সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব ২০২৫ অনুষ্ঠিত বাইউস্টে

সহ সম্পাদক (বার্তা)

বিশেষ প্রতিবেদন ::

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত “সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব ২০২৫ (CivGenious-25)” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বাইউস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেয় তিনটি বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী— ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাইউস্ট, কুমিল্লা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা “ট্রাস ব্রিজ প্রতিযোগিতা”-এ অংশগ্রহণ করে। তারা আইসক্রিম কাঠি দিয়ে বেইলি ব্রিজের মডেল তৈরি করে তার লোড বহনক্ষমতা প্রদর্শন করে। উদ্ভাবনী নকশা ও স্থিতিশীল কাঠামোর ভিত্তিতে সেরা নির্মাতাদের পুরস্কৃত করা হয়।

এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তব প্রকৌশলগত অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দলগতভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ,
এবং সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

বিজয়ী শিক্ষার্থী নাইমা শওকত সেতু বলেন, “এই উৎসব আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। ভবিষ্যতে নিরাপদ বেইলি ব্রিজ নির্মাণে এ আয়োজন আমাদের আরও অনুপ্রাণিত করবে।”

বিভাগীয় প্রধান ড. মাহবুবুর রহমান বলেন, “সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে সহায়তা করবে। আমাদের শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে নিরাপদ ও স্থায়ী অবকাঠামো নির্মাণে অবদান রাখতে পারে— আমরা সে লক্ষ্যে কাজ করছি।”

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করেছে তারা সক্ষম ও সৃজনশীল। CivGenious-25 তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করা হবে।”

অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতের প্রকৌশলীদের সাফল্য কামনা করেন।

Share This Article