
ফরিদপুরের সালথায় অবৈধ রাক্ষুসী মাছ পিরানহা জব্দ করা হয়েছে। আজ রবিবার দুপুরে সালথা সদর বাজার থেকে ৩০ কেজি রাক্ষুসী মাছ জব্দ করে উপজেলা মৎস্য অধিদপ্তর।
উপজেলা মৎস্য অফিসার মোঃ শাহারিয়ার জামান সাবু বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সালথা সদর বাজার থেকে নিষিদ্ধ ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এসময় মাছ বিক্রেতা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এই পিরানহা মাছ বিক্রি করা সম্পুর্ন নিষিদ্ধ। পরে মাছগুলো ধ্বংস করার জন্য মাটির নিছে পুতে রাখা হয়।
এসময় তিনি সবধরনের অবৈধ মাছ বাজারে বিক্রি না করার জন্য জেলেদের আহ্বান জানান।