সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা  

বাংলাদেশ চিত্র ডেস্ক

সারা দেশে আজ  বুধবার (০৮ অক্টোবর) আস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

মঙ্গলবার (০৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার বুলেটিনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল  তেঁতুলিয়া ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সব চেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে  মাদারীপুরে ৮৪ মিলিমিটার। 

Share This Article