সিরিয়ার আশ্রয় শিবিরে কেমন আছেন সেই শামীমা বেগম

বাংলাদেশ চিত্র ডেস্ক

সিরিয়ার আশ্রয় শিবিরে কেমন আছেন সেই শামীমা বেগম আপনাদের মনে আছে সেই শামীমা বেগমের কথা? আজ থেকে দশ বছর আগে আইএসএসের বধু হওয়া লন্ডনের সাবেক স্কুলছাত্রী শামীমা বেগম এখন কেমন আছেন  সিরিয়ার শরণার্থী শিবিরে? তার বর্তমান দিন-কাল নিয়ে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য ইভেনিং স্ট্যান্ডার্ড্স একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। তারই আলাকে তার বর্তমান অবস্থা বর্ণনা করা হল।

সে এখনো উত্তর সিরিয়ার আল-রোজ শরণার্থী শিবিরে বাস করছে।  লন্ডন থেকে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের পাঠানো টাকা পয়সা দিয়ে চলে। প্রতি সপ্তাহে প্রায় ১০০ পাউন্ড আর্থিক সাহায্য পায় সে। এতে করে মাসে প্রায় চারশো পাউন্ড পর্যন্ত হয়।

শামীমার বয়স এখন ছাব্বিশ বছর । দশ বছর আগে কিশোরী বয়সে তিনি দুই বান্ধবীকে নিয়ে সিরিয়ায় পালিয়ে গিয়েছিলেন। পৌঁছে বিয়ে করেন ডাচ নাগরিক ইয়াগো রেইডেইককে, যিনি আইএস যোদ্ধা ছিলেন। তিন সন্তানের জননী হন। তবে তাদের তিন সন্তানই মারা গেছে, আর রেইডেইক এখন কুর্দিদের কারাগারে বন্দি।

২০১৯ সালে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী সাজিদ জাভিদ তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেন। সেই সিদ্ধান্ত বদলাতে তিনি এখনো আইনি লড়াই চালাচ্ছেন। এদিকে শিবিরে তার তুলনামূলক স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের খবরও প্রকাশ্যে এসেছে—তাবুতে আছে বিদ্যুৎ, পানি আর টেলিভিশন; মাসিক দানের টাকা দিয়ে তিনি মোবাইল ফোন চালান, বাজার থেকে মেকআপ ও পোশাকও কেনেন।

শামীমা এখন আর হিজাব পরেন না এবং পশ্চিমা ধাঁচে নিজেকে উপস্থাপন করছেন, যা অনেকের মতে জনমত ফেরানোর কৌশল। তবে তিনি নিজেকে নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেন। কেবল একবার এক ব্রিটিশ সাংবাদিককে “কোনো মন্তব্য নেই” বলে সাক্ষাৎকার থেকে উঠে আসেন।

আল-রোজ শিবিরে প্রায় ১২ হাজার নারী-শিশু রয়েছে, যারা মূলত আইএস সদস্যদের পরিবার। রেড ক্রস একে “অত্যন্ত অস্থির” পরিবেশ বলে বর্ণনা করেছে। সেই অস্থিরতার মাঝেই শামীমা বেগম লড়াই চালিয়ে যাচ্ছেন নাগরিকত্ব ফিরে পেতে এবং যুক্তরাজ্যে ফেরার আশায়।



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News

Share This Article