সিএমপির আরও তিন থানায় নতুন ওসি

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী, ডবলমুরিং ও পাহাড়তলী থানায় ওসি পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

আদেশে বলা হয়, সিটিএসবির পরিদর্শক মো. আরিফুর রহমানকে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), একই থানার (ওসি) সনজয় কুমার সিনহাকে সিএমপি কাউন্টার টেরোরিজম বিভাগে বদলি করা হয়েছে। ডবলমুরিং থানার (ওসি) হিসেবে পরিদর্শক কাজী মো. রফিক আহমেদ ও পাহাড়তলী থানার (ওসি) হিসেবে পরিদর্শক মো.বাবুল আজাদকে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়।

Share This Article