রামপালে প্রসিকিটর গাজী তামিমকে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবর্ধনা
রামপাল প্রতিনিধি
রামপালে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিটর গাজী মোনাওয়ার হুসাইন তামিমকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ঐতিহ্যবাহী ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদরাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ সংবর্ধনা প্রদান করেন। শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৪ টায় ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদরাসা চত্তরে মাদরাসা অধ্যক্ষ মাওলানা শরীফ মো. আ. কাদিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রসিকিটর (ডেপুটি এ্যাটর্নী জেনারেল) গাজী মোনাওয়ার হুসাইন তামিম তার পিতা শহীদ গাজী আবু বকার সিদ্দিকের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রয়াত গাজী আবু বকার সিদ্দিক ছিলেন, আপামর গণমানুষের নেতা। তিনি তার সারাজীবন বাগেরহাটের মানুষের সেবা করে গেছেন। তার ধর্মীয় জ্ঞানের পথ ধরে শত শত মানুষ বাইয়্যত হয়েছেন। এ এলাকার মাটি ও মানুষের সাথে মিশে গিয়ে জীবনের শেষদিন পর্যন্ত দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। তার নীতি ও আদর্শ অনুসরণ করে আমরা আমাদের লক্ষে পৌঁছাতে সক্ষম হয়েছি। আজ ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদরাসার ছাত্র হতে পেরে আমি গর্ববোধ করছি। আগামীতে এ মাদরাসার উন্নয়নে আমি কাজ করে যাবো। তিনি সকলের কাছে দোয়া কামনা করে আরো বলেন, বর্তমান সরকারের অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো। এ জন্য সকলের মহাযোগীতা কামনা করেন।
মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী ও স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. মুনাওয়ার রনির সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজা, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রাক্তন ছাত্র সরদার মহিদ্লু ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
কয়রায় মিথ্যা মামলা দিয়ে হয়রাণির প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় ঘের লুটপাটের মিথ্যা মামলা দিয়ে হয়রাণির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা। জমির মালিকদের পক্ষে আটরা গ্রামের মৃত ছবেদ আলী মোড়লের পুত্র মোঃ রিয়াছাদ আলী শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের আটরা গ্রামের ইসহাক আলী মোড়লের ছেলে মিজানুর রহমান মোড়ল ও ইলিয়াজ গাজীর ছেলে ইখলিয়াজ উদ্দীন লিটনকে বিগত ২০১৯ সাল হইতে ২০২৩ সাল পর্যন্ত ৪০ বিঘা জমি হারিতে লিজ দেন। প্রতি বিঘা জমি ৫ হাজার টাকা হারিতে ডিড প্রদান করেন। অথচ শুরু থেকে আওয়ামী সরকারের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর প্রভাব দেখিয়ে কোন হারি পরিশোধ করেন নি। ৬ বছরে তার নিকট ১২ লক্ষ টাকা হারি পাওয়া যাবে। এছাড়া ২০২৩ সালে তার ঘেরের ডিড শেষ হলেও ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তিনি গায়ের জোরে ঘের দখলে রেখেছে। পরবর্তীতে হারির টাকা না পেয়ে আমাদের নিজেদের জমি আমরা অনুকূলে নিয়েছি। আমরা জমি আমাদের অনুকূলে নেওয়ার পর প্রতিপক্ষ মিজানুর রহমান আদালতে মিথ্যা মামলা দিয়ে জমির মালিকদের হয়রানি করছে। তদন্ত পূর্বক সঠিক ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। সংবাদ সম্মেলন জমির মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন আবু দাউদ গাইন, আবুল কালাম, নুর ইসলাম, হোসেন আলী ও গাজী রহমান।
একটি সেতু বদলে দিতে পারে ৩৫টি পরিবারের জীবনমান
মহেশপুর প্রতিনিধি
একটি সেতু বদলে দিতে পারে হালদার পাড়ার মানুষের জীবন। এভাবেই ঝুঁকি নিয়ে সাঁকো পার হন হালদার পাড়ার মানুষ। তিনপাশে ইছামতি নদী আরেক পাশে ভারতের নদীয়া জেলা। দূর থেকে দেখে মনে হবে এটা বিচ্ছিন্ন কোনো এক দ্বীপ। শত বছরের পুরনো এক গ্রাম, যেখানে মৌসুমি ফসলসহ নানা ধরনের সবজি চাষ ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে মানুষেরা। ওই গ্রামের বাসিন্দারা সব কিছুতেই সফল হলেও তাদের একটাই দুঃখ নদীর সেতু নিয়ে।
সেতুর অভাবে গ্রামবাসীর যেন দুঃখের শেষ নেই। তারা বঞ্চিত হচ্ছেন সব প্রকার সুযোগ-সুবিধা থেকে। বলছিলাম ভারতীয় সীমান্তবর্তী ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর হালদার পাড়া গ্রামের কথা।
জানা গেছে, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ইছামতি পাড়ের শ্রীনাথপুর হালদার পাড়া গ্রামে দেড় শতাধিক পরিবার বসবাস করত। সেসময় গ্রামের অধিকাংশ বাসিন্দারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। সময়ের আবর্তনে অনেকে চাষাবাদে যুক্ত হয়। উর্বর ভূমি হওয়ায় সেখানে সবজি ও তুলা চাষ বেশি হয়। তবে উন্নয়নের কোনো ছোঁয়া না লাগার ফলে গ্রামটিতে ধীরে ধীরে বসতি কমতে থাকে। এখন সেখানে মাত্র ৩৫টি পরিবার বসবাস করছে। সরেজমিন ওই গ্রামে গিয়ে দেখা যায়, শীতের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। পুরুষদের সঙ্গে নারীরাও সমানতালে করছেন কৃষিকাজ। গ্রামের তিনপাশ দিয়ে বয়ে চলেছে এক সময়ের খরস্রোতা নদী ইছামতি। নদীর ওপর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে সাঁকো।
সাঁকোর অবস্থায়ও বেহাল। তার ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পণ্য পারাপার করছেন অনেকে।ওই গ্রামের বাসিন্দা মনোরঞ্জন হালদার বলেন, ‘সেই মুক্তিযুদ্ধের সময় থেকে শুনে আসছি নদীর ওপর সেতু হবে। তবে এখন পর্যন্ত দেখতে পারলাম না। ছেলে-মেয়েদের সাঁকো পার হয়ে স্কুলে যেতে অনেক কষ্ট হয়। সেতু থেকে নদীতে পড়ে গিয়ে হাত-পা ভেঙে যায় অনেকের। এ নিয়ে বিভিন্ন অফিসে ঘুরেও কোনো ফল পাইনি।’
মনোরঞ্জন হালদার নামের আরেক বাসিন্দা বলেন,‘আমি এখানে ১৫ বিঘা জমিতে চাষাবাদ করি। ভালো ফলন হলেও শুধুমাত্র সেতুর অভাবে আমাদের উৎপাদিত পণ্য কম দামে বিক্রি করতে হয়। অন্য এলাকার মানুষেরা ছেলে-মেয়েকে আমাদের সঙ্গে বিয়ে দিতে চাই না।’
পূর্ণিমা রানী নামের আরেক বাসিন্দা বলেন, ‘যাতায়াত অবস্থা খারাপের জন্য আত্মীয়-স্বজনরা আমাদের বাড়িতে আসে না। একবার আমার মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়েছিল। রাতের আধারে সাঁকো পার করে তাকে হাসপাতালে নিয়ে যেতে পারিনি। পরের দিন যখন হাসপাতালে নিয়ে গেলাম তখন তার অবস্থা আরো খারাপ হয়ে পড়েছিল।’
স্থানীয় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বলেন, ‘হালদার পাড়ায় একটি সেতু নির্মাণের জন্য আমাদের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। তবে সেতু নির্মাণের জন্য এখনো পর্যন্ত কোনো বরাদ্দ দেওয়া হয়নি।’
ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, ভারতীয় সীমান্তবর্তী ওই গ্রামের মানুষের দুর্ভোগের কথা আমি শুনেছি। ইতিমধ্যে সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
ওয়ান শুটার পাইপগানসহ ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করেছেন কোস্ট গার্ড
মোংলা প্রতিনিধি
সুন্দরবন সংলগ্ন এলাকা হতে অস্ত্রসহ ইসমাইল হোসেন (২৪) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করেছেন কোস্ট গার্ড। শুক্রবার (৮নভেম্বর) গভীর রাতে খুলনার দাকোপ থেকে তাকে আটক করা হয়। আটক ইসমাইল হোসেন গাজীপুর জেলার দক্ষিণবাগ থানা এলাকার আব্দুল আজিজের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মোঃ আসিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ী খেয়া ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইসমাইল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। তার কাছে পাওয়া যায় কিছু টাকা ও একটি মোবাইল ফোন। তিনি বলেন, আটক ইসমাইল পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তার নিজের তৈরি করা এ অস্ত্রটি কোন একটি গোষ্ঠীর কাছে সরবরাহের চেষ্টা করছিলেন তিনি। তখনই তাকে আটক করা হয়। আর তার নামে বাগেরহাট জেলার রামপাল থানায় দুইটি মাদক মামলাও রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
এদিকে ওয়ান শুটার পাইপগানসহ আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মোঃ আসিফ।
প্রেস ক্লাবের সুস্থ্যতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক ও এখন টিভি’র খুলনা ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলাম এবং ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক সময়ের খবর পত্রিকার বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
তাদের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
রামপালে ব্যবসায়ী ইকরামকে হয়রানির অভিযোগ
রামপাল প্রতিনিধি
রামপালে ব্যবসায়ী ও তার পরিবারকে বিভিন্নভাবে হায়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ব্যবসায়ী ইকরাম শেখ রামপাল থানায় একটি আবেদন করেছেন। তিনি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলা সদরের একটি হিফজুল কুরআন মাদরাসার পরিচারক পদে থেকে সুনামের সাথে কাজ করে আসছিলেন। মাদরাসাটির ছাত্ররা মাদরাসার খাবার খেয়ে একের পর এক অসুস্থ হচ্ছিল। এরপর মাদরাসা কর্তৃপক্ষ আমাকে মাদরাসা থেকে চলে যেতে বললে তিনি চাকরী ছেড়ে চলে যান। কয়েকদিন পূর্বে ওই মাদরাসার ছাত্ররা আবারো অসুস্থ হয়। এ ঘটনায় ইকরাম কে অভিযুক্ত করে থানায় ও যৌথবাহিনীর কাছে অভিযোগ করেন মাদরাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবির। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে আমাকে অব্যাহতি দেন। এরপরেও বাসস্টান্ডের লিয়াকত হাওলাদার, শাহিন শেখ ও আতিয়ার ফকির আমার ব্যবসায়ীক সুনাম নষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র করে আসছে। তারা বার বার আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের অসত্য তথ্য দিয়ে হায়রানি করছে। এতে তারাও তাদের ষড়যন্ত্র করতে নিষেধ করলেও তারা কোন কিছুই মানছে না।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবির, আতিয়ার ফকির, শাহিন ও লিয়াকত হোসেনের কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে উল্টো অভিযোগ করে বলেন, ইকরাম ভালো না।
অভিযোগের বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
খুবির সিএসই ডিসিপ্লিনে দু’দিনব্যাপী জাতীয় সিম্পোজিয়াম উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন ফর আইসিটি-এনাবলড্ বাংলাদেশ’ শীর্ষক দু’দিনব্যাপী জাতীয় সিম্পোজিয়াম শুরু হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) সকালে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের আয়োজনে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ সিম্পোজিয়াম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, উন্নত দেশগুলোতে বিশ্ববিদ্যালয় থেকে গবেষক তৈরিতে ইন্ডাস্ট্রির দায় অনেক বেশি। সেজন্য সেসব দেশে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শিক্ষার্থীদের গবেষণায় অর্থায়ন করে ভালো ভালো গবেষককে বের করে আনে ইন্ডাস্ট্রিগুলো। কিন্তু আমাদের দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন এখনও সেভাবে ডেভেলপ করেনি। যার কারণে গবেষক তৈরিতে ইন্ডাস্ট্রির দায় অদৃশ্যমান। বিশ্ববিদ্যালয় থেকে গবেষক তৈরিতে ইন্ডাস্ট্রিগুলোর কি কি করণীয় আছে, দায় কি, সুবিধা কি ইত্যাদি বিষয়গুলো শিক্ষক-শিক্ষার্থীদের জানানো দরকার।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের পাশাপাশি আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরাও উদ্ভাবনী মানসিকতার অধিকারী। তাদের গবেষণার মাধ্যমে নতুনত্ব উদ্ভাবন করা সম্ভব। এজন্য প্রয়োজন ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার কোলাবরেশন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ নেওয়া যেতে পারে। তিনি এ সিম্পোজিয়ামে আগত বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান। তিনি বলেন, বিশ্বে যতটুকু উন্নতি ও মানবসভ্যতার বিকাশ হয়েছে- তা কম্পিউটার বিজ্ঞানের মাধ্যমে। সমাজের অগ্রগতি ও সামাজিক অবস্থার পরিবর্তনে কম্পিউটার বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, গবেষণার মূল উদ্দেশ্য গবেষণালব্ধ ফলাফল সেমিনার/সিম্পোজিয়ামের মাধ্যমে তুলে ধরা। যাতে গবেষকরা এই তথ্য-উপাত্ত পরবর্তী গবেষণায় কাজে লাগানোর পাশাপাশি সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তিনি গবেষণাক্ষেত্রে উন্নয়নের জন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনে গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিম্পোজিয়াম আয়োজক কমিটির আহ্বায়ক ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী রাধিকা চৌধুরী ও সাকিব মাহমুদ শোভন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় সিম্পোজিয়াম উপলক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসের হাদী চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সিম্পোজিয়াম উদ্বোধন করা হয়।
দু’দিনব্যাপী এ সিম্পোজিয়ামে শনিবার ‘সিম্পোজিয়াম টক’ ও ‘ইনোভেশন শোকেসিং’ শীর্ষক দুটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ‘সিম্পোজিয়াম টক’ পর্বে দেশের স্বনামধন্য ৮টি প্রতিষ্ঠানের ৮ জন প্রযুক্তি বিশেষজ্ঞ তাদের জ্ঞানগর্ভমূলক অভিজ্ঞতা তুলে ধরবেন। ‘ইনোভেশন শোকেসিং’ পর্বে ৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫০টির অধিক আইডিয়া ও গবেষণা পোস্টার প্রেজেন্টেশন করবেন। এ ছাড়া আগামীকাল ‘প্রোগ্রামিং কনটেস্ট’ পর্বে ১২টি বিশ্ববিদ্যালয়ের মোট ৪৭টির টিম অংশগ্রহণ করবে। একই সাথে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর হ্যাকাথন প্রতিযোগিতা ‘ডেটাথন’ ৩৬ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। এখান থেকে চূড়ান্ত পর্বে আগামীকাল ১৬টি টিম তাদের এলগোরিদম উপস্থাপন করবে।
খুবির এমসিজে ডিসিপ্লিনে পিআইবির উদ্যোগে সেমিনার
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সংবাদপত্রের মাধ্যমে আমরা সমাজের ভাল-মন্দ নানা ঘটনা, লোকচক্ষুর আড়ালে থাকা অনেক অনুসন্ধানী খবর জানতে পারি। সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান তার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।
শনিবার (০৯ নভেম্বর) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের নাট্যমণ্ডপে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিনের সহযোগিতায় ‘আয়না ও অবশিষ্ট- গণঅভ্যুত্থানের পরে সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, সোশ্যাল মিডিয়া এখন সংবাদপত্রের স্থান দখল করছে। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা ছোট ছোট নানা ঘটনা জাতিকে একত্রিত করছে। বিভিন্ন সময়ে আমরা এর প্রমাণ পেয়েছি। তিনি বলেন, পাঠক এখন বড় বড় সংবাদ পড়তে চায় না। এজন্য যথাসম্ভব ছোট সংবাদের আকর্ষণ বাড়ছে। বাংলাদেশের অনেক সংবাদপত্র সেদিকে নজর দিচ্ছে। সংক্ষিপ্ত আকারে তারা মূল বিষয়টিতে তুলে ধরছে। তিনি সাংবাদিকদের তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি অপসাংবাদিকতার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
সেমিনারে সভাপ্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, আমাদের গ্রাম তথা দেশকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরে সংবাদপত্র। সৃষ্টিশীল মানুষ হিসেবে সাংবাদিকরা সংবাদের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। সাংবাদিকতার মাধ্যমে সমাজতন্ত্র, রাজনীতির বিশ্লেষণ ও জগতকে উপস্থাপন করেন। তিনি আরও বলেন, আয়নাঘর ভেঙ্গে গেলেও এর টুকরো টুকরো অংশ এখনো রয়ে গেছে। মিডিয়া ছাড়া আয়নাঘরের বাস্তবতা টিকতো না। এজন্যই গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতার চালচিত্র নিয়ে এ ধরনের সেমিনার আয়োজন করা হয়েছে।
সেমিনারে ‘আয়না ও অবশিষ্ট- গণঅভ্যুত্থানের পরে সাংবাদিকতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. সুমন রহমান। আরও আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এমসিজে ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মিম। সেমিনারে খুলনার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
খুবিতে অনুষ্ঠিত হলো ‘টেডএক্স খুলনা ইউনিভার্সিটি’
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে শনিবার (০৯ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম টেডএক্স-এর ইভেন্ট ‘টেডএক্স খুলনা ইউনিভার্সিটি’। সকালে আচার্য জগদীশচন্দ্র বসু সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানের মূল মেসেজটা হল জীবনের গল্প থেকে নতুন জীবন গড়ে তোলা। আমরা প্রায়শই বিভিন্ন রকম হতাশায় নিমজ্জিত থাকি, আমরা বুঝতে পারি না আমাদের জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি। আমরা দিকহারা পাখির মত থাকি, আমরা স্বপ্ন খুঁজতে থাকি, কিন্তু সেই স্বপ্নের গল্প শোনানোর জায়গা খুঁজে পায় না। টেডএক্স সেই প্লাটফর্ম যেখানে আমরা স্বপ্ন দেখার, স্বপ্ন বোনার গল্প শুনতে পাবো। সকল প্রতিকূলতা ঝেড়ে ফেলে, সকল প্রতিবন্ধকতা দূর করে জীবনে এগিয়ে যাওয়ার গল্প শুনবো। আমি মনে করি, জীবনে এগিয়ে যাওয়া মানে একলা পথচলা নয়, জীবনে এগিয়ে যাওয়া মানে আমার পাশের মানুষটিকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার সমাজকে নিয়ে এগিয়ে যাওয়া। আর এই জন্য প্রয়োজন দৃঢ়সংকল্প, কঠোর পরিশ্রম আর নৈতিকতা। টেডএক্স খুলনা ইউনিভার্সিটি এর আজকের আয়োজন আমাদের সেই সব গল্প শোনাবেই বলে আমরা আশা করি।
উপাচার্য তাঁর কর্মজীবনের শুরু থেকে পথচলার নানা উল্লেখযোগ্য দিক তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মের অনেকে সামাজিক অস্থিরতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বপ্নকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি অবস্থানকে আরও সুদৃঢ় করতে হবে। তিনি এই অনুষ্ঠান আয়োজক, অংশগ্রহণকারী এবং আগত গাইডিং স্টারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। এ অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর ও ঢাকার ২৫০ জন বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ১৯ জন ব্যক্তি। তারা হলেন- মনজুর আল মতিন, সোহানা জামান সোহান, নাবিলা মেহজাবিন সৃষ্টি, নাফিস সেলিম, ড. ডেভ ডাওল্যান্ড, সারা হোসেন, রিজভী আরেফিন, ড. চৌধুরী সায়মা ফেরদৌস, উজ্জ্বল সাহা, রোকসানা আঞ্জুমান নিকোলি, মোহসিন উল হাকিম, মেহেদি হক, দীপ্ত সাহা, ইশমাম চৌধুরী, মো. বিপুল শাহরিয়ার, ফাহাদ রহমান অঝর, মো. শাহীন আলম, তরুন্ময়ী কুন্ডু এবং অর্থি আহমেদ।
প্রসঙ্গত, টেডএক্স একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন। বিভিন্ন ধরনের পরামর্শ অন্যদের অনুপ্রেরণা জোগায় এবং নতুন নতুন উদ্ভাবনী জিনিস তৈরিতে তরুণদের উৎসাহ প্রদান করে। বুদ্ধিদীপ্ত বিকাশে এগিয়ে চলার পথে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করে।
টেডএক্স খুলনা ইউনিভার্সিটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মানুষের উদ্ভাবনী শক্তি দ্বারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সমস্যার সমাধান করে এ বিশ্বকে পরিবর্তন করা সম্ভব। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে উৎসাহিত করা এবং আইডিয়ার বাস্তবায়ন ও চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী করে তোলা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
খুবির উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (এফডব্লিউটি) ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রবিউল আলম এর পিতা মো. আব্দুল খালেক মিয়া শুক্রবার (০৮ নভেম্বর) আনুমানিক দুপুর ১২টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নগরীস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নগরীর বানরগাতিস্থ আল-আমিন জামে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে তাকে গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গোবিন্দপুরে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এফডব্লিউটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রবিউল আলমের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
দখিনা’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সমন্বয়ে গঠিত অরাজনৈতিক জন ও সমাজ কল্যাণমূলক সংগঠন দখিনা রেজি: নং-১৩১৫/২০০৮ এর দখিনা’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ত্রি-বার্ষিক সম্মেলন এবং সংবর্ধনা শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গতকাল নগরীর হোটেল ওয়েষ্টার্ণ ইন্ এর সভাকক্ষে বীরমুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলী গাজী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও পাইকগাছা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান স. ম. বাবর আলী, এ্যাডভোকেট, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, খুলনার পরিচালক মোঃ শাহীনুজ্জামান (উপসচিব), বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান এবং খুলনা প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সম্মানিত সদস্য আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, সাহিত্য মজলিসের সভাপতি কবি শাহিনা বাবর, সভায় দখিনা’র ত্রি-বার্ষিক সম্মেলনে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। স. ম. বাবর আলী, এ্যাডভোকেট, আলহাজ¦ আব্দুল জব্বার মোল্লা, আলহাজ¦ শেখ আব্দুল্লাহ, প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, অধ্যাপক মোঃ জোবায়ের হোসেন ও ডাঃ মুহাম্মাদ কাওসার আলী গাজীকে উপদেষ্টা করা হয়। (২০২৪-২০২৬) টার্মের কার্য-নির্বাহী কমিটিতে সভাপতি আলহাজ্ব ওহিদুজ্জামান খান পল্টু, সহ-সভাপতি যথাক্রমে ড. মোঃ হারুনর রশিদ, মোঃ ইউনুস আলী গাজী, অধ্যক্ষ এ কে এম গোলাম আযম, প্রফেসর অশোক কুমার ঘোষ, প্রফেসর এস এম মাহবুবুর রহমান, আলহাজ্ব খুরশিদ আলম কাগজি, এস এম আকবর হোসেন, রোটাঃ এস এম মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় জি.এম. ইউনুস আলী, মোঃ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক জি.এম. মইন উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক খোকন, সমাজকল্যাণ সম্পাদক এমডি আশরাফ হোসেন, সহ সমাজকল্যাণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, মানবাধিকার সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, ক্রীড়া সম্পাদক জি.এম রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিক এ্যাড. শারমিন মারিয়া মুক্তি, নির্বাহী সদস্য যথাক্রমে রোটাঃ এ্যাড. হেমন্ত সরকার, আলহাজ্ব জাহিদ হাবিব, মোঃ সেকেন্দার, মোঃ নুরুল ইসলাম কালু, জি এম নজরুল ইসলাম, মোঃ জহির হোসেন, জি এম আব্দুস সাত্তার, আবুবকর সিদ্দিক নান্না, হাসিবুর রহমান রকি, কাজী আমিনুল ইসলাম, শেখ মইনুল ইসলাম জুয়েল, গাজী আব্দুল্লাহ আল ফাহাদ।
যশোর জামায়াতরে নির্বাচিত আমীররে শপথ গ্রহণ
যশোর অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মোবারক হোসেন বলেছেন, ৫ আগস্টের পর পতিত স্বৈরাচারের দোসররা আদালত ক্যু, আনসার বাহিনী, হিন্দু সমাবেশসহ বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছিলো। যা ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে। ট্রাম্প কার্ড খেলতে খেলতে কার্ড শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবে না। যশোর জেলা জামায়তের সদস্য সম্মেলন ও নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে দেশের মানুষের মধ্যে শোষনহীন সমৃদ্ধ একটি দেশ প্রাপ্তির আকাঙ্খা জন্মেছে। তাই ইসলামী সৎ যোগ্য দক্ষ ও দেশ প্রেমিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে । দেশের মানুষ একটি কল্যাণময় ইনসাফভিত্তিক রাষ্ট্র চায়। যেটি দেওয়ার সক্ষমতা একমাত্র জামায়াত ইসলামের রয়েছে। জামায়াতের আমীরের বিভিন্ন সমাবেশে দেশের মানুষ তাদের আস্থার কথা জানিয়েছে। বিভিন্ন ভাবে জাতি আমাদের উপর ভরসা রাখার কথা বলছে। আমরা সে ভরসা রক্ষা করতে না পারলে জাতি আবারো অন্ধকারে নিমজ্জিত হবে। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম ব্যতিত দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় । রুকনদের আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। নিজেকে পরিবার ও সমাজের মাঝে উত্তম মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে। প্রতিনিয়ত কুরআন হাদীস ও ইসলামী সাহিত্য হক আদায় করে পড়তে হবে। রুকনদের দানের হাতকে প্রসারিত করতে হবে। এছাড়া সকল মানুষের কল্যাণে রুকনদের কাজ করতে হবে। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জীবন মান উন্নয়নসহ প্রতিবেশী ও সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে হবে। কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে হবে। বেশি বেশি করে সামাজিক কাজ কর্মের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। রুকনদের আত্মগঠনে সচেষ্ট হয়ে পরিবারের কাছে উত্তম আর্দশ হতে হবে। বর্তমান পরিস্থিতিতে রুকনদের সংগঠন সম্প্রসারণ- ইউনিট বৃদ্ধি, কর্মী বৃদ্ধিসহ জামায়াতে ইসলামীকে গণ মানুষের সংগঠনে পরিণত করার আহবান জানান তিনি ।
শনিবার (৯ নভেম্বর ) যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ১০টায় রুকন সম্মেলন ও নির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্তৃক আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন ও ২০২৫-২৬ সেশনের নির্বাচিত জেলা আমীরের শপথ গ্রহন অনুষ্ঠানে কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর নব-নির্বাচিত জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এর সভাপতিত্বে এবং যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সহকারী পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মাওলানা আজীজুর রহমান, টিম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল ড. আলমগীর বিশ্বাস. আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা পশ্চিম আমীর মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা পূর্ব ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, জেলা শহর সাংগঠনিক জেলা নায়েবে আমীর বেলাল হোসাইন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান , মাওলানা আবু জাফর, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ। এ সময় ২০২৫-২৬ সেশনের যশোর জেলা জামায়াতের নির্বাচিত আমীর অধ্যাপক গোলাম রসুলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মোবারক হোসেন ।
বিএফইউজে ও এমইউজে খুলনার বিবৃতিতে
খবর বিজ্ঞপ্তি
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সদস্য, দৈনিক সময়ের খবর এর সম্পাদক ও এখন টিভি’র খুলনা ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলাম এবং এমইউজে খুলনা সিনিয়র সদস্য ও দৈনিক সময়ের খবর এর বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আশু সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী। এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজে খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মূহাম্মদ নুরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। বিবৃতিতে নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক তরিকুল ইসলাম ও মাসুদুর রহমান রানার আশু সুস্থতা কামনা করেন এবং দেশবাসির কাছে দোয়া কামনা করেন।
রামপালে ৭ই নভেম্বর পালনে কেন্দ্রীয় ছাত্রদলের র্যালি
রামপাল প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর সেপাহী জনতার বিপ্লব উপলক্ষে রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উজলকুড় ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট চৌরাস্তা থেকে বর্ণাঢ্য র্যালি বের করে তা রনসেন ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়। ফয়লাহাট বাসস্টান্ডের মসজিদ চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগষ্টের পরে দেশ কিছুটা রাহু মুক্ত হলেও ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা বিভিন্ন ইস্যুতে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে। পতিত স্বৈরাচার হাসিনার পতন হলেও তার সাঙ্গপাঙ্গরা অবাধে চলাফেরা করছে। এদের থেকে সাবধান থাকতে হবে। ছাত্র-জনতার এ বিজয়কে কোন অবস্থায় ম্লান হতে দেয়া হবে না। এ জন্যে সকল ভেদাভেদ ভুল গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সকলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ও তার নির্দেশনা বাস্তবায়ন সকলকে একযোগে কাজ করার আহবান জানান এই কেন্দ্রীয় নেত্রী।
উজলকুড় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাজমুল হুসাইন বাবু, সাবেক সহসাধারণ সম্পাদক মহিবুল্লাহ শেখ, সহসাধারণ সম্পাদক এস, এম রাসেল, জেলা ছাত্রদলের সাবেক কৃষিবিষক সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম প্রিন্স, ইব্রাহীম আকুন্জী, আহাদ শেখ, সাইফুল ইসলাম, পাপ্পু, মাসুদ, সুমন প্রমুখ। এ ছাড়ারও বক্তব্য দেন, যুবদলের উজলকুড় ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আজাহার হোসেন টুকু, মুনায়েম হাওলাদার, হাসানুর রহমান, তিতাস মল্লিক, মিলন মল্লিক, হিরন মল্লিক, আ. হান্নান।
অনুষ্ঠানে রামপাল উপজেলা ছাত্রদল, রামপাল সরকারি ডিগ্রী কলেজ, আবুল কালাম ডিগ্রী কলেজ, সুন্দরবন মহিলা কলেজ, দিগরাজ কলেজ ও মোংলা কলেজের ছাত্রছাত্রী, যুবদল, মহিলা দল ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পাইকগাছায় বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে লুটপাট অগ্নিসংযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় উপজেলা বিএনপি সভাপতি ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির নাম ভাঙ্গিয়ে লতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু মুছা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর লুটপাট, চাঁদাবাজি ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার দুপুর দুইটায় পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লতা ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ইব্রাহীম গাজী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যবে বলেন, ৫ আগষ্ট ফ্যসিস্ট সরকার বিদায় হলে লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের নের্তৃত্বে শামুক পোতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সরকার, মদন মোহন মন্ডলের বাড়িতে লুটপাট ভাংচুর করে চাঁদা আদায় করে। তখন আবু মুছা সভাপতি ডাঃ মজিদকে মোবাইলে কথা বলিয়ে দেয়। এ সময় তিনি বলেন মুছা যা বলে তাই করো। এ ছাড়াও আবু মুছা লতা ইউনিয়নের শামুক পোতা বাজারের হিরম্ময় মন্ডল, প্রশান্ত মন্ডল,সমিরণ মন্ডলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট অগ্নিসংযোগ করে। এ ছাড়াও একই ইউনিয়নে কাঁঠামারি বাজারে সমারেশ ঘোষ, আনন্দ মোহন মন্ডল দোকান লুটপাট অগ্নিসংযোগ করে। এ ছাড়া অনেক হিন্দু স্প্রদায়ের মানুষকে মামলায় আসামি করার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করা হয়েছে। অনেকে চাঁদা দিতে অস্বীকার করায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিবের মোবাই ধরিয়ে দেয়। এ সময় তিনি বলেন মুছা যা বলে তাই শুনেন। বর্তমানে তারা বহিরাগত লীজ মালিকদের নিকট থেকে চাঁদা আদায় অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, আমি একজন বিএনপির কর্মি হয়ে তাদের পাশে দাড়াতে গেলে মুছা বাহিনীর অত্যাচারের স্বীকার হয়েছি। মুছা বাহিনীর অত্যাচার থেকে এলাকাবাসি রেহাই পেতে প্রশাসন সহ বিএনপির উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এ বিষয় উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ বলেন, আমি এসব বিষয় কিছু জানিনা। সবই কাল্পনিক বানোয়াট কথা।
পাইকগাছা থানার বিশেষ অভিযানে ৩ পরোয়ানার আসামিকে গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানার বিশেষ অভিযানে ৩ গ্রেফতারী পরোয়ানার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ । বৃহষ্পতিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহকারী উপ-পুলিশ পরিদর্শক সরদার মোস্তফা, মাসুদ করিম ও গৌতম রায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারী পরোয়ানার আসামিরা হলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের মকবুল সরদারের ছেলে রবিউল সরদার(৪০) একই ইউনিয়নের গোপালপুর গ্রামের আকবর বিশ্বাসের ছেলে আল-আমীন বিশ্বাস(৪২), চাঁদখালী ইউনিয়নের পূর্ব কালুয়ার বাদুড়িয়া গ্রামের ফজর আলী মোড়লের ছেলে আবুবক্কর মোড়ল(৪৭)। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, গ্রেফতারী পরোয়ানার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরোয়ানার আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলুকে দল থেকে বহিষ্কার
যশোর অফিস
টেন্ডার নিয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় এবার বিএনপি নেতা একে শরফুদ্দৌলা ছোটলুকে বহিষ্কার করেছে তার দল। একই ঘটনায় আগের দিন যুবদল নেতা হাবিবুল্লাহকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ৭ নভেম্বর যশোর জেনারেল হাসপাতালের সুপারের কক্ষে সংঘটিত অপ্রীতিকর ঘটনার বিষয়ে সংশ্লিষ্টতার অভিযোগের প্রেক্ষিতে যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত জেলা বিএনপির সদস্য পদসহ সকল পদে কার্যকর হবে।
ফকিরহাটে আলমসাধুসহ ১২৫০কেজি লোহার সরঞ্জাম উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুখদাড়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২৫০ কেজি লোহার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি আলমসাধু জব্দ করা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুখদাড়া বাসষ্ট্যান্ড এলাকায় একটি আলমসাধুসহ লোহার বিভিন্ন সরঞ্জাম পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি আলমসাধুসহ ১২৫০ কেটি লোহার সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মালামাল থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে একটি সাধারন ডাইরী করা হয়েছে।
ফকিরহাট মদিনাতুল উলুম কওমি মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া, শাহপুর, সাতশৈয়া (তিন রাস্তার মোড়) মদিনাতুল উলুম কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠানের শুরুতে মহিলা মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী শেখ আনসার আলী।
শাহিদুল হক সোহেলে সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মুফতি শরিফুল ইসলাম, বিশ্বাস আনোয়ার হোসেন, প্রাক্তণ প্রধান শিক্ষক শেখ সিদ্দিকুর রহমান, সমাজ সেবক শেখ সিদ্দিকুর রহমান, হাফেজ শহিদুল ইসলাম, মাও: রুহুল আমীন, ফকিরহাট প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট কাজী ইয়াছিন, বিএনপি নেতা শহীদ খান, ছালাম শেখ, ভারত্তোলন খেলোয়ার বিশ্বাস আনিচুর রহমান প্রমূখ।
দর্শনায় যৌথবাহিনীর অভিযানে ৯৬ বোতল ফেনসিডিল সহ আটক১
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন সীমান্তবর্তী রাঙ্গিয়ারপোতা গ্রামে গভীর রাতে সেনাবাহিনী ও এনএসআই যৌথ অভিযান চালায়।এসময় ভারতীয় ৯৬ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারি আটক হয়েছে।
শনিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মেজর খান সজীবুল ইসলামের নেতৃত্বে ক্যাপ্টেন আশিকুর রহমান, এনএসআই সহকারী পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, নয়ন কুমার রায়, ফরহাদ আহমেদ, মিজানুর রহমান ও সেনাবাহিনীর সদস্যরা দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ রমজান(২৮)’র বাড়িতে অভিযান পরিচালনা করে।পরে তার হেফাজতে থাকা ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ফেন্সিডিল দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
তালায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভা
তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯নভেম্বর) বেলা ১১টায় তালা উপজেলা শাখার আয়োজনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের তালা উপজেলার সভাপতি শেখ আব্দুল হাই এর সভাপতিত্বে সভার শুরুতে গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক সেবা পত্রিকার সম্পাদক ডাঃ এম এ করিম ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অমল দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নীরবতা পালন করা হয়।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের তালা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আছাবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের তালা উপজেলা শাখার সদস্য মোঃ শহিদুল ইসলাম, সদস্য মোঃ শামসের আলী মোড়ল, জালালপুর ইউনিয়নের সভাপতি মোঃ জাবেদ আলী সরদার, উপজেলা শাখার অর্থ সম্পাদক মোঃ হজরত আলী, জালালপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজিম উদ্দিন, সদস্য মোঃ আসমত আলী খান, শুভাকাঙ্ক্ষী মোঃ মোকর আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছাত্র -মধ্যবিত্তদের আন্দোলনে সাম্রাজ্যবাদের দালাল স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।এখন ক্ষমতায় এসেছে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ডঃ ইউনুসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার। এখনই সময় সাম্রাজ্যবাদের দালালদের উৎখাত করে শ্রমিক -কৃষক-মেহনতি জনগনের সরকার গঠনের।তাই কৃষক শ্রমিক শ্রমজীবি পেশাজীবী শ্রেণীর নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে আপসহীন আন্দোলন সংগ্রামের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বাগেরহাটে পৌর বিএনপির মতবিনিময় সভা
বাগেরহাট প্রতিনিধ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত তৈরির লক্ষ্যে বাগেরহাট পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাট পৌর বিএনপির কার্যালয়ে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। বাগেরহাট পৌর বিএনপির আহবায়ক এস্কেন্দার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েলের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মল্লিক মোবাশে^র হোসেন রুবেল, এ্যাডঃ হিরোক মিনা, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার আতিয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাডঃ শরিফুল ইসলাম ঠান্ডু, সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল কাদের, সাবেক পিসিকলেজের ভিপি সরদার নাসির উদ্দিন লনি, বিএনপি নেতা এ্যাডঃ নজরুল ইসলাম কাজোল, মোঃ বাবলু মোল্লা, ফকির হাফিজুর রহমান সহ পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশে এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। সকল কে সাবধানতা অবলম্বন করে মোকাবিলা করতে হবে। বিগত দিনে তারা আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে, ঘর-বাড়ি দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করেছে। তার উচিত জবাব দেওয়ার সময় এসেছে। আর বসে থাকা যাবে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত কে শক্তিশালি করার আহবান জানান সভায় উপস্থিত বক্তারা। দলের নাম ভাঙ্গিয়ে কে চাঁদাবাজি বা অন্য কোন অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ ।
মৎস্য গবেষনা ইনষ্ট্রিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র
ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী বাড়ানো সম্ভব
বাগেরহাট প্রতিনিধি
বাগদা চিংড়ি রোগ প্রতিরোধ ও ঘেরের পরিবেশ সুরক্ষায় কাঁটা শ্যাওলার ভ’মিকা শীর্ষক দি ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য গবেষনা ইনষ্ট্রিটিউট এর মহা পরিচালক (ডিজি)ি ড: অনুরাধা ভদ্্র বলেছেন , আমাদের চিংড়ি চাষিরা একরে মাত্র ৩শত কেজি চিংড়ি উৎপাদন করে থাকে । এখন ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে বাগদা চিংড়ি চাষকরে কয়েকগুন উৎপাদন করা সম্ভব হচ্ছে । যা মৎস্য গবেষনা কেন্দ্রের দীর্ঘ গবেষনায় মাঠ পর্যায়ে প্রমানিত হয়েছে । এর ফলে দেশের চিংড়ির চাহিদা মিটিয়ে আরো বেশী রপ্তাণী করে বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব হবে ।
তিনি আরো বলেন একটি চিংড়ি খামারের ২৫ ভাগ এলাকায় কাটা শ্যাওলা থাকলে বাগদা চিংড়ি রোগ প্রতিরোধ ও ওজন বৃদ্ধির ক্ষমতা কয়েক গুন বৃদ্ধি পায় । আমরা এখন চিংড়ি চাষিদের খামারে কাটা শ্যাওলা রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি ।
শনিবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের সম্মেলকক্ষে আয়োজিত দিনব্যাপী এই সেমিনারে অনুরাধা ভদ্র এই কথা বলেন ।
বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপÑপরিচালক মো: জাহাংগীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও মেরিন বায়োসাইন্স বিভাগের অধ্যাপক ড: মো: আমিনুর রহমান, ময়মনসিংহ স্বাধুপানি কেন্দ্রের মূখ্য বৈঞ্জানিক কর্মকর্তা ড: মো: হারুনর রশিদ, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈঞ্জানিক কর্মকর্তা এ এসএম তানভিরুল হক, পটুয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ্এ্যাকুয়াকালচারবিভাগের অধ্যাপক ড: মো: লোকমান আলী, জেলা মৎস্য দপ্তরের সহকারি পরিচালক রাজ কুমার বিশ^াস প্রমূখ ।
সেমিনারে দেশের উপকুলের চিংড়ি চাষ এলাকাসহ মৎস্য বিভাগের বিভিন্ন কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ফিশারি বিভাগের অধ্যাপক , চিংড়ি চাষি ও গন মাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন ।
অলোকা দাসের সুস্থতা কামনায় প্রার্থনা সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা কামনায় শনিবার বিকেল ৪টায় কয়লাঘাট শ্রীশ্রীকালীবাড়ী মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা গোপী কিষণ মুন্ধড়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় প্রার্থনা পরিচালনা করেন সহ-পূজা বিষয়ক সম্পাদক সুরেশ চক্রবর্ত্তী।
এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, সম্পাদকমণ্ডলীর সদস্য মহাদেব সাহা, বাবলু বিশ্বাস, বিমল সাহা, সুজিত মজুমদার, ভবেশ সাহা, অলোক কুমার দে, রবীন কুমার দাস, অভিজিৎ দাস লবী, দীপক দত্ত, তরুণ রায় শিবু, সুশান্ত ব্যানার্জী, রামচন্দ্র পোদ্দার, সুকুমার সাহা, অশোক কুমার ঘোষ, দুলাল সরকার, দীপংকর সাধু, স্বপন চক্রবর্ত্তী, শ্রীমন্ত চক্রবর্ত্তী, উজ্জল রায়, মনোজ কান্তি দাস, পরিতোষ সরকার, শুভাগত দত্ত শুভ, অলোক সাহা প্রমুখ।
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে ৬পিস স্বর্ণের বারসহ এক ভ্যানচালক আটক
সাতক্ষীরা প্রতিনিধি
ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ১ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৬পিস স্বর্ণের বারসহ রাশেদুল ইসলাম নামের এক ভ্যান চালককে আটক করেছে বিজিবি। শনিবার (৯ নভেম্বর) সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক ভ্যান চালকের নাম রাশেদুল ইসলাম (২৪)। সে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো. আনিছ জামানের ছেলে।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক মোঃ হরমুজের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়। এসময় সীমান্তের গোয়ালচত্তর বাজার এলাকা থেকে ভ্যান চালক রাশেদুলকে সন্দেহজনক ভাবে চলাফেরা করার সময় আটক করা হয়। পরবর্তীতে তার দেহে তল্লাশী চালিয়ে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ৬পিস স্বর্ণের বারসহ একটি মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন এক কেজি ১০৩.১৫ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।
তিনি আরও জানান, এ ব্যাপারে আটক আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় সোপর্দসহ মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কোলা বাজারে এ ঘটনা ঘটে।
আহত গোলাম সরোয়ার মোল্লা উপজেলার পারিয়াট গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার কোলা বাজারের তিন রাস্তার মোড়ে বসে ছিলেন গোলাম সরোয়ার মোল্লা। এ সময় অতর্কিতভাবে তার উপর হামলা চালায় কয়েকজন যুবক। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করেন।
নাম প্রকাশ না করার শর্তে হামলার ঘটনাস্থলের এক দোকানদার বলেন, ‘গোলাম সরোয়ার হোসেন মোল্লা একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোস্তাক, পান্নু, হারুন, কামরুল ও মাসুদসহ কয়েকজন যুবক এসে তার উপর অতর্কিত হামলা চালায়। এরা সবাই পার্শ্ববর্তী জামাল ইউনিয়নের নজরুল মোল্লার সমর্থক। বিগত দিনে নজরুল মোল্লাসহ হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। যদিও বর্তমানে তারা বিএনপির একটি গ্রুপের সাথে রাজনীতি করছে।’
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা বলেন, গোলাম সরোয়ার মোল্লার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাগেরহাটে কাঁটা শ্যাওলায় চিংড়ির উৎপাদন হবে দ্বিগুণ, খাবার লাগবে অর্ধেক
বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক (ডিজি) ড. অনুরাধা ভদ্র বলেছেন, বাগদা চিংড়ির ঘেরের ৩০-৩৮ শতাংশ এলাকায় কাঁটা শ্যাওলা থাকলে চিংড়ি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। চিংড়ি মাছের উৎপাদন হবে দ্বিগুণ। খাবার লাগবে অর্ধেক। চাষিদের লাভও হবে তুলনামূলক অনেক বেশি। এজন্য বাগদা চিংড়ির ঘেরে কাঁটা শ্যাওলা রোপণ করতে হবে।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে বাগদা চিংড়ি রোগ প্রতিরোধ ও ঘেরের পরিবেশ সুরক্ষায় কাঁটা শ্যাওলার ভূমিকা শীর্ষক দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. অনুরাধা ভদ্র বলেন, সনাতন পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষে হেক্টর প্রতি মাত্র ৩০০ থেকে ৩৫০ কেজি চিংড়ি উৎপাদন হয়। খাবার দিতে হয় চিংড়ির শরীরের ওজনের ৫ শতাংশ। ৩০-৩৮ ভাগ এলাকায় কাঁটা শ্যাওলা থাকলে খাবার দেওয়া লাগবে শরীরের ওজনের আড়াই ভাগ। এতে হেক্টর প্রতি উৎপাদন হবে ৭০০ থেকে ৮০০ কেজি।
সব চিংড়ি চাষিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে জানানোর অনুরোধ করেন এই কর্মকর্তা।
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে চিংড়ি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাংগীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, ময়মনসিংহ স্বাধু পানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনর রশিদ, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এ এসএম তানভিরুল হক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. লোকমান আলী, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক রাজ কুমার বিশ্বাস প্রমুখ।
কর্মশালায় দেশের উপকূলের চিংড়ি চাষ এলাকাসহ মৎস্য বিভাগের বিভিন্ন কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিশারি বিভাগের অধ্যাপক, চিংড়ি চাষি ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
কুষ্টিয়ায় সরকারি শিশু পরিবার থেকে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার সরকারি শিশু পরিবার (বালক) থেকে রিজভী নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ। এ ঘটনা জানাজানি হওয়ার পর শিশু শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপ-তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ও সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় সহপাঠী রিজভীর সন্ধানের দাবিতে বিক্ষোভ শুরু করেন সেখানে অধ্যায়নরত আবাসিক শিক্ষার্থীরা। তারা শারীরিক নির্যাতন ও খাবার কম দেওয়াসহ নানা অভিযোগ করে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে।
এ সময় নিজ অফিসে উপস্থিত ছিলেন উপ-তত্ত্বাবধায়ক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গত ২ তারিখ রিজভী ও নাহিদ নামে দুই শিক্ষার্থী প্রতিষ্ঠানের প্রধান গেট দিয়ে বের হয়ে যায়। এরপর তাদের সন্ধান না পেয়ে ৪ তারিখ কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।
সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াসের বিরুদ্ধে শিশুদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। তিনি সেই অভিযোগ অস্বীকার করেন। তবে নাহিদকে মারধরের কথা তিনি স্বীকার করেছেন ইলিয়াস। তিনি বলেন, ‘নাহিদ যেহেতু রাইহানের সঙ্গে গিয়েছিল এবং পরে ফিরে এসেছে, তাই তার কাছ থেকে সত্য তথ্য জানতে মারধর করা হয়েছে। এ জন্য আমি একা দায়ী নই। ’
এক শিক্ষার্থী বলে, ‘এখানে আমাদের খুব মারধর করা হয়। পেট ভরে খেতে দেওয়া হয় না। কাউকে কিছু বললে মারার হুমকি দেয়। ’ কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ঘটনাস্থল থেকে বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।
রিজভীর মামা লোকমান হোসেন তিনি বলেন, গত ৪ তারিখ খুলনা থেকে একটা কল আসে মোবাইল ফোনে। তারা আমাকে জানান, ট্রেনের মধ্যে রিজভীর ব্যাগ পাওয়া গেছে। এরপর আমরা উপ-তত্ত্বাবধায়ক আসাদুজ্জামানকে জানাই। পরে আমাদের চাপে তিনি থানায় জিডি করেছেন। আমরা দ্রুত রিজভীর সন্ধান চাই।
মেহেরপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
মেহেরপুর প্রতিনিধি
আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মেহেরপুর পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মেহেরপুর পুলিশ সুপার (এসপি) মাকসুদা আকতার খানম, পিপিএম এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ি জেলার পাংশা উপজেলার সেনপাড়া কালিতলাপাড়া এলাকার ডাকাত দলের সর্দার মো. আলতাফ মণ্ডল (৫৩), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের ডাকাত সর্দার রমজান আলী ও ডাকাতদলের অন্যতম নেতৃত্বস্থানীয় ডাকাত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মো. আসাদুল ইসলাম ওরফে শরিফুল ইসলাম।
পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গাংনী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল পৃথক যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ডাকাত সর্দার মো. আলতাফ মণ্ডলকে গত ৫ নভেম্বর রাতে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার সেনপাড়া কালিতলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭০০ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে আটটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে। গত ৬ নভেম্বর রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া থেকে ডাকাত সর্দার রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি ডাকাতি ও একটি চুরির মামলা রয়েছে।
এদিকে ডাকাত মো. আসাদুল ইসলাম ওরফে শরিফুল ইসলামকে গত ৭ নভেম্বর রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জিহালা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।
এসব ডাকাতদের গ্রেপ্তারের পর গত ৮ নভেম্বর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। পরে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এসময় মেহেরপুর এডিশনাল এসপি আব্দুল করিমসহ পুলিশের কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় নাহিদুজ্জমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাহিদুজ্জামান রাজনগর মোল্লাপাড়া এলাকার সামসুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে নাহিদুজ্জামান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত নাহিদুজ্জামানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকৃতি বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই
সাতক্ষীরা প্রতিনিধি
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে গাছের চারা রোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা। গতকাল সাতক্ষীরা শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়র খালের পূর্বপাশে প্রেস উদ্যানে আমের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
তিনি বলেন, জন্ম থেকে আমরা প্রকৃতির কোলেই বেড়ে উঠি। প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচবো না। প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রকৃতির মাঝেই জীবনের অস্তিত্ব। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সাতক্ষীরা প্রাণসায়র খাল রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি স্মৃতির স্মারক হয়ে থাকবে। জেলা প্রশাসক বলেন, জলাবদ্ধতা সাতক্ষীরা জেলার বড় সমস্যা। এ সমস্যা দূর করতে সরকার উদ্যোগ নিয়েছে। জেলার সকল নদী ও খাল অবৈধ দখলদারদের কবল থেকে অবমুক্ত করা হচ্ছে। একই সাথে এ সকল নদী ও খাল রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। নদী ও খালের অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ করে প্রবাহ ফিরিয়ে আনা হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসন এ ব্যাপারে কঠোর ভূমিকা পালন করছে। তিনি বলেন, সাতক্ষীরা শহরের বুকচিরে প্রবাহিত প্রাণসায়র খাল রক্ষায় ইতোমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। খালটির দু’ধারে গড়ে তোলা হবে নান্দনিক উদ্যান। এ উদ্যানে লাগানো গাছ সুরক্ষায় সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
নান্দনিক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নাগরিক নেতা প্রফেসর আব্দুল হামিদ, শিক্ষাবিদ প্রফেসর পবিত্র মোহন দাশ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মুনিরউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, সাহিত্যিক সুদয় কুমার মন্ডল, লেখক মনিরুজ্জামান মুন্না প্রমুখ।
মেহেরপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা ও রাজবাড়ি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ডাকাত দলের সর্দার আলতাফ মন্ডল (৫৩), রমজান আলী (৪৩) ও আসাদুল ইসলাম (৩৪)।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী দেশীয় অস্ত্র, ডাকাতিতে ব্যবহৃত পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। পুলিশ সুপার জানান, ২ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে ডাকাত দলের সর্দার আলতাফ হোসেন তার সদস্যদের নিয়ে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়ক ব্যারিকেড দিয়ে ড্রামট্রাক, আলমসাধু, হানিফ পরিবহনসহ অন্যান্য যানবাহনের গতিরোধ করে। গাড়ির চালক, হেলপার ও সাধারণ যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা লুট করে নেয়। এছাড়া ড্রাম ট্রাকের একজন ড্রাইভার এবং একজন হেলপারকে হাসুয়া দিয়ে (দেশীয় অস্ত্র) কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এই ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাতের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। এর আগেও ডাকাত দলের সদস্যরা দূরপাল্লার পরিবহনের চালকদের জিম্মি করে নগদ অর্থ লুট নেয়। ঘটনার পর থেকেই মামলার মূল রহস্য উদঘাটনে অভিযানে নামে গাংনী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ৪৮ ঘণ্টার মধ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মামলার মূল রহস্য উৎঘাটন করতে সক্ষম হয়। ৫ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের আরো একটি যৌথ অভিযানে ডাকাত দলের সর্দার আলতাফ মন্ডলকে রাজবাড়ি জেলার পাংশা থানার সেনপাড়া কালিতলা বাজার হতে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৭০০ টাকা ও তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৮টি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে।
৬ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের দলটি অভিযান চালায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বড়বোয়ালিয়া গ্রামে। পরে ওই গ্রাম থেকে রমজান ডাকাত ও আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রমজানের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা ও একটি চুরির মামলা রয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আসামিরা আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সুপার আরো বলেন, ডাকাতি ও ছিনতাইরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি টহল জোরদার করা হচ্ছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট ও লাইটের ব্যবস্থা করতে পারলে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলেও তিনি জানান।
যশোরে আলোচিত আনিসুর হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
যশোর অফিস
যশোরের চৌগাছার বহুল আলোচিত আনিসুর রহমান হত্যাকাণ্ডের অন্যতম এজাহারভুক্ত আসামি কুরবান আলীকে (৩০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় খুলনার ফুলতলার গাড়াতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সলিমুল হক জানান, গোপন সংবাদে জানতে পারেন আনিসুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কুরবান আলী খুলনার গাড়াতলা গ্রাম এলাকায় গা ঢাকা দিয়ে আছে। সেখানে নিজের নাম পরিচয় ও ঠিকানা গোপন করে রাজমিস্ত্রির কাজ করছিল।
এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হয়েছে।
দুগ্ধখামারিদের জন্য বরাদ্দের টাকা যাচ্ছিল আ. লীগ নেতাকর্মীর পকেটে
যশোর অফিস
যশোরের চৌগাছায় দুগ্ধখামারিদের জন্য বরাদ্দ দুই কোটি টাকার ঋণ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিতরণের প্রক্রিয়া চূড়ান্ত করে উপজেলা সমবায় অফিস। চলতি নভেম্বর মাসে ঋণ বিতরণের কথা। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ায় এখন কর্তৃপক্ষ তালিকা সংশোধনে বাধ্য হচ্ছে।
অভিযোগ রয়েছে, আগের সরকারের প্রভাবশালী নেতাদের সুপারিশে উপজেলা সমবায় অফিসার এই তালিকা চূড়ান্ত করেন। এখন বিষয়টি জানাজানি হওয়ায় চাপের মুখে তিনি তালিকা সংশোধনে উদ্যোগী হলেও অনিয়মের কথা অস্বীকার করছেন। জানা গেছে, দুগ্ধ ঘাটতি উপজেলায় দুধের চাহিদা পূরণে ৩৮ জেলার ৫০টি উপজেলায় দুটি করে দুগ্ধজাত খামার প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পের আওতায় ৫০ উপজেলায় ১০০টি দুগ্ধখামার সমবায় সমিতি গঠন করা হবে।
যার পাঁচ হাজার সদস্যের প্রত্যেককে নামমাত্র ৩ শতাংশ সুদে দেওয়া হবে দুই লাখ টাকা করে। প্রথম বছর গ্রেস পিরিয়ড। পরের ৩০ মাসে ৩০ কিস্তিতে এই ঋণ পরিশোধ করতে হবে। জানা গেছে, প্রকল্পের আওতায় যশোরের চৌগাছা উপজেলায় ‘কয়ারপাড়া দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড’ এবং ‘মাকাপুর দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড’ নামে দুটি সমবায় সমিতি নিবন্ধন করানো হয়।
দুটি সমিতির মোট সদস্য ১০০। এদের মধ্যে বিতরণ করার কথা দুই কোটি টাকা। নীতিমালা অনুযায়ী যাদের পাকা গোয়ালঘর এবং ঘাসের জমি আছে শুধু তারাই ঋণ পাওয়ার যোগ্য। তালিকা ঘেঁটে দেখা গেছে, প্রকল্প এলাকার বাসিন্দা না হওয়া সত্ত্বেও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসান রেজা, যুগ্ম আহ্বায়ক আকরামুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন, সদস্য রানা মিশ্রের নাম রয়েছে সুবিধাভোগীর তালিকায়। এ ছাড়া রয়েছে উপজেলা ছাত্রলীগের বিগত কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের স্ত্রী ইয়াসমিন খাতুনের নাম।
কয়ারপাড়া সমিতির সুবিধাভোগীর তালিকায় রয়েছেন চৌগাছা সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি নাজিম উদ্দিনের স্ত্রী মোছা. ছায়বী, দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলামের বোন রাশিদা খাতুন, দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ পারভেজ সোহাগ, দুই নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শান্ত ইসলাম, তিন নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও যুবলীগ নেতা মিজানুর রহমান, নারী ইউপি সদস্য মুসলিমা খাতুনের স্বামী আল মামুন, দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলামের ভাই তরিকুল ইসলাম, তিন নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, একই ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর আত্মীয় হাসানুর রহমানের স্ত্রী শাবানা খাতুন, আমেরিকাপ্রবাসীর পরিবারের মফিজুর রহমান ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ব্যক্তিগত দেহরক্ষী হাসানের স্ত্রী শাপলা খাতুন, হাসানের বোন বুলবুলি বেগম প্রমুখের নাম। অন্য সদস্যরাও চৌগাছা সদর, সিংহঝুলী ও ধুলিয়ানী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের পদধারী নেতা।
একইভাবে মাকাপুর দুগ্ধ সমবায় সমিতির সদস্য করা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা কলেজ শিক্ষক মহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য অনিক কুমার মিত্র, স্বরূপদহ ইউনিয়নের মাধবপুর গ্রামের ইউপি সদস্য যুবলীগ নেতা মন্টু ছাড়াও সুখপুকুরিয়া ও স্বরূপদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের পদধারী নেতাদের।
রূপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংগ্রহের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলার ২ নং শ্রীফলতলা ইউনিয়নে নবনির্মিত অফিস ও সদস্য সংগ্ররহ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ৯ নভেম্বর শনিবার বিকাল ৪ টায়
শাখার সভাপতি আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে সেক্রেটারি আখতারুজ্জামান আক্তারের পরিচালনায় ইউনিয়নের ইসমাইলের মোড়ে নবনির্মিত অফিস ও সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সাত্তার হালদার, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা মোঃ তাওহিদুল ইসলাম মামুন,মোহাম্মাদ আব্দুল ওহাব মোড়ল, মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওঃ ইয়ামিন হোসাইন, মাওলানা মোহাঃ আব্দুস সালাম, মাওলানা হাসিবুর রহমান, মাসুম বিল্লাহ, ইমদাদুল হক বিশ্বাস, আকরাম আলী, লিমন মল্লিক, মাসুম বিল্লাহ, খোকন শেখ, আনসার আলী, মাওলানা জামাল উদ্দিন, মাসুদুর রহমান রউফি, মোঃ রাতুল, মোঃ নাসরুল্লাহ, মোঃ সাকিব প্রমুখ।
অনুষ্ঠানে আগামী ১৮ নভেম্বর খুলনায় পীর সাহেব চরমোনাই এর গণসমাবেশ সফলে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শরণখোলায় বিএনপি’র আলোচনা সভা
শরণখোলা প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার বিকেলে রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, মেজর (অবঃ) মোস্তফা কামাল ফকির। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শরণখোলা উপজেলা বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মোঃ মধু, মহিউদ্দিন বাদল, মনিরুজ্জামান তালুকদার, সাউথখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, যুবদল নেতা শহীদুল ইসলাম লিটন, মোঃ ওলিউল্লাহ, সাবেক ছাত্রদল নেতা আবুল বাশার খান প্রমূখ। বক্তারা দলীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম জোরদার করাসহ দ্রুত সময়ের মধ্যে দেশে একটি অবাধ নিরপেক্ষ সাধারন নির্বাচনের আয়োজন করার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
খুলনায় নাগরিক কমিটির মতবিনিময়
আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থানকে ধারণ করে করতে হবে করতে হবে
খবর বিজ্ঞপ্তি
জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত ও বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে খুলনা ‘জাতীয় নাগরিক কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ের শুরুতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন মহানগরীর নেতৃবৃন্দ। বিকেল ৩টায় খুলনা মহানগরীর সাতরাস্তা বিএমএ মিলনায়তনে এই মতবিনিময় সভায় অতিথির বক্তব্য রাখেন, খুবির প্রফেসর সামিউল হক, নর্দার্ন ইউনিভার্সিটির লেকচারার ইকবাল হোসেন, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম। জুলাই অভ্যুথ্থানের স্প্রিট নিয়ে বক্তব্য দেন, তরুন আইনজীবী মানজুর আল মতিন পীতম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তানজিল মাহমুদ, মেসবাহ কামাল মুন্না, অলিক মৃধা।
এ ছাড়াও বক্তব্য রাখেন, শহিদ পরিবারের সদস্য, আহত, বিভাগের বিভিন্ন জেলার সংগঠক, আইনজীবী, ডাক্তার, শিক্ষক, আন্দোলনকারী, শ্রমিকসহ অন্যান্যরা। এসময়ে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের। রাষ্ট্রের সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের বিচারের আওতায় আনতে হবে। দুই হাজারের অধিক শহিদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না।
যারা আহত কিংবা শহিদ হয়েছে, তারা এদেশের শাসক হতে চায়নি; তারা দেশের মানুষ খাদ্যের অধিকার চেয়েছে, শিক্ষার অধিকার চেয়েছে, কথা বলার ও বেঁচে থাকার অধিকার চেয়েছে। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থান এর শহিদদের আকাংঙ্খাকে ধারণ করে রাজনীতি করতে হবে।
এসময় বক্তারা জুলাই স্প্রিটকে ধারণ ও আগামির বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নাগরিক কমিটিতে যোগদানের আহবান জানান।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তানজিল মাহমুদ বলেন, সারা দেশে যেসব ছাত্র ভাইরা জীবন দিয়েছেন, তারা এমনি এমনি জীবন দেননি। তারা নতুন বাংলাদেশ চেয়ে জীবন দিয়েছেন। অন্তর্র্বতী সরকার শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করছে, আমাদের দায়িত্ব তাদেরকে সহযোগীতা করা। এছাড়া যারা খুন করেছে, খুনের হুকুম দিয়েছে, অস্ত্র উঁচিয়ে ধরেছে, তাদের প্রত্যেককে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনভাবেই যেন ফ্যাসীবাদ মাথাচাড়া না দিতে পারে সেজন্য আমাদের সচেতন থাকতে হবে।
কেন্দ্রীয় সদস্য মেসবাহ কামাল মুন্না বলেন, ‘যারা আহত কিংবা শহীদ হয়েছেন, তারা এদেশের শাসক হতে চায়নি; তারা দেশের মানুষ খাদ্যের অধিকার চেয়েছে, শিক্ষার অধিকার চেয়েছে, কথা বলার ও বেঁচে থাকার অধিকার চেয়েছে। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থান এর শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করতে হবে।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অলিক মৃধা বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার এখনও বিলোপ হয়নি। ফ্যাসিবাদ একটি সরকার নয়। এটি একটা ব্যবস্থা, যা বিভিন্ন আইন, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক-অর্থনৈতিক চর্চার মাধ্যমে টিকে থাকে। আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে কাজ করবে নাগরিক কমিটি। মতবিনিময় সভা সঞ্চালনা করেন আহম্মদ হামীম রাহাত।
ডুমুরিয়ায় খর্ণিয়া বাজার ব্যবসায়ীর স্ত্রী বিয়োগে শোক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খর্ণিয়া বাজার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম শেখের সহধর্মিণী আজমিরা খাতুন মুন্নি (৩২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে তিনি স্বামী, দুই কন্যা,দেড় বছর বয়সী এক পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে এগারোটায় ভদ্রদিয়া গ্রামস্থ বালির মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে ব্যবসায়ী আজিজুলের স্ত্রী বিয়োগে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন খর্ণিয়া বাজার কমিটির সাবেক সভাপতি শেখ শাহিনুর রহমান শাহিনসহ না সকল ব্যবসায়ীবৃন্দ।
ডুমুরিয়ায় কলেজের অধ্যক্ষ ও এমপিও বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের বিরোধ নিরসন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি কলেজের অধ্যক্ষ ও এমপিও বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের বিরোধের মিমাংশা হয়েছে। শনিবার দুপুর ২টায় উপজেলার আঁঠারোমাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অডিটোরিয়মে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার, প্রভাষক মশিউর রহমান, সুব্রত নন্দী, দিলিপ নন্দী, তপন পশারী, মোঃ আলাউদ্দিন, আব্দুর রাজ্জাক, আব্দুল গাফফার, রবিউল ইসলাম, খোন্দকার মোস্তাক আহম্মেদ পলাশ, আব্দুল হামিদ, আখতারুজ্জামান, বিএনপি নেতা আইয়ুব হোসেন মোল্লা, নাহিদুজ্জামান পলাশ, ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । উল্লেখ্য, ২০২২ সালে কলেজটির জেনারেল শাখা এমপিও ভুক্ত হলেও কয়েকজন শিক্ষক-কর্মচারীর বেতন আটকে ছিল। এই নিয়ে অধ্যক্ষ এবং এমপিও বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের বিরোধের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে মিলনমেলা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চটচটিয়া বীজ সংলগ্ন এলাকায় মিলন মেলা পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরখালী ইউনিয়ন বিএনপি সভাপতি অরুণ গোলদার। প্রধান অতিথির বক্তৃতা করেন এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু ও শেখ শাহিনুর রহমান শাহীন। বিএনপি নেতা শেখ জামিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক আবুল হালিম, শেখ আব্দুল মান্নান, সরদার আব্দুস সালাম,প্রসেনজিৎ সানা, শেখ কামাল হোসেন,জিএম মতিয়ার রহমান আশিক,শেখ জাহিদুর রহমান, মেহেদী হাসান রাসেল, সাদ্দাম হোসেন সাগর,স্বপন মিস্ত্রী, শফিকুল ইসলাম,বিকাশ ঢালী,রাঙ্গা মন্ডল প্রমুখ। মিলন মেলায় মাগুরখালী,সাহস,শরাফপুর ও ভান্ডারপাড়া ইউনিয়নের নেতা কর্মী উপস্থিত হন। এ সময় উপস্থিত সকল নেতা কর্মীদের চটচটিয়া ব্রীজের ঐতিহ্যবাহী ফুসকা খাওয়ানো হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন হাবলু গাজী।
প্রগতিশীল শিক্ষক ফোরাম খুলনা জেলা শাখার প্রতিনিধি সভা
খবর বিজ্ঞপ্তি
প্রগতিশীল শিক্ষক ফোরাম খুলনা জেলা শাখার প্রতিনিধি সভা শনিবার সকাল ১১টায় খুলনা নগরস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা কমিটির সংগঠক শিক্ষক নেতা প্রলয় মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব প্রাক্তন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোসায়েদ হোসেন ঢালী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা কমিটির আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু। সভায় আরও বক্তব্য রাখেন প্রগতিশীল শিক্ষক ফোরাম খুলনা জেলা প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে তপন বিশ্বাস, কালিপদ দাস, অপূর্ব হালদার, গৌর বর্মণ, চঞ্চল মণ্ডল, কাজল মণ্ডল, মাহমুদা হোসেন, বাসদ নেতা কোহিনুর আক্তার কনা, আব্দুল করিম, প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট খুলনা জেলা সদস্য সনজিত মন্ডল প্রমুখ।
প্রতিনিধি সভায় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা সমাজের সবচেয়ে দায়িত্বশীল পেশা হলেও বাংলাদেশে শিক্ষকরা সবচেয়ে অবহেলিত অংশ। শিক্ষকদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা, বেতন কাঠামো কোনটাই মানবিক নয়। শিক্ষকরা তাঁদের ন্যায্য দাবি জানাতে গেলে পুলিশের ন্যাক্কারজনক হামলার শিকার হতে হচ্ছে। এটা খুবই লজ্জাজনক। খবরে এসেছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের বেতন সারা বিশ্বের বিচারেই সর্বনিম্ন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন একজন গার্মেন্ট শ্রমিকের সমান। হাজার হাজার নন-এমপিও শিক্ষক বেতনহীন শ্রম দিয়ে অমানবিক জীবন যাপন করছে। নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক অনুপাত অনেক বেশি। সমগ্র শিক্ষা ব্যবস্থায় যে অনিয়ম তার বড় শিকার হচ্ছেন শিক্ষকরা। নেতৃবৃন্দ শিক্ষকদের আলাদা বেতন কাঠামো, সর্বোচ্চ সামাজিক মর্যাদা, নিরাপত্তা, চাকুরি জাতীয়করণ করার দাবি জানান। একই সাথে তারা সর্বজনীন বিজ্ঞানভিত্তিক একই পদ্ধতির বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু করার দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, বৈষম্যহীন সমাজের জন্য ’৭১, ’৯০ ও ’২৪ সালে এদেশের মানুষ জীবন দিয়েছে সে সমাজ শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বজায় রেখে বাস্তবায়ন সম্ভব নয়। তাই দাবি আদায়ে সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
ডুমুরিয়ায় কৃষকের ফলন্ত সিমের গাছ কেটে দেওয়ার অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনায় এক কৃষকের প্রায় শতাধিক ফলন্ত সিমের গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে তার এ সিমের মান্দা গুলো কেটে দেওয়া হয়। উপজেলার উত্তর মাগুরাঘোনা গ্রামের সিদ্দিক সরদারের ছেলে ক্ষতিগ্রস্ত মোনায়েম সরদার জানান, মাগুরাঘোনা মৌজায় রাস্তার পাশে তিনি একটি জমি হারি নিয়ে জমিতে ধান চাষ ও জমির আইলে সিম চাষ করেছেন। সিম গাছ গুলোতে প্রচুর সিম ধরেছে৷ গতকাল বৃহস্পতিবার সকালে তিনি ২৩ কেজি সিম তুলে ১৫শ টাকা বিক্রিও করছেন। কিন্তু কুয়াশার কারণে সকালে মান্দা কেটে দেওয়ার বিষয়টি বোঝা না গেলেও দুপুরের দিকে গাছ গুলো শুকানো দেখতে পায়। তিনি বলেন জমির পাশে বসবাসকারী একই গ্রামের শহিদুল মোড়লের স্ত্রী ফাতেমা বেগমের সাথে পূর্ব শত্রুতা ছিল। তারই জের এ গাছ গুলো কেটে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এঘটনায় তিনি থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন। তবে ফাতেমা বেগম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর ১১ নং ওয়ার্ডে যৌথ সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণ সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খালিশপুর থানার ১১ নং ওয়ার্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া।
আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাওলানা খালিদ সাইফুল্লাহ, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি গাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুর রহমান, ওয়ার্ড সেক্রেটারি আব্দুল কাইয়ুম রনি, আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান, মোঃ সরোয়ার হোসেন, মোঃ শওকত হোসেন, মোঃ রাসেল, মোঃ সোহেল, মোঃ রুহুল আমিন, মোঃ কবির, মোঃ সজীব, মোঃ ইমন প্রমূখ নেতৃবৃন্দ।
যৌথ সভায় আগামী ১৮ নভেম্বর চরমোনাই পীর সাহেবের গণ সমাবেশ সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতিসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দুস্থ নারী-পুরুষ ও এতিমদের মাঝে পোশাক এবং অর্থ বিতরণ
মোংলা প্রতিনিধি
তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ৩১দফা প্রস্তাবনার লিফলেট বিতরণ ও গরীব, অসহায়, দুস্থ নারী-পুরুষ এবং এতিমদের মাঝে পোশাক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলা বাইনতলা ইউনিয়নের শরাফপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ পোশাক ও অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবিদ শামীম ৫শ মানুষের হাতে পোশাক (শাড়ী-লুঙ্গি) আর ১শ মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ অন্যান্যরা।
বিএনপি নেতাকে হত্যা হুমকিতে নিন্দা
।। খবর বিজ্ঞপ্তি।।
১৮নং ওয়ার্ড বিএনপি নেতা মো. শাহিন খাঁনকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ ও ন্দিা জানিয়েছে সোনাডাঙ্গা থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি ও সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ। শনিবার (৯ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে তারা উল্লেখ করেন শাহিন খাঁনের ব্যবহৃত মোবাইলে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় সাধারন ডায়েরী করা হলেও পুলিশ এখনো হুমকিদাতাকে চিহ্নিত করতে পারেন নাই। অনতিবিলম্বে হুমকিদাতা গ্রেফতার পুর্বক আইনের মুখোমুখি করার আহবান জানান নেতৃবৃন্দ।
মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ইউপি মেম্বার হাবিবুর রহমান ওরফে জাকির তালুকদারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে যৌথবাহিনীর একটি দল পৌরসভার আদর্শপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার ঘর থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে য়ৌথবাহিনীর সদস্যরা।
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, চিংড়াখালী বাজারে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে জাকির হোসেনকে শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাট কোর্টে সোপর্দ করা হয়েছে।
শামুক বিক্রি করে সংসার চলে তাদের
যশোর অফিস
যশোরের শার্শায় জলাশয়ের শামুক কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন নিম্নআয়ের সাত শতাধিক পরিবারের সদস্যরা। প্রতিকেজি ৪-৫ কেজি দরে বিক্রি হয় এসব শামুক।
খোঁজ নিয়ে জানা যায়, শার্শা উপজেলার ডিহি, লক্ষ্মণপুর, বাহাদুরপুর, শার্শা সদর ও নিজামপুর ইউনিয়নের নিম্নআয়ের সাত শতাধিক পরিবারের নারী, পুরুষ ও শিশুরা এলাকার বিভিন্ন নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়, জলাশয়ে সারাদিন শামুক কুড়ান। সারাদিনের কুড়ানো শামুক বিকেলে ইউনিয়নভিত্তিক নির্ধারিত বিভিন্ন স্থানে এনে জড়ো করেন। তারপর ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তারা। প্রতিকেজি শামুক বর্তমান ৪-৫ টাকা দরে বিক্রি করে যা আয় হয় তা দিয়েই চলছে সংসার। শামুক সংগ্রহের কাজ চলে বছরের আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত।
তবে শামুক সংগ্রহকারীরা জানান, এ বছর জলাশয়ের পানি অত্যন্ত বিষাক্ত। পানিতে নামলে শরীর চুলকায়। তারপরও জীবিকার প্রয়োজনে বাধ্য হচ্ছেন পানিতে নামতে।
জলাশয় জলাশয় ঘুরে শামুক সংগ্রহের কাজ করেন নিজামপুর ইউনিয়নের পোতাপাড়ার অসিম তরফদার, গোড়পাড়ার স্বরূপ, বাহাদুরপুর ইউনিয়নের ঘিবার মন্তো, স্বরূপদাহ ওয়াপদাহর বাসিন্দা সখী এবং ডিহি ইউনিয়নের তেবাড়িয়া জেলেপল্লীর সন্তোষ ও শংকর।
তারা জানান, জীবিকার প্রয়োজনে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন জলাশয় থেকে শামুক কুড়ান। ব্যক্তিভেদে প্রতিদিন ২০-৫০ কেজি পর্যন্ত শামুক পান। পাঁচ টাকা কেজি দরে বিক্রি করে যা আয় হয় তা দিয়েই কোনোমতে চলছে সংসার খরচ।
কথা হয় শামুক ব্যবসায়ী স্বরূপদহ ওয়াপদা খালপাড়ার সোহাগ, ইব্রাহিম ও আকরাম হোসেনের সঙ্গে। তারা জানান, শার্শার বেশ কয়েকটি ইউনিয়নের সাত শতাধিক নিম্নআয়ের পরিবারের কাছ থেকে প্রতিদিন ৮০-১০০ মণ শামুক কেনেন। এ শামুক তারা মনিরামপুর উপজেলার সাতনল কুমারঘাটা এলাকায় ঘের মালিকের কাছে বিক্রি করেন। এসব শামুক মেশিনে প্রক্রিয়াজাতকরণ করে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।
যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম, অ্যালার্জি ও নখ বিশেষজ্ঞ ডা. গোলাম মোর্তুজা বলেন, দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় পানি বিষাক্ত হয়ে পড়েছে। যারা এসব পানিতে নামবেন তাদের শরীর চুলকাবে। যাদের শরীরে অ্যালার্জি আছে তাদের শরীর বেশি চুলকাবে। তবে ভয়ের কিছু নেই। অ্যালার্জির ওষুধ খেলে চুলকানি কমে আসবে।
তিনি আরও বলেন, অনেকে ডাক্তার দেখাতে আসেন না। আমাদের কাছে এলে অবশ্যই চিকিৎসা দেওয়া হবে। তবে বিষাক্ত পানিতে না নামাই ভালো। বৃষ্টি হলে পানির বিষাক্ততা অনেকটা কেটে যায়।
কেশবপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে নির্বাচিত কমিটি আগামী দুই বছর প্রেসক্লাবের উন্নয়নে পরিকল্পনা সাধারণ সদস্যদের অবহিত ও তাদের মতামত গ্রহনের জন্য এবারই প্রথম বিশেষ সাধারণ সভায় আয়োজন করে। শনিবার প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সভাপতি অশোক অধিকারী, সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সহ সভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান ও আইয়ুব খান, সদস্য দিলীপ মোদক, কবির হোসেন, হাজী রুহুল কুদ্দুস, রুহুল আমিন খান প্রমুখ। সভায় প্রেসক্লাবের ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা, বিশেষ সাধারণ সভার আয়োজনের জন্য নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করার আশা প্রকাশ করেন।