
নিজস্ব প্রতিবেদন ::
সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে সিরাজগঞ্জ বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।
তাঁতশিল্প এ জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। বঙ্গবন্ধু যমুনা সেতু এবং সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের অপূর্ব সৌন্দর্য এ জেলাকে পর্যটনসমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে। তা ছাড়া শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাঁচারিবাড়ি, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাঘাবাড়ি মিল্কভিটা, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের ইকোপার্ক, বাঘাবাড়ি বার্জ মাউনন্টেড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বাঘাবাড়ি নদী বন্দর,বাঘাবাড়ি প্যারামাউন্ট বাংলা ট্রাক এনার্জি কনসোর্টিয়াম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি বিখ্যাত স্থাপত্য ও শৈল্পকর্মের নিদর্শন এ জেলাকে সমৃদ্ধতর করেছে।
সিরাজগঞ্জ জেলার সদর থানার ২০১৯ সালের ০২ জানুয়ারি কিছু তরুণ প্রজন্মের যুবকের অনুপ্রেরণা ও সেচ্ছাসেবী মানব কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জীবন বাঁচতে এগিয়ে আসতে প্রতিষ্ঠিত করেন ‘সিরাজগঞ্জ ব্লাড লাভার্স’। গত মাসের ০২ জানুয়ারি সোমবার সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজন মধ্যে দিয়ে সম্পূর্ণ হয়েছে।
বাংলাদেশ চিত্র পত্রিকা প্রতিনিধি কে এডমিন সদস্য মোঃ রাজু আহাম্মেদ জানান, আমার এই ব্লাড ডোনেশন সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সংগঠনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার জনের বেশি মানুষকে সেচ্ছায় ব্লাড সহযোগিতা কাজে এগিয়ে আসেন। ইনশাআল্লাহ আমরা এই সংগঠন সিরাজগঞ্জ জেলা ও আসেপাশে জেলায় ব্লাড সহযোগিতা কার্যক্রম অব্যাহত রয়েছে।
‘সিরাজগঞ্জ ব্লাড লাভার্স’ এর এডমিন দায়িত্ব হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন- মোঃ শুভ ইসলাম, মোঃ রাজু আহম্মেদ। মডারেটর: মোঃ আফফাত, মোঃ আরমান (১), মোঃ আরমান (২), মোঃ সাব্বির, মোঃ রাতুল, মোঃ সবুজ ।