সিলেটে অনুষ্ঠিত হলো উদ্দীপনে আঞ্চলিক কর্মশালা

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনকে গুরুত্ব প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের ব্যবস্থাপনায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহযোগিতায় সমগ্র বাংলাদেশের গ্রামীণ জনপদে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে নিরাপদ ব্যবস্থাপনায় পানি ও নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন ব্যবহারের জন্য বিসিসি ক্যাম্পেইন ও প্রকল্প বাস্তবায়ন কৌশলবিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় সিলেট ও ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের উদ্দীপনের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

শনিবার (০৭ অক্টোবর) সকাল ০৯ টায় সিলেটের খাদিমনগরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হলরুমে উদ্দীপনের আয়োজনে বিসিসি কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন উদ্দীপনের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসু। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারী মো: আবদুল মতীন। কর্মশালায় সভাপতিত্ব করেন উদ্দীপনের পরিচালক (ফিল্ড অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) মো. সগির হোসেন।

উদ্বোধনকালে বক্তব্যে উদ্দীপনের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসু বলেন বিসিসি ক্যাম্পেইন ও প্রকল্প বাস্তবায়নের ফলে সারা বাংলাদেশের ৫২টি অঞ্চলে ২৭৬ টি শাখার দ্বারা নিরাপদ ব্যবস্থাপনায় পানি সরবরাহ ও নিরাপদ স্যানিটেশন ব্যবহারের উন্নয়ন সাধন করা। সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থার সক্ষমতার শক্তিশালী করা। বিশেষ করে নারী বালিকাসহ অরক্ষিত পরিস্থিতিতে বসবাসকারী জনগোষ্ঠীর চাহিদার প্রতি বিশেষ দৃষ্টি রেখে খোলা জায়গায় মলত্যাগের অবসান ঘটানো এ কর্মশালার একটি মুল উদ্দেশ্য।

বিসিসি কর্মশালার প্রধান অতিথি মো: আবদুল মতীন এ কর্মশালায় বক্তব্যে বলেন, উন্নত জীবনের জন্য সুস্বাস্থ্য ও সুপেয় পানির কোনো বিকল্প নাই। বিসিসি ক্যাম্পেইন পরিচালনার ফলে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ সকলেই নিরাপদ ব্যবস্থায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য পরিচর্যাবিষয়ক সুযোগ-সুবিধার আওতায় আনা সম্ভব হচ্ছে।

কর্মশালায় সভাপতির বক্তব্যে উদ্দীপনের পরিচালক (ফিল্ড অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) মো. সগির হোসেন বলেন আর্থিক স্বচ্ছলতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির কারণে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন স্থাপনের মাধ্যমে পরিবেশ হচ্ছে সুরক্ষিত। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি।

সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন বা পয়ঃনিষ্কাশন নিশ্চিত করতে হবে। যুগোপযোগী পানি ব্যবস্থাপনা নীতি প্রণয়নের পাশাপাশি পানি, জনস্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সংস্থা বা সরকারি বিভাগগুলোর সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

এসময় অন্য বক্তারা বলেন বিসিসি ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পারিবারিক ও ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং উন্নত প্রযুক্তির স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষিত হচ্ছে এবং এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হচ্ছে।

বিসিসি কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: রোকনুজ্জামান সহকারি মহাব্যবস্থাপক ও প্রকল্প উপ-সমন্বয়কারী, পিকেএসএফ ও উদ্দীপনের উপ-পরিচালক মো: আবুল ফজল। বিসিসি কর্মশালায় উদ্দীপনের ময়মনসিংহ ও সিলেট জোনের আওতায় জোনাল ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, প্রকল্প ইঞ্জিনিয়ারসহ অন্যান্য কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বিসিসি কর্মশালার সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন উদ্দীপনের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।
তথ্য সংগ্রহ ও প্রদান- প্রশান্ত দাস কথা পাবলিক রিলেশন এ্যান্ড মিডিয়া অফিসার, উদ্দীপন প্রধান কার্যালয়, ঢাকা।

Share This Article