৫ হাজার টাকা।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার গোয়াল পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার থানা রোড ও উপজেলা গেট এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে সদর উপজেলার মাইজপাড়া, শাহাবাদ ও গারুচুরা বাজারে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে সদর উপজেলার রেলগেট ও শালতলা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তালায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী জাফর মোড়ল (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ওসি মাইনুদ্দিন। মারা যাওয়া জাফর পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের মৃত জবেদ আলী মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১টার দিকে জাফর বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে কুমিরার দিকে যাচ্ছিলেন। পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি পণ্যবাহী ট্রাক জাফরের বাইসাইকেলকে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাফরের মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ওসি মাইনুদ্দিন বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাইওয়ে পুলিশ বিষয়টি দেখভাল করছে।”