![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
গত ১১ জানুয়ারি ২০২৫ তারিখে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর আহত ব্যক্তিরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। উভয়পক্ষকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং শারীরিক অবস্থার উন্নতি হলে তাদের এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়। এক্স-রে রিপোর্টের ভিত্তিতে রোগীর হাত ভাঙা দেখা গেলে জরুরি বিভাগের মাধ্যমে যথাযথ চিকিৎসা দিয়ে হাত প্লাস্টার করা হয়। চিকিৎসা শেষে রোগী হাসপাতাল ত্যাগ করেন।
পরবর্তীতে রোগীর সঙ্গীরা হাসপাতালে এসে গুরুতর আহতের সার্টিফিকেট প্রদানের জন্য চাপ সৃষ্টি করেন এবং অনৈতিক প্রস্তাব দেন। আমি, ডাঃ মিলি আক্তার বর্ণা, এ প্রস্তাবে কর্ণপাত না করে আমার দায়িত্ব পালন করে যাই। এতে ক্ষুব্ধ হয়ে তারা আমাকে এবং অফিস সহকারী মোছাঃ সালমা খাতুনকে সরাসরি হুমকি দিতে থাকেন। এরই ধারাবাহিকতায়, তারা সিংড়া উপজেলা বিএনপির ব্যানারে আমার এবং অফিস সহকারীর প্রত্যাহারের দাবিতে একটি সাংবাদিক সম্মেলন করেন। উল্লেখ্য, সাংবাদিক সম্মেলনের পরেও তারা আমাদের ব্যক্তিগত মোবাইল ফোনে এবং সরাসরি হাসপাতালে এসে হুমকি প্রদান করেন, যা আমাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাদের এমন আচরণের ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
আমরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীবৃন্দ সবসময় সততার সঙ্গে রোগীর সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। কিন্তু শুধুমাত্র গুরুতর সার্টিফিকেট না দেওয়ার অজুহাতে বিএনপির নাম ব্যবহার করে সাংবাদিক সম্মেলন আয়োজন এবং আমাদের হয়রানি করার প্রচেষ্টা অযৌক্তিক ও অনৈতিক। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ডাঃ মিলি আক্তার বর্ণা
মেডিকেল অফিসার
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স