পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় আলোচিত নির্মল দাসের বিরুদ্ধে থানা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর অভিযোগ। সে সিমানা পিলার ব্যবস্যা, চাঁদাদাবি, দখলবাজি, মারপিট, হুমকি সহ নানা অভিযোগে নির্মলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে ১১ব্যক্তি জেলা প্রশাসক,থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।
অভিযোগ কারীরা হলেন,গদাইপুর ইউপি সদস্য মশিয়ার রহমান মিলন, হাফিজুর রহমান, সুভাষ দাস, ডেভিট সরকার,খুকুমণি, শুশান্ত দাস, প্রনব দাস সহ অনেকে।
অভিযোগে জানাগেছে, গদাইপুর ইউপির গোপালপুরের রঞ্জন দাসের ছেলে আলোচিত নির্মল দাস দীর্ঘদিন ধরে পিনের ব্যবসা,চাঁদাবাজি, দখলবাজি,হুমকি ও মারপিট করে বহু মানুষের ক্ষতি করেছেন। এসব অপরাধ ও মামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্মল দাস গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। এর পরেও সে বীরদর্পে এলাকায় নানা অপরাধ করে বেড়াচ্ছেন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে হাফিজুর রহমান জানান, আমি গোপালপুরের বিষ্টু ও হরমোন দাসের সুপারী বাগান ডিড নিয়েও নির্মল দাসের কারনে ব্যবসা করতে পারেনি। নির্মলের দাবিকৃত ২০ হাজার টাকা দিতে না পেরে বাগান অন্যের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছি।
স্থানীয় সুভাষ দাস ও প্রনব দাস অভিযোগ করেন, নির্মলের অত্যাচারে আমরা নানা ভাবে ক্ষতিগ্রস্থ। এজন্য তার বিচারের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি।
এসব অভিযোগ প্রসঙ্গে নির্মল দাস বলেন, তারা যে অভিযোগ করেছে সেটি মিথ্যা। উল্টো গত ৫ আগস্ট সরকার পতনের পর আমার বাড়ি ভাংচুর করেছে।
ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, নির্মলের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।