“সি” ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুবি

বাংলাদেশ চিত্র ডেস্ক

হাবিবুর রহমান, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে আগামীকাল ব্যবসায় অনুষদ ভিত্তিক ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩টি উপকেন্দ্রে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ৪ হাজার ৫৭ জন। ইতিমধ্যে ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন ‘সি’ ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।

তিনি আরও জানান, আমরা ‘সি’ ইউনিটের পরিক্ষার জন্য সকল ধরনের প্রস্তুত সম্পূর্ণ করেছি। সকল কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে। আর আমাদের পরীক্ষার্থীরা অলরেডি জেনে গেছে কার আসন বিন্যাস কোথায়। এছাড়া নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই জোরদার রয়েছে। আজকে ছয়টার পর থেকে কোন গাড়ি, কোনকিছুই কেন্দ্রের দিকে ঢুকতে পারবে না।

কোন ধরণের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না জানিয়ে তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা কোন ধরনের ইলেকট্রনিকস ডিভাইস বিশেষ করে মোবাইলফোন, ক্যালকুলেটর সবকিছু কেন্দ্রের বাহিরে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা (বিএনসিসি,রোভার স্কাউটস) আছে তাদের কাছে রেখে যাবে। এছাড়া পরীক্ষা চলাকালীন যাতে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা না হয় সেজন্য এবার জেনারেটর ব্যবস্থা করেছি।

রেজিস্ট্রার দফতর সূত্রে জানা যায়, এবারের গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিতে ১৮ হাজার ৬২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ‘সি’ইউনিটে ৪ হাজার ৫৭ জন। মোট কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজ ও সরকারী টিচার্স ট্রেনিং কলেজ।

প্রসঙ্গত, দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা। ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে ২ লাখ ৯৪ হাজার ৫২৪টি। গত ৩০ জুলাই ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৩ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী ২০ আগস্ট ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share This Article