সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এই সংকটময় সময়ে সিরিয়ার জনগণ ও তাদের পছন্দের প্রতি বাংলাদেশ অটল সমর্থন জানাচ্ছে এবং সেখানে শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী সরকারসহ সব পক্ষকে সংযম বজায় রাখতে, নিজ দেশের নাগরিকদের আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে এবং সব সমস্যা সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের অবৈধ আগ্রাসনের নিন্দা করে এবং বিশ্বাস করে এই পরিবর্তন সিরিয়ার জনগণের জন্য অন্তর্ভুক্তি, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধার নীতির ভিত্তিতে তাদের জাতিকে পুনর্নির্মাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
বেসামরিকদের জীবন রক্ষা, মানবিক নীতি বজায় রাখা এবং ইউএনএসসি রেজ্যুলেশন ২২৫৪-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা জোরদার করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানায়। তবে বাহ্যিক সব পদক্ষেপ যেন নেওয়া হয় সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে।
বাংলাদেশ সে দেশের জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে তাদের জাতি গঠন প্রচেষ্টায় জড়িত হতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে। ওই অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র এবং টেকসই শান্তির পথ নিশ্চিত করা অপরিহার্য বলেও মনে করে বাংলাদেশ।