
ফরিদপুরের সালথা উপজেলার কাগদী মুরুটিয়া আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন। এই নির্বাচনে শিক্ষার্থীদের অভিভাবক সদস্য পদে দুটি প্যানেলে ৮জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ভোটগননা শেষে কাগদি প্যানেলসহ জয়লাভ করে।
নির্বাচিতরা হলেন- অভিভাবক সদস্য মো: হাবিবুর রহমান, আল-আমিন মাতুব্বর, মুকুল মাতুব্বর, দিদার শেখ ও মহিলা সদস্য ফাতেমা বেগম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি বলেন, সুষ্টভাবে কাগদি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ৩৯১ জন ভোটারের মধ্যে ২৭২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন।