স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর যৌথ উদ্দ্যোগে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পে জনগণের ন্যায় বিচারের লক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ফরিদপুর জেলার সালথায় ওরিন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ওরিন্টেশন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালতে বিচারযোগ্য মামলা, গ্রাম আদালত গঠন ও সমনজারী পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় এডসিবি-111 প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছাঃ রুবিনা বেগম উপস্থিত ছিলেন।