ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন "সিন্দুরপুর সমাজ উন্নয়ন সংস্থা" ২০২২ সালের বর্ষসেরা সেচ্ছাসেবীদের নাম ঘোষণা করেছে। সংগঠনের সভাপতি আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক মোঃ রাসেল তাদের এক যৌথ বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন। এই জরিপে ২০২২ সালে সংগঠনের পরিশ্রমী সেচ্ছাসেবীদের মধ্য থেকে ৩টি ক্যাটাগরিতে ১০ জন সেচ্ছাসেবী নমিনেশন পায়।
বর্ষসেরা সেচ্ছাসেবী নির্বাচনে ২০২২ সালের লিডারশীপ ক্যাটাগরিতে নির্বাচিত হন তারিফুল ইসলাম, তিনি এই বছরের মুখ্য প্রোগ্রাম গুলোতে নিজের নেতৃত্বের আচারন প্রমাণের মাধ্যমে কর্তৃপক্ষের বিবেচনায় আসেন। ২০২২ সালের পাবলিসিটি ও কমিউনিকেশন ক্যাটাগরিতে নির্বাচিত হন রকিবুল ইসলাম, তিনি সংগঠনের প্রচার প্রসারে বর্ষব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে । ২০২২ সালের এক্টিভিটি ও রেসপন্স ক্যাটাগরিতে নির্বাচিত হন মোঃ রিয়াদ হোসেন, বর্ষব্যাপী সংগঠনের প্রোগ্রামে তার সরব উপস্থিতি ও কর্মঠ মনোভাবের জন্যে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ চিত্র/এআর