সালথায় ওয়াদুদ মাতুব্বরের পক্ষে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা

বাংলাদেশ চিত্র ডেস্ক

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াদুদ মাতুব্বরের পক্ষে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ওয়াদুদ মাতুব্বরের সমর্থকরা আনারস মার্কায় ভোট চেয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা অব্যাহত আছে।

প্রচারনার সময় ওযাদুদ মাতুব্বরের সমর্থকরা জানান, যেখানেই যাচ্ছি, সেখানেই আনারসের গণজোয়ার দেখা যাচ্ছে। ভোটাররা ওয়াদুদ মাতুব্বরের পক্ষে আছে।

তারা আরো জানান, এই নির্বাচনে বিপুল ভোটে ওয়াদুদ মাতুব্বর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে ইনশাল্লাহ।

Share This Article