সিরাজগঞ্জে ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপির মতবিনিময়

বাংলাদেশ চিত্র ডেস্ক

সিরাজগঞ্জ পৌরসভার ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গতকাল এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সূত্র- বাসস।

Share This Article