সিআইপি ও উপজেলা ভাইস চেয়ারম্যানকে গবি শিক্ষার্থীদের সংবর্ধনা

আবু হুরাইরা

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি  জুয়েল রানা ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং ফিজিওথেরাপি বিভাগের সাবেক শিক্ষার্থী ডা. আনোয়ার ফারাজি সিআইপি নিযুক্ত হওয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

শনিবার (৮ জুন) বিকেল ৫ টায় সাভারের নবীনগরে জয় রেস্তোরাঁর ২য় তলা সভাকক্ষে গবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এ সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও  উপস্থিত অতিথিদের ফুলের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। 

ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিশ্ববিদ্যালয়ই আমাকে জনগণের সেবা করার মতো নেতৃত্ব দিতে শিখিয়েছে। উপজেলা নির্বাচনেও শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা পেয়েছি। আমি সকলের কাছে ঋণী। গণ বিশ্ববিদ্যালয় একটি শক্তি। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে সব কাজই করা সহজ হবে। আমি উপাচার্য মহোদয়ের কাছে অনুরোধ করবো যাতে গণ বিশ্ববিদ্যালয়ে পুনরায় ছাত্র সংসদের কার্যক্রমের অনুমতি দেয়া হয় এতে যোগ্য নেতৃত্ব গড়ে ওঠবে। যারা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে দেশের সেবার জন্য নেতৃত্ব দিবে।’

নবনির্বাচিত সি,আই,পি ফরাজি হসপিটাল ও ফরাজি ডেন্টাল লিমিটেডের চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন  ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে দাঁড়িয়ে নিরাবতা পালনের মাধ্যমে সম্মান প্রদর্শন করে  বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের কোনো পরিবার চিকিৎসার অভাবে মারা যাবে না, এই দায়িত্ব আমি গ্রহণ করলাম। আমরা সবাই যদি একতাবদ্ধ হই তবে যেকোনো সময় বিপ্লব ঘটানো সম্ভব, তার প্রমাণ ভিপি জুয়েল। সবাই যার যার স্থান থেকে ভালো কাজ করে যাবেন। সমালোচনার উর্ধ্বে থেকে দেশের জন্য কাজ করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রথমে  জুয়েল রানা এবং সিআইপি কে অভিনন্দন জানান এবং তিনি বলেন, ‘সাবেক এবং বর্তমান উভয় শিক্ষার্থীদের কাছে এক ভাইস চ্যান্সেলরের জবাবদিহিতা রয়েছে। বর্তমান শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা করতে পারলেও সাবেকদের কাছে সেই সুযোগ কম । একবছর তিন মাস উপাচার্য  থাকাকালীন বিশ্বিবদ্যালয়ের উন্নয়ন সাবেক শিক্ষার্থীদের সাথে আলোচনা ও তাদের পরামর্শ শোনার মতো সুযোগ আমি পাই নি। তাই আজ আমার এই অনুষ্ঠানে আসা। সাবেক শিক্ষার্থীরা দেশের সেবায় ভূমিকা রাখতে পারছে এটা প্রতিষ্ঠানের জন্য গর্ব। ভবিষ্যতে দেশের সেবায় আমাদের শিক্ষার্থীদের ভূমিকা আরো বেশি থাকবে। 

সভাপতির বক্তব্যে গবির ফিজিওথেরাপি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা বিভাগ ফিজিওথেরাপির সভাপতি ডা. আমিনুর রহমান নির্বাচিত দুইজনকে শুভেচ্ছা ও অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্বের মাধ্যমে দেশের সেবায় কাজ করছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আমি উপাচার্য মহোদয়ের কাছে অনুরোধ করবো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়া শিক্ষার্থীরা যেনো তাদের যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ পায় এবং ফিজিওথেরাপি বিভাগ পুনরায় চালু করা প্রসঙ্গে যেনো অ্যালামনাই কমিটির সাথে আলোচনা করা হয়।’

অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আ/বি

Share This Article