নড়াইলে সঞ্চয় সপ্তাহ-২০২৪
নড়াইল প্রতিনিধি
‘সঞ্চয় করলে নিজের সম্মৃদ্ধি, একই সাথে দেশের প্রবৃদ্ধি’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে সঞ্চয় সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে।রোববার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় শহরের চৌরাস্তায় জেলা সঞ্চয় অফিস কক্ষে সঞ্চয় সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক নড়াইল প্রধান শাখার সহকারি জেনারেল ম্যানেজার মো. রাকিবুল হাসান। সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় অফিসার সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নড়াইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাশার আল মামুন, নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সী শাহীন উল্লাহ মোহন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী রাণী মজুমদার, বিসিক’র উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মান হোসেন, গ্রাহক কিশোর মোহন সাহা। জেলা সঞ্চয় অফিসার সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ বলেন, সঞ্চয় অফিস পরিচালিত বিদ্যমান মুনাফাহারে বিভিন্ন সঞ্চয় স্কিমে গ্রাহকদের টাকা নিরাপদে রাখতে ৮-১৪ ডিসেম্বর পর্যন্ত সঞ্চয় সপ্তাহে উঠান বৈঠক, পেশাজীবি, সরকারি-বেসরকারি অফিসে, অনিবাসী বাংলাদেশীদের মাঝে, প্রতিবন্ধী অফিস ও অনাথ-আশ্রমে প্রচারণা চালানো হবে।
পাইকগাছায় ফসিয়ার রহমান শিক্ষা ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ফসিয়ার রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যেগে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী নারী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলার শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিক ভাবে ওই শিক্ষা বৃত্তি দেয়া হয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফসিয়ার রহমান শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসফিয়ার রহমান সবুজ। শিক্ষক বাবর আলী গোলদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’ ছিলেন, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ (ভার) উৎপল কুমার বাইন, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, মোঃ শফিয়ার রহমান, মনছুর আলী, গাজী নূর মোহাম্মদ, সরদার আব্দুর রাজ্জাক, মোঃ শহিদুল ইসলাম, হুমায়ূন কবির পিন্টু, শিক্ষক সেলিম রেজা ও তাহমিনা খাতুন।১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান হলো ফসিয়ার রহমান মহিলা কলেজ,পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কে,ডি,শাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, এ,বি,জি,পি লতা এমএম মাধ্যমিক বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, মঠাবাটি জি,জি,পি,জি দাখিল মাদরাসা, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, লস্কর করুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয় ও আল-আমীন মহিলা দাখিল মাদরাসা।
দাকোপে নলিয়ান জলমহল উন্মুক্তের দাবিতে মানববন্ধন
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে নলিয়ান নদী (জলমহল) সরকারি ভাবে দুই পারের গরিব অসহায় জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সুতারখালী ও কামারখোলা ইউনিয়নের সর্বস্থরের অসহায় জন সাধারণের উদ্যোগে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রবিবার দুপুর ২টায় উপজেলা সদর চালনা ডাক বাংলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুতারখালী ইউনিয়ন ইমাম পরিষদের মুফতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সুতরখালী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শেখ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, বিএনপি নেতা শাকিল আহম্মেদ দিলু, আব্দুল বারিক গাজি, শহিদুল ইসলাম শেখ, এ্যাডঃ রুহুল আমীন, ইমাম শাহাদাৎ হোসেন, মাওলানা আল মামুন, জুবায়েদুর রহমান বুলবুল, নুর ইসলাম, মানষ কুমার রায়, রেজাউল মোল্যা, ফেরদাউস সানা, আনিচুর রহমান, শহিদুল গাজী, জিল্লুর রহমান নান্টু, রবিউল ইসলাম, শেখ বদিয়ার রহমান, মাহমুদ গাজী, সাইফুল ইসলাম, জাহিদ ফকির, মোশারফ মল্লিক, মাসুম গাজী, ইলিয়াজ হোসেন, গফুর সরদার, রবিউল ইসলাম মোড়ল, পরিমল মন্ডল, খোকন মল্লিক, সেলিম সরদার প্রমূখ।
রূপসায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক র্যালি
রূপসা প্রতিনিধি
উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:মো: আহসান হাবীব প্রমানিক, মেডিকেল অফিসার ডা: পিকিং শিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, টিএসবি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ শেখ, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক বেনজির হোসেন, ইউপি সদস্য ইনতাজ মোল্লা, সাংবাদিক মামুন শেখ, ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিওন, মোহাম্মদ তরিকুল ইসলাম, সাইদুর ইসলাম রাজু,মিরাজ হাওলাদার, সিয়াম সরদার, মিরাজ হোসেন প্রমূখ।
দাকোপে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির পুনরুজ্জীবিতকরণ প্রশিক্ষণ
দাকোপ প্রতিনিধি
দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এসওডি’র উপর পুনরুজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসডিআরআর প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ইউএসএআইডি’র অর্থায়নে রবিবার সকাল ১০ টায় উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে প্যানেল চেয়ারম্যান নিশিষ কুমার মন্ডলের সভাপতিত্বে এবং এসডিআরআর প্রকল্পের প্রজেক্ট অফিসার মোসাঃ ফারহানা পরিচালনায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন খুলনার ডিআরআরও মোঃ আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা গোবিন্দ বিশ^াস, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম, মোঃ মোফাজ্জেল হোসেন, রাফিজা বেগম, বিজলী বৈরাগী, ইউপি সিপিপি টিম লিডার বিশ^জিত মন্ডলসহ ইউপি সদস্য ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ।
ইবির শিক্ষক সমিতির কার্যক্রম স্থগিত ঘোষণা করলো জিয়া পরিষদ!
কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। এছাড়াও রাষ্ট্র সংষ্কার না হওয়া পর্যন্ত সমিতির ব্যানারে সকল কার্যক্রম স্থগিতেরও ঘোষণা দেয় সংগঠনটি।
সমিতির বর্তমান নেতৃত্বকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে শনিবার (৭ ডিসেম্বর) জিয়া পরিষদের এক জরুরি সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে সভায় নেওয়া তিনটি সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্যে রয়েছে, গত ৫ আগস্ট থেকে পরিবর্তিত প্রেক্ষাপটে সমিতির সকল কার্যক্রম অবৈধ বলে গণ্য করা হলো এবং সঙ্গত কারণে উক্ত তারিখ থেকে সমিতির তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করা যাবে না। করলে তা সংশ্লিষ্টদের ব্যক্তিগত ব্যয় হিসেবে গণ্য হবে। রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত সমিতির ব্যানারে সকল কার্যক্রম স্থগিত এবং রাষ্ট্র সংস্কার হলে অনুকূল পরিবেশে সকল মহলের মতৈক্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান।
জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূরুন নাহার বলেন, আমরা সভা করে এগুলো দাবি জানিয়েছি এবং আমাদের অবস্থান পরিষ্কার করেছি।
কার্যক্রম স্থগিত করার এখতিয়ারের বিষয়ে তিনি বলেন, কার্যক্রম স্থগিত করা হয়নি, দাবি জানানো হয়েছে। তাড়াহুড়োর জন্য হয়তো বিজ্ঞপ্তিতে ভাষাগত ত্রুটি হয়েছে।
ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, শিক্ষক সমিতির কার্যক্রম স্থগিতের এখতিয়ার জিয়া পরিষদের নেই। এই এখতিয়ার শুধুমাত্র সমিতির সাধারণ সভায় অধিকাংশ শিক্ষক নিতে পারে। আমরা দ্রুত সভা করে পরবর্তী পদক্ষেপ নেবো।
তালার শিক্ষক কলিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি
তালার জেয়লা নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক মোঃ কলিম উদ্দীনের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক মামলা করায় তার পরিবার ও গ্রামবাসীর পক্ষ থেকে তালা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
রবিবার বিকালে তালা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষক মোঃ কলিম উদ্দীনের শ্যালক মোঃ জাকির হোসেন। এসময় শিক্ষক কলিম উদ্দীনের স্ত্রী মোছা ফাতেমা বেগম, মোঃ আবু মুছা সরদার, মোঃ ফুলমিয়া সরদার, মোঃ ছলিম সরদার,রিপন সরদারসহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। উক্ত সংবাদ সম্মেলনে মোঃ কলিম উদ্দীনের শ্যালক মোঃ জাকির হোসেন বলেন,গত ০৪/১২/২০২৪ তারিখ বিকাল তিনটায় মুড়াকলিয়া গ্রামে তালার নায়েব মোঃ রবিউল ইসলাম নালীশি জমির দখল তদন্তে যান সেখানে তালা থানার যুব জামায়েত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টু আওয়ামীলীগের সর্মাথকদের পক্ষ হয়ে ঘটনাস্থলে ছিল। আয়ুব আলী সরদার ও তার সহযোগী মোজাহার সরদার তিন শতক জমি ক্রয় করে ১৯৮০ সালের দিকে। ১৯৯০ সালে তার নামে উক্ত তিন শতক জমি রেকর্ড হয় এবং প্রিন্ট পর্চা পেয়েছেন। সেই তিন শতক জমিতে পাকা ঘর বাথরুম গোয়ালঘর নির্মাণ করে দখলে আছেন। এখন আরও তিন শতক জমি দাবি করে মীর জাকির হোসেন ,ইয়াছিন মেম্বর, ডানলাপ তারা আয়ুব আলী সরদারের অবৈধ দাবির প্রতি সমার্থন করায় উভয় পক্ষের মধ্যে গন্ডগোল তৈরী করে দেয়। জমির দখল করার চেষ্টা করলে ১৪৫ ধারায় মামলা করেন জমির মালিক সেলিম সরদার। স্থিতিবস্থায় আদেশ হয়। ৪/১২/২০২৪ তারিখ দখল তদন্ত করতে যান তালা সদর তহশীল অফিসের নায়েব মোঃ রবিউল ইসলাম। সেখানে নায়েব সাহেবের সামনে আয়ুব বলেছেন জমিক্রয়ের পর পাকা ঘর বেঁধে বসবাস করছেন। যে জমি জবর দখল করতেছেন সেই জমির গাছ লাগানো সেলিম সরদারের দখল সেলিম সরদার করে অকপটে সব স্বীকার করেন বিবাদী আয়ুব আলী। জমিক্রয় করে তিন শতক জমিতে ঘর বেঁধে বসবাস করিতেছে তিন শতকের উপর। আরও তিন শতক জমি অবৈধ দাবি সমার্থনে পূর্বে আওয়ামী লীগ এখন জামায়েত নেতা যুব জামায়েত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু রাত ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত আয়ুব আলী সরদারকে সাথে নিয়ে তালা থানায় বসে থেকে জেয়লা নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কলিম উদ্দীন সরদার ০৪/১২/২০২৪ তারিখে স্কুলে পাঠদানকালে ঘটনার সময় উল্লেখ করে তালা থানায় মামলা করান তার সাথে সহযোগিতা করেন সাংবাদিক পরিচায়দানকারী প্রতারক এম.এ হাকিম থানায় প্রভাব বিস্তার করে এই মিথ্যা মামলা রেকর্ড করতে সক্ষম হন তারা মামলা নং-০৩ তারিখ ০৫/১২/২৪। এই মিথ্যা মামলা থেকে শিক্ষকের নাম প্রত্যাহার ও মিথ্যা মামলা যাচাই না করে রেকর্ড করার সাথে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।
যশোর সাংবাদিকদের সাথে জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক মতবিনিময়
যশোর প্রতিনিধি
যশোর জেনারেল চত্বারে ১০তলা আধুনিক ভবন নির্মণ হতে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অথে গণপূর্ত বিভাগ প্রথম দিকে ৪তলা পর্যন্ত ভবন নির্মণ করবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুণ অর রশিদ।
রোববার বিকালে স্বাস্থ্য বিভাগে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কাথা বলেন। এসময় তত্ত্বাবধায়ক হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য বিভাগের জনবল সংকটের মধ্যে সেবা প্রদান করছেন কর্তব্যরতরা। এছাড়া হাসপাতালে যুক্ত হয়েছে নতুন প্যাথলজি পরীক্ষার মেশিন, অক্সিজেন প্লান্ট। মতবিনিময় কালে তত্ত্বাবধায়কের সাথে ছিলেন মেডিকেল কলেজের সার্জারি বিভাগীয় প্রধান ডাক্তার শরিফুল আলম খান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আফম বজল্লুর রশিদ টুলু, আইসিইউর প্রদান ডাক্তার রবিউল ইসলাম তুহিনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার মেডিকেল কর্মরত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম দইচ, শহীদ জয়, , এস হাসমী সাজু, বিল্লাল হোসেন, ফয়সল ইসলাম প্রমুখ।
হাসপাতালে বিভিন্ন সমস্যা তুলে ধরেন, তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ সাংবাদিকদের মতামত আমলে নিয়ে বলেন সবকিছু গুরুত্বের সাথে দেখা হবে।
নড়াইলে আসামিকে ছিনিয়ে নেওয়ার ১৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া থানা পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়ার ১৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আসামি ছাব্বির আহম্মেদ শেখসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে আসামি ছাব্বির আহম্মেদ শেখ, একই গ্রামের আলিম শেখের ছেলে নিশান শেখ, মৃত হাজী ওসমান মোল্লার ছেলে জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
কালিয়া থানা সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানায় ছাব্বির আহম্মেদ শেখ কে আসামি করে হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি সাব্বির কে শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি যুবক
বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি যুবক কারাভোগ শেষে দেশে ফিরেছেন। রবিবার (৮ ডিসেম্বর) সকালে তাদেরকে গ্রহন করেছে রাইটস নামের একটি এনজিও সংস্থা। এর আগে শনিবার রাত সাড়ে ৯ টার সময় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসারা হলেন- মো. সুজন ফকির (২৮), মো. আব্দুল মোনাব(৩০), মো. রেদোয়ান (২৫),মো. নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮),শাহজাহান গাজী (৩৫), মো. খাইরুল ইসলাম (২৯),মো. সামাদ মিয়া(২৩), মোঃ শাহাদত হোসেন(৩৪)। এরা যশোর নড়াইল, সুনামগঞ্জ ,খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ফেরত আসারা ৫-৭ বছর আগে কাজের সন্ধানে ভারতের যায়। সেখানে বিভিন্ন এলাকায় ক্ষেত খামারে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হয় তারা। পরে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে ২-৩-৫ বছর সাজা দেয়। কারাভোগ শেষে উভয় দেশের দূতাবাসের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার সময় দেশে ফিরেছেন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে রাইটস নামের একটি এনজিও সংস্থার কাছে তাদেরকে হস্তান্তর করবে।
রাইটস যশোরের সাইকোসোস্যাল কাউন্সিলর মো. মামুন জানান, বেনাপোল পোর্ট থানা পুলিশ ভারত ফেরত ৯ বাংলাদেশি যুবককে আজ রবিবার সকালে তাদের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে রাইটস এর শেল্টার হোমে রাখা হবে। পরে সেখান থেকে তাদেরকে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করবে।
খুবিতে সিজেডএম জিনিয়াস স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান
খবর বিজ্ঞপ্তি
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে রবিবার (০৮ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘জিনিয়াস স্কলারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।
তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ও সমাজ ব্যবস্থা। ইসলামের রীতি-নীতি সঠিকভাবে মেনে চললে সমাজে কোনো বৈষম্য, অভাব, দরিদ্রতা ও নৈরাজ্য থাকবে না। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত তৃতীয়। যাকাতের আভিধানিক অর্থ সম্পদের সুষম বণ্টন। যাকাত দিলে সম্পদ পবিত্র হওয়ার পাশাপাশি বৃদ্ধিও হয় এবং এটি সুরক্ষিত থাকে। যাকাত প্রদানের মাধ্যমে সমাজে আয়ের বৈষম্য দূর হয়, ঈমান মজবুত ও পরিশুদ্ধ হয় এবং একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব ও মমত্ববোধ বেড়ে ওঠে।
তিনি আরও বলেন, ইসলামে যাকাতের গুরুত্ব অপরিসীম। এরপরেও আমাদের সমাজে ধন-সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের কাছে পুঞ্জিভূত। সমাজে অনেক মানুষ আছেন, যারা যাকাতকে সেভাবে গুরুত্ব দেয় না। কিছু কিছু মানুষের অনেক টাকা আছে। কালো টাকা-সাদা টাকার মাধ্যমে অনেকেই হাজার হাজার কোটি টাকার মালিক। আবার অনেক মানুষ হতদরিদ্র। এই দরিদ্র জনগোষ্ঠীর জন্য যাকাতের অর্থের সুষম বণ্টন প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইমদাদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএম’র বিভাগীয় অ্যাম্বাসেডর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সিজেডএম’র শিক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) সৈয়দ নাজমুর রহমান।
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের কাজী শাফিয়া কবির, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনুশ্রী বিশ্বাস, বোটানি বিভাগের জান্নাতুন নেসা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের রাফাতুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের আহসান ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজেএডএস’র উপ-ব্যবস্থাপক মো. রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম ফর আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টস্ এর আওতায় এ বছর খুলনা অঞ্চলের ১৬০ জন শিক্ষার্থীর মধ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ অঞ্চলের খুলনা বিশ্ববিদ্যালয়সহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থীরা মনোনীত হয়ে স্কলারশিপ গ্রহণ করেন। এছাড়াও ক্যাপাসিটি বিল্ডিং সেশনের উপর দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েনের নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েনের নব-নির্বাচিত কমিটিকে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন ছবি কথা বলে, ছবির মাধ্যমে প্রচার ও বিভিন্ন ঘটনা আপনাদের কর্মের মাধ্যমে মানুষকে জাগ্রত করতে কাজ করবেন।
বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রেহানা আখতার, রসু আক্তার, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, মতলুবুর রহমান মিতুল, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান টিংকু এবং প্রমিতি দফাদার প্রমুখ।
নাগরিক ঐক্যের খুলনা জেলা কমিটির অনুমোদন
খবর বিজ্ঞপ্তি
গণতন্ত্র মঞ্চের শরীক দল নাগরিক ঐক্যের খুলনা জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। জেলা কমিটির এই প্রথম সম্মেলন। দলের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার কমিটির অনুমোদন দেন।
কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি এড. মো: আব্দুল মজিদ হাওলাদার, সহ-সভাপতি যথাক্রমে ডা. ফারুক হোসেন শেখ, মো: আনসার আলী বিশ্বাস, ইসমত আরা শিউলী, সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক মো: সাহেব আলী গাজী, ভুইয়া পাপিয়া সুলতানা ডেইজি, আইন বিষয়ক সম্পাদক এড. দিপংকর রায়, কোষাধ্যক্ষ আবু সুফিয়ান শেখ, সাংগঠনিক সম্পাদক এড. মো: খালিদ হোসেন, শিল্পী বেগম, দপ্তর সম্পাদক বাদশাহ মোল্লা, সমবায় সম্পাদক আশুতোষ বিশ্বাস, মহিলা সম্পাদিকা তানিশা কামাল, যুব বিষয়ক সম্পাদক মো: শাহিন মোড়ল, ছাত্র বিষয়ক সম্পাদক ডা. আনোয়ারা জামান, সদস্যবৃন্দরা হলেন যথাক্রমে জাহানারা ময়না, মিজানুর রহমান মোড়ল, মো: আব্দুল মান্নান গাইন৷ শাহআলম জোয়ার্দার, মো: কারিমুজ্জামান মিস্ত্রি, ইছহাক শেখ, এস এম এমদাদুল হক, কাজী আবু হানিফা, মো: রিয়াজ উদ্দিন সরদার, মনিমোহন বিশ্বাস, জাহাঙ্গীর হুসাইন, মোসা: রহিমা খাতুন, মো: বেলাল হোসেন, শারমিন আক্তার ঝুমি, শেখ আব্দুল করিম, রজব আলো গাজী, জাহাঙ্গীর আলম গাজী, হালিমা খাতুন, মো: পলাশ হোসেন ও সরদার জাহিদ হোসেন।
সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বি-বার্ষিক
সম্মেলর ও কাউন্সিল আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আজ (৯ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর শিববাড়িস্থ জিয়াহল চত্ত্বরে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য জননেতা আমান উল্লাহ আমান।
এছাড়া দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে সভাপতি পদে ২জন হাফিজুর রহমান মনি ও সাঈদ হাসান লাভলু, সাধারণ সম্পাদক পদে ৬ জন যথাক্রমে শেখ জামাল উদ্দিন, সাজ্জাদ আহসান পরাগ, শেখ ফারুক হোসেন, তরিকুল ইসলাম, মুসা খান, আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক পদে ৩জন ইয়াজুল ইসলাম এ্যাপোলো, জাকির ইকবাল বাপ্পি ও মো দেলোয়ার হোসেন খান অংশগ্রহন করবেন।
ভারতে পাচারকালে সাতক্ষীরায় স্বর্ণের বারসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি
পায়ু পথে দুই পিস স্বর্ণের বার ভারতে পাচারকালে সাতক্ষীরার হরিশপুর সীমান্ত থেকে এক চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। রবিবার বিকালে সদর উপজেলার হরিশপুর সীমান্ত থেকে উক্ত চোরাকারবারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৩৩.২৬ গ্রাম। যার বাজার মূল্য ২৭ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা। এসময় জব্দ করা হয় একটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার টাকা।
আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ আল আমিন (২৫)। সে সদর উপজেলার হরিশপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র।
বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার নাসির উদ্দীনের নেতৃত্বে বিজিরি একটি চৌকষদল সদর উপজেলার হরিশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে উক্ত স্বর্ণ চোরাকারবারীকে আটক করেন। এসময় আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে বলে স্বীকার করেন। পরবর্তীতে ঔষধ প্রয়োগ করে তার পায়ু পথ হতে দুই পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ চার হাজার টাকা জব্দ করা হয়। জব্দ মালামালের বাজার মূল্য ২৭ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণেরবারগুলো ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতিয়াখালী খাল পরিচ্ছন্নের দাবিতে স্মারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন ৩০নং ওয়ার্ডের মতিয়াখালী (ক্ষেত্র খালী) খালে পরিচ্ছন্ন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের (এমএএফ) নেতৃবৃন্দ। এ দাবিতে নেতৃবৃন্দ রোববার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ চলছে। কিন্তু মহানগরীর ৩০নং ওয়ার্ডের মতিয়াখালী খালের প্রবেশ মুখ এখন বন্ধ। সেখানে ময়লা আবর্জনা জমে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা দরকার। এ অবস্থায় সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিক সেবা প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ পূর্বক বিষয়টিকে জরুরী ভিত্তিতে সমাধান এবং গুরুত্ব সহকারে বিবেচনার জন্য হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এবং এমএএফ’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শামীমা সুলতানা শিলু, এমএএফ’র সদস্য সাংবাদিক সোহরাব হোসেন, সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান, জেসমিন সুলতানা বিথী, সরকারি আযম খান কমার্স কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন ভুইয়া শামিমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের তরুন নেতৃবৃন্দ।
দামুড়হুদায় ৯টি স্বর্ণের বারসহ আটক ১
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার বিজিবি-৬ ব্যাটালিয়ানের দর্শনা বিজিবি দামুড়হুদার ডুগডুগি অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৯টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে জানায়, দর্শনা থানার অন্তর্গত দর্শনা বিওপির আওতাধীন এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে। এ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার ডুগডুগি বাজারে রাস্তার পাশে অবস্থান নেয়। বেলা ২ টার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তাকে গতিরোধ করতে গেলে সে পালানোর চেষ্টা কালে বিজিবির টহল দলের হাতে আটক হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের হেড লাইটের কভারের মধ্যে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১ কেজি ১শ৭৮ গ্রাম ওজনের ৯ টি স্বর্ণের বার উদ্ধার করে। যারা আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।আটককৃত ব্যক্তি দর্শনা আজমপুরের মটরসাইকেল মিস্ত্রি রফিকুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে রুহুল আমিন (২১)।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আটককৃত আসামী রুহুলকে রাতেই দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।
এস এম ফিরোজ হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের বড় ছেলে এস এম ফিরোজ হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলার দেয়াড়া বাইতুল মামুর জামে সমজিদে জোহরবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নগরীর আলিয়া মাদরাসা ও মতি মসজিদে।
দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেয়াড়া মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে মরহুমের পরিবারের উদ্যোগে খাবার বিতরণ করা হয়। ২০১৫ সালের এই দিনে এস এম ফিরোজ হোসেন নগরীর মির্জাপুর বাসভবনে স্ট্রোক করে মারা যান। মরহুমের কনিষ্ঠ ভাই আমেরিকা প্রবাসী এস এম সোহেল রানাসহ পারিবারের সকল সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
খুলনায় ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা, থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার
খুলনায় মুঠোফোনে ডেকে নিয়ে অতর্কিত হামলায় আলী আকবর (৫০) নামের ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় খুলনা সদর থানায় আহত আলী আকবরের জামাই মোঃ তানভীরুল ইসলাম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।আহত আকবর
লিখিত অভিযোগে জানা যায়, গত ০৫ ডিসেম্বর আলী আকবর (৫০) এর ব্যবহৃত মুঠোফোনে কল করে গ্রামের বাড়ীর ঠিকানার পরিচিত দিয়ে খুলনা সদর থানাধীন ফেরীঘাট মোড়স্থ কবিরের চায়ের দোকানের সামনে আসতে বলে। সেখানে পৌছালে আসামী খান সাইফুলসহ অজ্ঞাতনামা ৭/৮ জন মোটরসাইকেল যোগে লোহার রড, এস এস পাইপ দিয়ে বাম পায়ের হাটুতে আঘাত করলে হাড় ভেঙ্গে যায় এবং এলোপাতাড়ি কিল, ঘুষি, চড়-থাপ্পড় মেরে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়।
আহত আলী আকবর বলেন, আসামিদের সাথে আমার পূর্ব কোন শত্রুতা নেই। তাদেরকে আমি চিনিও না। আমাকে মুঠোফোনে কল করে ডেকে নিয়ে অতর্কিতভাবে এই হামলা করে। হামলাকারীরা আহত অবস্থায় আমাকে ইজিবাইকে করে তুলে নিয়ে যায়। আমি অচেতন হয়ে পড়লে আমাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সামনে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে চিকিৎসাক জানায় আমার বাম পায়ের হাটু ভেঙ্গে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
লিখিত অভিযোগের বাদী ও আহত আলী আকবরের জামাই মোঃ তানভীরুল ইসলাম বলেন, আমার শ্বশুর আলী আকবর খুলনা জেলা পুলিশ লাইন্স এর এসআই(নিঃ) সাময়িক বরখাস্ত থাকায় আমার ব্যবসায় সহযোগিতা করে। তিনি খুলনার বিভিন্ন থানায় এবং খুলনা জেলায় দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সহিত চাকুরি করেছেন এবং এলাকায় অপরাধ দমন, অপরাধী/সন্ত্রাসীদের সাথে আপোষহীনী ভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত থাকায় বিভিন্ন অপরাধী/সন্ত্রসীরা তাকে দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গত ০৫ ডিসেম্বর রাতে আমার শ্বশুরের উপর অতর্কিত এই হামলা বলে আমরা ধারণা করছি। বিষয়টি খুলনা সদর থানায় এজাহার হিসাবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, জামায়াতে ইসলামী জনগণকে এক আদর্শবাদী স্বপ্নের রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখাচ্ছে, যেখানে ছাত্র-জনতার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নের বাস্তবায়ন থাকবে। আমরা এমন এক সমাজ কায়েমের চেষ্টা করছি, যে সমাজে অনিয়ম, দুর্নীতি, সুদ ও ঘুষের অস্তিত্ব থাকবে না। সর্বোপরি সেই সমাজে কোনো অপরাধকে মেনে নেয়া হবে না বরং ন্যায়-ইনসাফই হবে রাষ্ট্রের মূলনীতি।’ তিনি বলেন, জামায়াতে ইসলামীর সহযোগী সদস্যদের জ্ঞান অর্জনে গুরুত্ব দিতে হবে। জ্ঞান ও যোগ্যতায় অগ্রগামী হতে হবে।
শনিবার রাতে নগরীর খালিশপুর থানাধীন বৈকালী জানাজা চত্বরে ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর কাজী বায়েজীদের সভাপতিত্ব ও সেক্রেটারি মুহাইমিনুল ইসলাম পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী। বক্তৃতা করেন মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারি আব্দুল আউয়াল, বিএল কলেজের ভিপি এডভোকেট মো. জাকিরুল ইসলাম, নেছারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আব্দুর রহমান, ভাইস প্রিন্সিপাল ডিএম নুরুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল আলিম, মাওলানা আব্দুর রহিম, মাওলানা শহিদুল ইসলাম, মো. হোসেন আলী, আশরাফুজ্জামান খোকন, কাজী জিয়াউল ইসলাম, নুর আলম চৌধুরী প্রমুখ।
দাকোপে শীতের প্রকোপে বাড়ছে রোগ-বালাই
মোঃ শামীম হোসেন, দাকোপ
খুলনার দাকোপে শীতের প্রকোপ বাড়ছে রোগ- বালাই। কয়েক দিন ধরে হিমেল হাওয়া ও কুয়াশায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। রবিবার (০৮ ডিসেম্বর) দাকোপের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় হঠাৎ শীত পড়ায় মানুষের মাঝে বিভিন্ন রোগ – বালাই দেখা যাচ্ছে। ধেয়ে আসা ঠাণ্ডা হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। বিশেষ করে ভোরে ও রাতে শীতের কারণে মানুষজন ঘর থেকে বের হতে কষ্ট হচ্ছে।
এদিকে উপজেলার রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল কমে গেছে। বিশেষ করে কৃষক ও দিনমজুরদের দুর্ভোগ বেড়েছে। এ বিষয়ে দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা গ্রামের সুশান্ত মন্ডল ধানচাষি বলেন, ‘ধান কাটার মৌসুম চলছে। কিন্তু ভোরে শীতের কারণে মাঠে নামা যাচ্ছে না। সকালে কাজ শুরু করতে দেরি হচ্ছে। ফলে সময়মতো কাজ শেষ করা কঠিন হয়ে পড়ছে।’
শীতের কারণে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শহরের স্টেশন রোড এলাকার চা-বিক্রেতা মনোয়ারা বেগম বলেন, ‘শীতের কারণে বিক্রিও কমে গেছে। লোকজন একটু কম বাইরে বের হচ্ছে।’
অন্যদিকে ঠাণ্ডা আবহাওয়ার কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে। খুলনার সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক জানান, শীতের শুরুতেই হাসপাতালে সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালে প্রয়োজনীয় শয্যা ও ওষুধের সংকট দেখা দিচ্ছে।
দেখা গেছে, গ্রামীণ এলাকাগুলোতে শীতবস্ত্রের অভাবে মানুষ বেশি কষ্ট পাচ্ছে। বিভিন্ন বেসরকারি সংগঠন ও জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে শীতবস্ত্র বিতরণের। জেলা প্রশাসক বলেন, ‘শীতার্তদের সহায়তায় আমরা কম্বল বিতরণ শুরু করেছি। তবে চাহিদার তুলনায় সেটা যথেষ্ট নয়।’ স্থানীয় সংগঠনগুলো শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালালেও সেটা সবার কাছে পৌঁছাচ্ছে না বলে জানান দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের বাসিন্দা অনিমেষ মন্ডল তিনি বলেন, ‘শীতের প্রকোপ বেশি হলেও সহায়তা কম পাওয়া যাচ্ছে। এদিকে শীতের তীব্রতায় কৃষি ক্ষেত্রে প্রভাব ফেলতে শুরু করেছে। বিশেষ করে ধান, গম ও আলুর চাষে এর প্রভাব পড়ছে। শীতে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। দাকোপ কৃষি অফিস জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে শীত আরও বাড়তে পারে।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, ‘কৃষকদের শীত সহনশীল পদ্ধতিতে ফসল উৎপাদনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শস্য খেতে পানি সংরক্ষণ ও সেচের ব্যবস্থা করতে বলা হয়েছে। খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে। আগামী কয়েক দিনে এটি আরও কমতে পারে। শীতের সক্রিয়তায় রাত ও সকালের তাপমাত্রা দ্রুত কমছে। বিশেষ করে হিমালয় থেকে আসা ঠাণ্ডা বাতাস এবং কুয়াশার ঘনত্ব এ অবস্থাকে দীর্ঘায়িত করছে। মানুষকে শীত মোকাবিলায় সচেতন থাকার পাশাপাশি গরম পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টার সময় সোনাডাঙ্গা বাস টার্মিনালে মালিক সমিতির অফিস কক্ষে খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস-এর সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এসময় গত ৪ ডিসেম্বর অনাকাঙ্খিত ঘটনার জন্য খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাসসহ অন্যান্য মালিক সমিতির নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ ও নিন্দা জানান।
সভায় সকল নেতৃবৃন্দের সম্মতিতে আব্দুল গফফার বিশ্বাস বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। বারবার কেডিএ কর্তৃপক্ষকে নিরাপত্তা বেষ্টনী দেওয়াল দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও না করার কারনে টার্মিনালে ব্যবহারকারী মালিকরা নিরাপত্তাহীনতার মধ্যে অবস্থান করছে। তারা অতিসত্ত্বর নিরাপত্তা বেষ্টনী দেওয়াল দেওয়ার জন্য জোর দাবি জানান।
সভায় যে সকল গাড়ি ক্ষতিগ্রস্ত হইয়াছে তার ক্ষতিপুরণ দাবি করছি। দুরপাল্লার পরিবহন ও বিআরটিসি’র যত্রতত্র কমিশন কাউন্টার না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হইল। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সিদ্ধান্ত মোতাবেক দূর পাল্লার গাড়ি চলাচলের জোর দাবি জানান। বিআরটিসি গাড়ি সরকার ব্যতিরেকে লীজ হোল্ডাররা সড়কে চলাচল করতে পারবে না বলে দাবি জানানো হচ্ছে।
সভায় খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব মোঃ রবিউল করিম, যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুল মল্লিক, আন্তঃ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদস্য মোঃ ইয়াছিন মোল্লা, মোঃ হারুন অর রশিদ, লিটন কুমার দাস, রাজিব কুমার পাল ও রূপসা বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালার খেশরা ইউপি চেয়ারম্যান লাল্টু গ্রেপ্তার
তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু গ্রেপ্তার হয়েছেন। তালা থানা পুলিশ রোববার
(৮ ডিসেম্বর) বিকালে তাঁকে গ্রেপ্তার করেন। তবে, কি কারনে তিনি গ্রেফতার হয়েছেন তা এরিপোর্ট লেখাকালিন সময় পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র বলছে, কামরুল ইসলাম লাল্টু এবং তাঁর পরিবার আওয়ামীলীগের একনিষ্ঠ সমর্থক। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে বিএনপি-জামায়াত ও আওয়ামীলীগের একাংশের ভোটারদের সমর্থন নিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এর আগের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেন। আওয়ামীলীগের রাজনীতির সাথে তিনি এবং তাঁর পরিবার জড়িত থাকায় তিনি আটক হতে পারেন।
এব্যপারে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টুকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাচ্ছে না।